• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘ইচ্ছে পুতুল’ অতীত, ‘পদ্মজল’ হয়ে ফিরছেন তিতিক্ষা! পোস্টার ভাইরাল হতেই হইচই দর্শকমহলে

টেলিভিশনের পর্দায় এমন কিছু সিরিয়াল সম্প্রচারিত হয় যা শেষ হওয়ার পরেও রেশ থেকে যায়। ষ্টার জলসার (Star Jalsha) ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul) ধারাবাহিকটি ছিল এমনই একটি। গল্পে নায়িকা মেঘের (Megh) চরিত্রে দেখা গিয়েছিল তিতিক্ষা দাসকে (Titiksha Das)। এছাড়াও ময়ূরী চরিত্রে ছিলেন শ্বেতা মিশ্র ও সৌরনীল হিসাবে অভিনয় করছিলেন মৈনাক বান্ধোপাধ্যায়। যদিও ধারাবাহিকটি শেষ হয়ে গিয়েছে তবে রেশ কাটেনি এখনও।

‘ইচ্ছে পুতুল’ এ বোন মেঘ ও তার স্বামী নীলের মাঝে ঝামেলা লাগাতে কোনোকিছুই বাকি রাখেনি ময়ূরী। এমনকি ডিভোর্স করিয়ে নিজে বিয়েও করতে চেয়েছিল, কিন্তু শেষমেশ সত্যের জয় হয়েছে। মিল হয়েছে মেঘ-নীলের। অবশ্য গোটা সিরিয়ালের যাকে শয়তান কুচুটে চরিত্রে দেখা গিয়েছে শেষ পর্যায়ে তাকেও ভালো হয়ে যেতে দেখা গিয়েছে।

   

Icche Putul ends with a Happy note Megh Mayuri unites as Sisters Viewers got Tears of Joy

আসলে শেষবেলায় নিজের ভুল বুঝতে পেরেছিল ময়ূরী। যাঁর ক্ষতি করতে উদ্ধত সেই বোনই নিজের প্রাণের তোয়াক্কা না করে রক্ত দিয়ে বাঁচিয়েছে। অন্তিম পর্বের আগে দেখা যায়, মেঘের কাছে এসে ক্ষমা চেয়ে চিরকালের মত সরে যেতে চেয়েছিল সে, কিন্তু মেঘ তাকে দূরে না ঠেলে আপন করে নিয়েছে। তারপর শেষ পর্বে দেখা যায় মেঘের মেয়েই হয়েছে ময়ূরীর প্রাণ ভোমরা।

আরও পড়ুনঃ দর্শকদের জন্য বড় খবর, লীনা গাঙ্গুলির আসন্ন সিরিয়ালে একসাথে ছোটপর্দায় ফিরছেন সাবিত্রী-মাধবী!

‘ইচ্ছে পুতুল’ শেষ হওয়ার পর তিতিক্ষা দাসকে কবে আবারও পর্দায় দেখা যাবে সেটার জন্য অপেক্ষায় ছিলেন দর্শকেরা। এরইমধ্যে নতুন মেগার পোস্টার ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়াতে। জানা যাচ্ছে ‘পদ্মজল’ নাম হতে চলেছে ধারাবাহিকের। ছবি দেখেই আনন্দে আত্মহারা সকলেই।

Icche Putul Actress Titiksha Das viral Poster

আরও পড়ুনঃ বাবার চরিত্র অতীত, নতুন মেগায় ‘বৃহন্নলা’ রূপে দর্শকদের চমকে দিলেন কৌশিক চক্রবর্তী

তবে, যে তিতিক্ষা দাসের ‘পদ্মজল’ সিরিয়ালের যে পোস্টার ভাইরাল হয়েছে সেটা মোটেই আসল নয়। বরং এটি ফ্যান মেড, অর্থাৎ কোনো এক ভক্তদ্বারা বানানো হয়েছে। টেলিপাড়ার সূত্রেই এই খবর যাচাই করাও হয়েছে। সেখানেই জানা যাচ্ছে এমন কোনো সিরিয়ালই আসছে না।