• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বাবার চরিত্র অতীত, নতুন মেগায় ‘বৃহন্নলা’ রূপে দর্শকদের চমকে দিলেন কৌশিক চক্রবর্তী

ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ষ্টার জলসার (Star Jalsha) নতুন সিরিয়াল ‘অষ্টমী’র (Astami) প্রমো ভিডিও। লীনা গাঙ্গুলির (Leena Ganguly) কাহিনীতে এই মেগা ধারাবাহিকের হাত ধরেই কামব্যাক করছেন ‘এক্কা দোক্কা’র পোখরাজ, অর্থাৎ সপ্তর্ষি মন্ডল (Saptarshi Mondal) । তাকে জুটি বাঁধতে দেখা যাবে ঋতব্রত দে () এর সাথে। তবে এখানেই শেষ নয়, প্রথম প্রোমোতেই দর্শকদের চমকে দিয়েছেন আরও এক অভিনেতা।

হ্যাঁ ঠিকই ধরেছেন ‘অষ্টমী’ সিরিয়ালের খল চরিত্রের বৃহন্নলার কথাই বলছি। গল্পে বৃহন্নলার চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা কৌশিক চক্রবর্তীকে। এর আগে মিঠাই সিরিয়ালে উচ্ছেবাবু থুড়ি সিদ্ধার্থের বাবার চরিত্রে দেখা গিয়েছিল তাকে। তবে এবার আর বাবা কাকার চরিত্র নয়, বরং ভয়ংকর খল চরিত্রে দেখা মিলবে তাঁর। প্রমো দেখেই উচ্ছসিত হয়েছেন দর্শকেরা।

   

Kaushik Chakraborty in Upcoming Serial Astami

যেমনটা জানা যাচ্ছে ম্যাজিক মোমেন্টসের এই ধারাবাহিক অন্যায়ের বিনাশের কাহিনী বলবে। মূলত মাইথোলজির সাথে তাল মিলিয়ে চলবে এই সিরিয়াল। তবে কাহিনী যেমনই হোক না কেন, কৌশিক চক্রবর্তীর নতুন লুক যে সবাইকে চমে দিয়েছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। প্রোমো ভিডিওটির কমেন্ট বক্সেও অনেকেই দুর্দান্ত মেকআপ আর অভিনয়ের প্রশংসা করেছেন।

আরও পড়ুনঃ ITর চাকরি ছেড়ে অভিনয়ে আসা! বর্তমানে কি করছেন ‘ফিরকি’ সিরিয়াল খ্যাত ‘মিতা মাসি’ অভিনেত্রী?

ভিডিওতে দেখা যাচ্ছে, লাল শাড়ি পরে কপালে টিপ পড়েছেন তিনি। এরপর দুহাতে জ্বলন্ত প্রদীপ নিয়ে ঠাকুর দালানে যাচ্ছেন তিনি। এমন একটা দৃশ্য রীতিমত শিহরণ জাগিয়েছে দর্শকমনে। অপেক্ষা ধারাবাহিকটি শুরু হওয়ার। তবে এখনও পর্যন্ত শুরুর কোনো দিনক্ষণ প্রকাশ্যে আসেনি।

আরও পড়ুনঃ ‘বিয়ের গয়না ফেরত দিচ্ছে না’, নবনীতার বিস্ফোরক অভিযোগে মুখ খুললেন জিতু!

আসলে দীর্ঘ অভিনয় জীবনে অভিনেতাকে, কখনো পজিটিভ তো কখনো নেগেটিভ চরিত্রে দেখা গিয়েছে। দুই চরিত্রেই দুর্দান্ত মানিয়েছে তাকে। এমনকি ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ এ কমলার বাবা হিসাবে বেশ কমেডি চরিত্রেও দর্শকদের খুবই পছন্দের  ছিলেন তিনি। তবে এবার সমস্ত চরিত্রকে ছাপিয়ে গিয়েছে খলচরিত্রে অভিনয়।