বর্তমান সময়ে দাঁড়িয়ে একটা ভালো স্মার্টফোন খুবই প্রয়োজন। যোগাযোগ করার জন্য তো বটেই ডিজিটাল ভারতে দাঁড়িয়ে কাজের জন্যও স্মার্টফোন অত্যাবশ্যক। তাছাড়া এখন তো ব্যাঙ্কও ফোনের মধ্যেই রয়েছে। অনেকেই নিজেদের পুরোনো ফোন আপগ্রেড করতে চান, আবার কেউ লেটেস্ট টেকনোলজির ফোনই চান প্রথম স্মার্টফোন হিসাবে। এবার এমন সমস্ত মানুষদের জন্য রীতিমত বাজার কাঁপানো অফার নিয়ে হাজির POCO।
আপনিও যদি নতুন ফোন কেনার কথা ভাবছেন তাহলে অবশ্যই দেখুন POCO M6 5G ফোনটিকে। পাওয়ারফুল প্রসেসর থেকে ৫০ মেগা পিক্সেলের দারুন ক্যামেরা সব আছে এই ফোনে। এমনকি লেটেস্ট ফাইভ টেকনোলজিও আছে। সমস্ত ফিচার্স থাকলেও POCO এর M6 5G এর দাম কিন্তু একেবারে সাধ্যের মধ্যেই। মাত্র ৯০০০ এর মধ্যেই পাওয়া যাবে। চলুন এবার দেখে নেওয়া যাক ফোনটির ফিচার্স গুলি।
Poco M6 5G এর স্পেসিফিকেশন ও ফিচার্স
Poco এর এই স্মার্টফোনে ৬.৭৪ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে থাকবে যার রিফ্রেশ রেট 90Hz। থাকবে ৫০ মেগা পিক্সেলের মেন ক্যামেরা ও ৫ মেগা পিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। দমদার পারফর্মেন্সের জন্য ফোনটিতে MediaTek Dimensity 6100+ প্রসেসর দেওয়া হয়েছে। যার ফলে ইন্টারনেট ব্রাউজিং, মাল্টি টাস্কিং থেকে শুরু করে গেমিং সবই করা যাবে অনায়াসে।
আরও পড়ুনঃ ৮০০০ এরও কমে 16GB ব়্যাম, 50MP ক্যামেরার সাথে ফ্রি OTT! এই অফার মিস করলে আর পাবেন না
সমস্ত কিছুকে ঘন্টার পর ঘন্টা চালিয়ে রাখার জন্য 5000 mah এর ব্যাটারি থাকবে। যেটা চার্জ দেওয়ার জন্য 18 Watt এর ফাস্ট চার্জারও থাকবে। ডুয়াল সিম এই ফোনটিতে হেডফোন জ্যাক, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থেকে শুরু করে ডুয়াল স্পিকারের মত ফিচার্সও থাকছে। এই সমস্ত কিছুই পাওয়া যাবে একেবারে সস্তায়।
আরও পড়ুনঃ আপনার অজান্তে স্মার্টফোনের ক্ষতি করছে স্ক্রিন গার্ড, বাতিল হবে ওয়ারেন্টিও! সতর্ক করল Xiaomi
বর্তমানে ফোনটি ফ্লিপকার্টে পাওয়া যাবে। ফোনটির বেশ কয়েকটি স্টোরেজ ভেরিয়েন্টে কিনতে পাওয়া যাবে। তবে শুরুতে লঞ্চ অফার হিসাবে ৮,৭৯৯ টাকায় কিনতে পারবেন ফোনটি। এছাড়াও এর সাথেই Airtel এর তরফ থেকে 50GB ডেটাও মিলবে। নিচে বিভিন্ন ভেরিয়েন্টের জন্য দাম দেওয়া হল।
- 4GB RAM ও 128GB Storage এর দাম হবে ১০,৪৯৯ টাকা
- 6GB RAM ও 128GB Storage এর দাম হবে ১১,৪৯৯ টাকা
- 8GB RAM ও 256GB Storage এর দাম হবে ১৩,৪৯৯ টাকা