• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দীপার বিয়ে মিথ্যে জেনে মৃত্যুর মুখে রুপা! দিব্যি খুশিতে সূর্য, টিভির আগেই ফাঁস ধামাকা পর্ব

ষ্টার জলসার (Star Jalsha) অন্যতম মেগা অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa)। দু বছর পরেও দর্শকেরা সূর্য-দীপার কাহিনী দেখার জন্য অপেক্ষায় থাকেন। যদিও সিরিয়ালে (Bengali Serial) একাধিক মোড় এসেছে। একদিকে ভয়ংকর অসুস্থ রুপা। তো অন্যদিকে বাবার দায়িত্ব পালনে অক্ষম সূর্য বিয়ে করেছে ইরাকে। এদিকে পরিস্থিতির চাপে পড়ে দীপাও নাটক করেছে অর্জুনকে বিয়ে করার।

কিন্তু একদিকে যেমন সূর্য দীপার সুখ চোখে দেখতে পারছে না , তেমনি মিথ্যে নাটক বেশিদিন করতে পারছে না দীপা। রুপার জেদের কাছে হার মেনেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু এই মিথ্যে সহ্য করা দুর্বিষহ হয়ে পড়ছিল দিন দিন। তাই সে নিজেই দীপাকে জানিয়ে দেয় যে আসলে বিয়ে হয়নি।

   

Star Jalsha Bengali serial Anurager Chhowa Sona Rupa is missing after seeing Surja's Vdeo

মায়ের এ কথা মুখে শুনে বড় কষ্ট পায় রুপা, বিশ্বাস ভেঙে যাওয়ায় আবারও অজ্ঞান হয়ে যায় সে। এরপর অৰ্জুন চেক করে দেখে রুপার হার্টবিট চলছে না। অর্জুনের কথা শুনে চিৎকার করে ওঠে দীপা। কিন্তু পরক্ষণেই বোঝা যায়, এমনটা বাস্তবে ঘটেনি, বরং দুঃস্বপ্ন দেখছিল সে। এই কারণেই রুপাকে কিছু বলতে ভয় পাচ্ছে সে।

আরও পড়ুনঃ ‘মায়ের সাথে কিভাবে দেখব?’ হোলিতে রোহিত-ফুলকির ঘনিষ্ট মুহূর্ত দেখে চোখ কপালে নেটিজেনদের

দীপার যখন এই অবস্থা তখন সদ্য বিয়ে পর ইরাকে নিয়ে সেনগুপ্ত বাড়ি ফিরেছে সূর্য। বাড়ি ফিরে সূর্য খুশি, কিন্তু লাবণ্য বা প্রবীণ কারোর মনেই বিন্দুমাত্রই খুশি নেই। সূর্য জিজ্ঞাসা করতে লাবণ্য সাফ জানিয়ে দে, বাড়ির লোকেদের জন্য ফিরে আসলে অবশ্যই খুশি হত। কিন্তু সে ফিরেছে শুধুমাত্র বাড়ির জন্য, দীপাকেও তাড়িয়ে দিয়েছে। তাছাড়া কেন ইরাকে বিয়ে করেছে সেটাও কেউ এখনও জানতে পারেনি।

Star Jalsha Bengali serial Anurager Chhowa Surjya’s new heroine Ira has arrived

আরও পড়ুনঃ শাড়ি ছেড়ে ওয়েস্টার্ন পোশাকে বোল্ড লুক, পর্দার পুতুলকে দেখে ‘উফ কি লাগছে’ বলছে নেটপাড়া

প্রসঙ্গত, বেশ কিছুপর্ব ধরে দেখা মিলছিল না মিশকার। তবে এবার দেখা যাচ্ছে অ্যাকসিডেন্টের পর হাসপাতালে ছিল সে। এতদিনে শয্যাশায়ী হয়ে চোখ খুলেছে মিশকা। তবে কি আবারও নতুন ঝড় উঠবে দীপার জীবনে? নাকি সূর্যকে পেতে ইরার ক্ষতি করতে উদ্ধত হবে মিশকা? আগামী দিনেই এর উত্তর মিলবে।