• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘মায়ের সাথে কিভাবে দেখব?’ হোলিতে রোহিত-ফুলকির ঘনিষ্ট মুহূর্ত দেখে চোখ কপালে নেটিজেনদের

জি বাংলার (Zee Bangla) হিট সিরিয়ালের তালিকা তৈরী হলে প্রথমসারিতেই থাকবে ‘ফুলকি’ (Phulki) ধারাবাহিকের নাম। মিঠাই শেষ হওয়ার পর শুরু হয়ে অল্প দিনেই সকলের বেশ প্রিয় হয়ে উঠেছে রোহিত-ফুলকি (Rohit-Phulki) জুটি। এর প্রমাণ মেলে প্রতি সপ্তাহের টিআরপি (TRP) তালিকাতেই।

সিরিয়ালে ফুলকি চরিত্রে দেখা যাচ্ছে দিব্যানি মন্ডলকে। আর রোহিত চরিত্রে অভিনয় করছেন অভিষেক বসু। এটাই দিব্যানির প্রথম সিরিয়াল, আর তাতেই দুর্দান্ত অভিনয়ের জেরে সকলের চোখের মণি হয়ে উঠেছেন তিনি। ফুলকি-রোহিতের বিয়ে হয়েছে ঠিকই, তবে এখনও সেভাবে কাছাকাছি আসতে পারেনি কেউই।

   

Phulki Serial Romantic Scene

আসলে রোহিতকে এখনও স্যার বলেই সম্মোধন করে ফুলকি। কিছু করতে গেলেই জোটে বকুনি, তাই মনে প্রেম থাকলেও সেটার বহিঃপ্রকাশ সেভাবে দেখা যায়নি এতদিন। তবে এবার দর্শকদের ভরপুর রোম্যান্টিক একটা পর্ব উপহার দিল চ্যানেল। ইতিমধ্যেই সেই পর্বের কিছু টুকরো দৃশ্য ফাঁস হয়েছে যা দেখে শিহরিত দর্শকেরাও। সোশ্যাল মিডিয়াতে রীতিমত হইচই পড়ে গিয়েছে নতুন প্রোমোকে ঘিরে।

আরও পড়ুনঃ ‘অষ্টমী’ আসতেই বিসর্জন জনপ্রিয় মেগার! প্রকাশ্যে শেষ সম্প্রচারের দিনক্ষণ ও নতুন মেগার টাইমস্লট

প্রোমোতে দেখা যাচ্ছে একেবারে বলিউডের ‘রামলীলা’ সিনেমার মত মাখোমাখো রোম্যান্সে মেতে উঠেছে দুজনেই। সাথে রয়েছে ‘রং লাগাদে মোহে রং লাগাদে রে’ ব্যাকগ্রাউন্ড মিউজিক। সব মিলিয়ে টিভির পর্দায় যে এমন একটা রোমান্টিক দৃশ্য পাওয়া যেতে পারে সেটা অনেকেই ভাবতেও পারেননি। সেই কারণেই শেয়ার হওয়ার পর থেকেই হু হু করে ভাইরাল প্রোমো।

আরও পড়ুনঃ প্রেমিক-স্বামী দুজনকেই চাই! শিমুলের ব্যবহার দেখে ক্ষুদ্ধ, ‘ন্যাকামি’ বলে কটাক্ষ দর্শকদের’

Phulki Romantic Promo Comments

রোহিত-ফুলকির এই চরম রোম্যান্স দেখে মিশ্র প্রতিক্রিয়া মিলেছে নেটিজেনদের থেকে। একজন কটাক্ষ করে লিখেছেন, গরিবের রণবীর-দীপিকা। তো কেউ আবার লিখেছেন, ‘এবার মায়ের সাথে কিভাবে দেখবো এই এপিসোডটা?’ এমন একাধিক কমেন্ট রয়েছে। অবশ্য অনেকেই প্রশংসাও করেছেন। তবে কিছুজন লিখেছেন, নির্ঘাত স্বপ্ন দেখছে ফুলকি।