• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মিঠে রোদ গায়ে মেখে মেতে উঠুন পিকনিকে! রইল কলকাতার কাছে সেরা ৩টি পিকনিক স্পটের হদিশ

Published on:

Top 3 picnic spot near Kolkata during winter, কলকাতার কাছাকাছি তিনটি পিকনিক স্পট

পিকনিক ছাড়া বাঙালির শীতকাল (Winter) একপ্রকার অসম্পূর্ণ। চড়ুইভাতি না করলে ঠাণ্ডার এই মরসুমটা যেন ঠিক জমে ওঠে না। শীতের মিঠে রোদ গায়ে মেখে সারাদিন হইহুল্লোড় করে কাটানোর মজাই আলাদা। সেই কারণেই প্রত্যেক বছর শীতে পিকনিক স্পট (Picnic Spot) খোঁজার হিড়িক পড়ে যায় বাঙালির মধ্যে। আপনি যদি এখনও এই বছরের পিকনিক স্পট না খুঁজে পেয়ে থাকেন, তাহলে একদম সঠিক প্রতিবেদন পড়ছেন। কারণ আজ আপনার জন্য কলকাতার (Kolkata) কাছাকাছি ৩টি দুর্দান্ত পিকনিক স্পটের খোঁজ নিয়ে এসেছি আমরা।

গাদিয়াড়া (Gadiara) : কলকাতা থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরে অবস্থিত গাদিয়াড়া বাংলার জনপ্রিয় পিকনিক স্পটগুলির মধ্যে একটি। হুগলী, ভাগীরথী এবং রূপনারায়ণ নদীর সঙ্গমস্থল এটি। আপনি যদি মিঠে রোদ গায়ে মেখে চড়ুইভাতির মজা নিতে চান তাহলে চলে আসতে পারেন এখানে। পিকনিকের পাশাপাশি ইচ্ছা হলে রাত কাটাতে পারবেন এখানে।

Gadiara Picnic spot near Kolkata, পিকনিক স্পট গাদিয়াড়া

মাইথন (Maithon) : চড়ুইভাতির সঙ্গে যদি দু’দিন ছুটি কাটাতে চান তাহলে চলে আসলতে পারেন মাইথন। দামোদরে তীরে বসে গোটা একটা দিন যে কীভাবে কেটে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না। কলকাতা থেকে মাইথন যেতে প্রায় ঘণ্টা পাঁচেক সময় লাগে।

 আরও পড়ুনঃ বছর শেষে পিকনিকের প্ল্যান, কিন্তু যাবেন কোথায়? রইল কলকাতার কাছেই ১০টি সেরা পিকনিক স্পটের হদিশ

Maithon picnic spot near Kolkata, পিকনিক স্পট মাইথন

তবে আসানসোল থেকে এই স্থান বেশ কাছে। মাইথনে একটি বিরাট জলাধার রয়েছে। সেই সঙ্গেই আশেপাশে রয়েছে ছোট ছোট পাহাড়। মন চাইলে ঘুরে আসতে পারেন প্রায় ৫০০ বছর পুরনো কল্যাণেশ্বরী মন্দির থেকে।

আরও পড়ুনঃ একদিনের ছুটিই যথেষ্ট! স্বল্প খরচেই ঘোরা যাবে কলকাতার কাছের এই ৫টি ডেস্টিনেশন

মাছরাঙা দ্বীপ (Machranga Island) : বাঙালির পছন্দের পিকনিক স্পটগুলির মধ্যে একটি হল টাকি। প্রত্যেক বছর শীতকালে প্রচুর মানুষ সেখানে চড়ুইভাতি করতে যান। তবে এই টাকি থেকে আরও কিছুটা গেলে আছে মাছরাঙা দ্বীপ।

Picnic spot Machranga island, পিকনিক স্পট মাছরাঙা দ্বীপ

আরও পড়ুনঃ ছবির মত সুন্দর চা বাগান, রইল এবার শীতে ঘোরার জন্য সেরা অফবিট লোকেশনের হদিশ

ভারত বাংলাদেশ সীমান্তে অবস্থিত এই মাছরাঙা দ্বীপে মানুষের আনাগোনা বেশ কম। তবে আপনি যদি প্রকৃতিপ্রেমী মানুষ হন এবং সবুজের সমারোহে থেকে চড়ুইভাতি করতে চান তাহলে আসতেই পারেন মাছরাঙা দ্বীপে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥