• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বড় অফিসার হয়েও ক্ষমতাহীন! ‘জগদ্ধাত্রী’ ছাড়ছেন সৌম্যদীপ? নতুন নায়ক এন্ট্রির জল্পনা টলিপাড়ায়

বর্তমানে দর্শকদের প্রিয় সিরিয়ালের নাম জানতে চাইলে জি বাংলার (Zee Bangla) জগদ্ধাত্রী (Jagaddhatri) সিরিয়ালের নাম আসবেই। লেডি অফিসারের একদিকে সংসার অন্যদিকে পুলিশের কর্তব্য সামলানোর কাহিনী দেখতে বুঁদ আট থেকে আশি সকলেই। সেই কারণেই টিআরপি তালিকাতেও হয় প্রথম নয় প্রথম তিনের মধ্যেই থাকে নাম। গল্পে নায়িকা হিসাবে দেখা যাচ্ছে অঙ্কিতা মল্লিক (Ankia Mallick) ও নায়ক হিসাবে দেখা যাচ্ছে সৈম্যদীপ মুখোপাধ্যায়কে (Soumyadeep Mukherjee)

গল্পে জগদ্ধাত্রী ও স্বয়ম্ভু দুজনেই পুলিশ অফিসার। কিন্তু অদ্ভুত ব্যাপার হল শুধুমাত্র জ্যাসকেই অ্যাকশন করতে বা মিশনে যেতে দেখা গিয়েছে স্বয়ম্ভু অফিসার হলেও তাকে খুব একটা কাজে দেখা যায়নি। এবার এই কারণেই দর্শকদের একাংশ প্রতিবাদ জানিয়েছেন সোশ্যাল মিডিয়াতে। নেটিজেনদের মতে, সাধু দা, উৎসব, দেবু দা থেকে মেনন পর্যন্ত কাজ করে। কিন্তু স্বয়ম্ভু পুলিশ অফিসার মনে হয়।

   

Jagaddhatri fame Ankita Mallick and Soumyadeep Mukherjee reel videos went viral

এক নেটিজেন জানিয়েছেন, স্বয়ম্ভু চরিত্রটা কেন যে আছে সেটাই স্পষ্ট নয়। খালি মা, বাবা, ভাই আর কোনো ডায়লগ নেই। নামেই অ্যাকশন হিরো, এদিকে আজ অবধি একটা মশাও মারতে দেখা গেল না। এমনকি সিরিয়ালে স্ক্রিনেও খুব কম সময়ই দেখা মেলে তাঁর। যে কারণে বাকিদেরই বেশিরভাগ দেখা যায় স্ক্রিনে। তবে এর মাঝেই সামনে আসছে চাঞ্চল্যকর খবর।

আরও পড়ুনঃ দীপার বিয়ে মিথ্যে জেনে মৃত্যুর মুখে রুপা! দিব্যি খুশিতে সূর্য, টিভির আগেই ফাঁস ধামাকা পর্ব

কানাঘুষো শোনা যাচ্ছে, প্রযোজনা সংস্থার সাথে অনীহার জেরে জগদ্ধাত্রী সিরিয়াল থেকেই নাকি সরে যাচ্ছেন সৌম্যদীপ মুখোপাধ্যায়। লাগাতার চলতে থাকা অবহেলার জন্যই নাকি এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এবছর হোলিতেও সেভাবে সেলিব্রেশন মুডে দেখা যায়নি।

Jagaddhatri serial Swayambhu, Soumyadeep Mukherjee injured

আরও পড়ুনঃ ‘মায়ের সাথে কিভাবে দেখব?’ হোলিতে রোহিত-ফুলকির ঘনিষ্ট মুহূর্ত দেখে চোখ কপালে নেটিজেনদের

প্রসঙ্গত, এমনটাও জল্পনা শোনা যাচ্ছে যে সৌম্যদীপ যদি সিরিয়াল ছেড়ে দেন সেক্ষেত্রে নতুন নায়ক আনা হতে পারে। যদিও এর সবটাই জল্পনা ও রটনা মাত্র। আসলে যে এমনটা হতে চলেছে তার কোনো খবর মেলেনি। যদি হয় সেক্ষেত্রে চ্যানেলের তরফ থেকে বা অভিনেতা নিজেই হয়তো জানাবেন।