• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দর্শকদের জন্য বড় খবর, লীনা গাঙ্গুলির আসন্ন সিরিয়ালে একসাথে ছোটপর্দায় ফিরছেন সাবিত্রী-মাধবী!

বাংলা সিনেমার গোল্ডেন করার দুই অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায় (Madhabi Mukherjee) ও সাবিত্রী চট্টোপাধ্যায় (Sabitri Chatterjee)। পর্দায় উত্তম কুমার থেকে সৌমিত্র খাঁয়ের মত অভিনেতাদের সাথে একাধিক সিনেমায় তাদের অভিনয় মুগ্ধ করেছিল বাংলিকে। সময়ের স্রোতে আজ তাদের মুখ বয়সের চাপ স্পষ্ট তবে সৌন্দর্য যেন আজও অমলিন। আর এবার জানা যাচ্ছে ছোটপর্দায় একসাথে কামব্যাক করছেন সাবিত্রী ও মাধবী।

টেলিভিশনের পর্দায় জি বাংলা থেকে ষ্টার জলসা (Star Jalsha) দুই চ্যানেলেই একাধিক সিরিয়াল সম্প্রচারিত হয়। তবে টিআরপি (TRP) কমলেই পুরোনোকে টাটা বলে নতুন মেগা জায়গা দখল করে। বর্তমানে যেন ঝড় উঠেছে নতুন সিরিয়ালের। এরই মাঝে খবর মিলল লীনা গাঙ্গুলীর আসন্ন ধারাবাহিকে দেখা যাবে সাবিত্রী চট্টোপাধ্যায় ও মাধবী মুখোপাধ্যায়কে।

   

Sabitri Chatterjee Madhabi Mukherjee together in New Serial

এর আগে অবশ্য ‘কুসুম দোলা’ সিরিয়ালে একসাথে দেখা গিয়েছিল সাবিত্রী-মাধবীকে। সেইসময় সুপারহিট হয়েছিল ধারাবাহিকটি। তবে এবার ম্যাজিক মোমেন্টসের প্রজনন আর লীনা গাঙ্গুলীর কাহিনী আবারও ফেরাচ্ছে তাদের। বোঝাই যাচ্ছে ষ্টার জলসার পর্দায় দেখা যাবে এই নতুন ধারাবাহিকটি। তবে সিরিয়ালের নাম এখনও জানা যায়নি।

আরও পড়ুনঃ অবশেষে বসন্ত উৎসবে কাছাকাছি কথা-অগ্নিভ, রোম্যান্টিক পর্ব ফাঁস হতেই চোখ জুড়োলো দর্শকদের

টেলিপাড়ার সূত্রমতে, নায়কের চরিত্রে দেখা যাবে সুপ্রিয়া দেবীর নাতি শন ব্যানার্জীকে। অন্যদিকে নায়িকা হিসাবে থাকতে পারেন ‘গাঁটছড়া’র ‘বনি’ অভিনেত্রী অনুষ্কা গোস্বামী। খবরটি পাওয়ার পর থেকেই দর্শকদের অনেকেই অপেক্ষায় আছেন কবে সিরিয়ালের কাজ শুরু হবে ও প্রথম প্রোমো অন এয়ার হবে।

Sabitri Chatterjee Madhabi Mukherjee Together

আরও পড়ুনঃ খলনায়িকা থেকে বড়পর্দার নায়িকা, মিঠুনের সাথে প্রথম ছবি, সুখবর দিলেন পর্দার ‘মিশকা’ অহনা

প্রসঙ্গত, কিছুদিন আগেই টিভি৯ বাংলার সাক্ষাৎকারে উপস্থিত হয়েছিলেন সাবিত্রী চট্টোপাধ্যায়। সেখানে তিনি জানান, আমার বয়স হলেও কাজের স্পৃহা একদমই কমেনি। আমি আরও অনেক কাজ করতে চাই। তবে কতদিন সুস্থ থাকতে পারবো জানি না। এদিকে মাধবী মুখোপাধ্যায়ও বলেন, আমার বান্ধবী আমার সঙ্গেই থাকবে, তাই  দারুণ সময় কাটবে’। এখন থেকেই ইঙ্গিত মিলেছে যে একসাথে কাজ করতে চলেছেন বর্ষীয়ান এই দুই অভিনেত্রীরা।