• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

একদিনের ছুটিই যথেষ্ট! স্বল্প খরচেই ঘোরা যাবে কলকাতার কাছের এই ৫টি ডেস্টিনেশন

হাতেগোনা কয়েকটা দিনের অপেক্ষা শেষে নববর্ষের আনন্দে মেতে উঠবে বিশ্ববাসী। বর্ষশেষের এই আবহে তাই উৎসবের মেজাজে রয়েছেন বাঙালিরাও। ডিসেম্বরের এই মনোরম আবহাওয়ায় মনটা উড়ু উড়ু (Travel) করছে কমবেশি সবার। আপনিও যদি বড়দিনের ছুটির আবহে কাছেপিঠে কোনও জায়গা থেকে ঘুরে আসার প্ল্যান করে থাকেন তাহলে একদম সঠিক প্রতিবেদন পড়ছেন। কারণ আজ কলকাতার (Kolkata) কাছের সেরা ৫টি ‘উইন্টার ডেস্টিনেশনে’র খোঁজ নিয়ে এসেছি আমরা।

রসিকবিল (Rasikbil)- উত্তরবঙ্গের কোলে লুকিয়ে থাকা অফবিট ডেস্টিনেশনগুলির মধ্যে একটি হল রসিকবিল। প্রকৃতির কোলে নিজের শীতের ছুটি কাটাতে চাইলে চলে যেতে পারেন সবুজে সমৃদ্ধ এই স্থানে। হরেক রকম গাছ, পাখি দেখতে পাবেন এখানে। সব মিলিয়ে, প্রকৃতিপ্রেমী মানুষদের কাছে স্বর্গের চেয়ে কম নয় এই স্থান।

   

Travel destination Rasikbil

বকখালি (Bakkhali)- শহুরে কোলাহল থেকে দূরে বকখালিতেও আপনি আপনার শীতের ছুটি কাটাতে পারেন। সমুদ্রপ্রেমী মানুষ হলে এখানে গিয়ে জমে যাবে আপনার ট্রিপ। কলকাতা থেকে ১২৫ কিলোমিটার দূরে অবস্থিত এই স্থানে গেলে আপনি বোটে করে ঘুরে আসতে পারেন জম্বু দ্বীপ থেকে।

Travel destination Bakkhali

সজনেখালি, সুন্দরবন (Sajnekhali, Sundarban)- শীতের ছুটিতে আপনি যেতে পারেন সবুজে ঘেরা সুন্দরবনেও। মন চাইলে ঘুরে দেখতে পারেন সজনেখালি বার্ড স্যাংচুয়ারি। শীতের এই মরসুমে দেখা মিলতে পারে নানান ধরণের পরিযায়ী পাখির। এছাড়া ভাগ্য ভালো থাকলে সুন্দরবনে গিয়ে দেখা মিলতে পারে রয়্যাল বেঙ্গল টাইগারের।

Sundarban, Travel destination for Durga Puja

মুকুটমণিপুর (Mukutmanipur)- সপ্তাহান্তের ছুটি কাটানোর জন্য একেবারে আদর্শ ডেস্টিনেশন হল মুকুটমণিপুর। কলকাতা থেকে প্রায় ২৪৫ কিলোমিটার দূরে এই স্থানে ঘুরতে গেলে যেমন দেখা মিলবে পাহাড়ের, তেমনই মন কাড়বে বিরাট হ্রদ।

Mukutmanipur, Travel destination near Kolkata during monsoon

দীঘা (Digha)- কমবেশি প্রায় প্রত্যেক বাঙালিই একবার না একবার দীঘায় ঘুরতে গিয়েছেন। হাতে দু-একদিনের ছুটি থাকলেই দীঘার উদ্দেশে বেরিয়ে পড়েন অনেকে।

Travel destination Digha

আপনি যদি নিজের শীতের ছুটিটা সমুদ্রের তীরে বসে কাটাতে চান তাহলে চলে যেতেই পারেন দীঘায়। শহুরে কোলাহল থেকে দূরে জমে যাবে আপনার শীতের ছুটি।

site