• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ধারেকাছেও নেই Airtel, Jio! সবচেয়ে কমে আনলিমিটেড কলিং, ডেটা সহ ৬ মাসের ধামাকা প্ল্যান আনল VI

সময়ের সাথে সাথে বেড়ে চলেছে স্মার্টফোনের ব্যবহার ও ইন্টারনেট ব্যবহারকারীদের সংখ্যা। বর্তমানে ভারতবর্ষে মূলত চারটি টেলিকম অপারেটর রয়েছে, যারা হলো Jio, Airtel, BSNL ও VI। গ্রাহকদের আকৃষ্ট করার জন্য প্রায় প্রতিমাসেই একের পর এক দুর্দান্ত সব রিচার্জ প্ল্যান লঞ্চ করছে প্রায় প্রতিটা সংস্থাই। তবে এবার জিও ও এয়ারটেল কে টেক্কা দিতে ধামাকাদার রিচার্জ নিয়ে হাজির ভোডাফোন আইডিয়া (Vodafone Idea)

VI এর নতুন ১৮০ দিনের রিচার্জ প্ল্যান 

প্রতিমাসে রিচার্জের ঝামেলা এড়াতে অনেকেই তিনমাস, ছয়মাস বা এক বছরের রিচার্জ করতে পছন্দ করেন অনেকেই। কিন্তু অন্য কোম্পানি যেখানে ১০০ দিনের কম বৈধতা দেবে সেখানে একই টাকায় প্রায় ৬ মাসের বৈধতা দিচ্ছে ভিআই। শুধু তাই নয় অ্যাপের মাধ্যমে রিচার্জ করলে অর্ধেক টাকা ক্যাশব্যাকও  পেতে পারেন। তাই আপনিও যদি মোবাইলের পিছনে হওয়া খরচ কমাতে চান তাহলে এই প্লেনটি বেছে নিতে পারেন। নিচে প্ল্যানটির সুবিধা সম্পর্কে জানানো হল।

   

VI 75 Recharge now comes with extra 1.5 Data Benifits

VI 1449 রিচার্জের সুবিধাঃ 

গ্রাহকদের জন্য বাজার কাঁপানো অফার নিয়ে হাজির হয়েছে VI। মাত্র ১৪৪৯ টাকাতেই প্রতিদিন ১.৫ জিবি হাইস্পীড ডেটা, আনলিমিটেড কলিং ও প্রতিদিন ১০০টি এসএমএস এর সুবিধা পাওয়া যাবে। তবে অন্য কোম্পানি যেখানে দিন ফুরোলেই ডেটা নষ্ট হয়ে যায় এক্ষেত্রে সেটা হবে না বরং ডেটা রোল ওভারের সুবিধা পাওয়া যাবে। একই সাথে Data Delights, Vi Movies & TV ফ্রীতে ব্যবহার করতে পারবেন। আর এই প্লানের বৈধতা থাকবে ১৮০ দিন অর্থাৎ ৬ মাস।

আরও পড়ুনঃ ৯০০০ ও লাগবে না! সস্তায় 50MP ক্যামেরার ধাসু 5G স্মার্টফোন লঞ্চ করল Poco

Airtel 1449 রিচার্জ প্লানের সুবিধা

Airtel এ যদি আপনি ১৪৪৯ টাকার রিচার্জ কোরান তাহলে প্রতিদিন ৩ জিবি হাইস্পীড ডেটা পাওয়া যাবে। একই সাথে আনলিমিটেড কলিং, আনলিমিটেড 5G ডেটা, রোজ ১০০টি এসএমএস মিলবে। তবে এক্ষেত্রে রিচার্জের ভ্যালিডিটি থাকবে মাত্র ৮৪ দিন। যেটা ভিআই এর তুলনায় অনেকটাই কম।

Jio 1449 রিচার্জের সুবিধা 

এয়ারটেলের মতোই Jio এর ১৪৪৯ প্ল্যান আনলিমিটেড 5G ইন্টারনেট, প্রতিদিন ৩ জিবি ফোরজি ডেটা, আনলিমিটেড কলিং থেকে রোজ ১০০ টি ফ্রি এসএমএস দেবে। এর সাথে Jio Tv,Jio Cinema, Neflix এর সাবস্ক্রিপশন পাওয়া যাবে। কিন্তু এক্ষেত্রেও ভ্যালিডিটি থাকবে মাত্র ৮৪ দিন।

তিনটি কোম্পানির অফারই দুর্দান্ত তবে আপনাকে বেছে নিতে হবে আপনার কোনটা প্রয়োজন। যদি আপনি কম খরচে বেশি দিনের বৈধতা পেতে চান আর আপনার ইন্টারনেটের ব্যবহার তুলনামূলকভাবে কম হয় তাহলে আপনি VI এর প্ল্যান বেছে নিতে পারেন। কিন্তু অন্যদিকে আপনার যদি ইন্টারনেটের ব্যবহার বেশি হয় সেক্ষেত্রে এয়ারটেল ও জিও আপনার কাছে বেস্ট অপশন হবে।