• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

এগোচ্ছে ‘নিম ফুলের মধু’র কাহিনী! পর্ণার সন্তান হয়ে এন্ট্রি নিচ্ছে কে? জানুন টাটকা আপডেট

Published on:

Which child actor will enter in Neem Phooler Madhu as parna's child

বাংলার হিট সিরিয়াল বলতে সবার মুখে একটাই নাম নিম ফুলের মধু (Neem Phooler Madhu)জি বাংলার (Zee Bangla) এই মেগা এসপ্তাহেই টার্গেট রেটিং পয়েন্টের তালিকায় (Target Rating Point List) সেরা হয়েছে। একইসাথে চলছে একেরপর এক ধামাকা পর্ব। নতুন ও পুরোনোদের ভিড়ে সৃজন-পর্ণা জুটি যে দর্শকদের মনের খুব কাছের সেটা একেবারেই প্রমাণিত। তবে এবার লিপ নিতে চলেছে গল্প, এমনটাই কানাঘুঁষো শোনা যাচ্ছে!

সিরিয়ালে পর্ণা চরিত্রে অভিনয় করছেন পল্লবী শর্মা ও সৃজন চরিত্রে আছেন রুবেল দাস। দুজনের দুর্দান্ত অভিনয় তো আছেই সাথে শ্বাশুড়ি কৃষ্ণার চরিত্রে অরিজিতা মুখাপাধ্যায়ের অভিনয়ও যথেষ্ট প্রশংসনিয়। এতদিন বৌমাকে দুচোখে সহ্য করতে না পারলেও পোয়াতি হতেই ১৮০ ডিগ্রি পাল্টে গেছে রূপ। দিবারাত্রি পর্ণার সেবা যত্ন করতে উঠে পড়ে লেগেছে কৃষ্ণা।

Neem Phooler Madhu Babuuur Maa taking Care of Parna as she is pregnent

যারা নিয়মিত দর্শক তারা জানান, ধারাবাহিকে একই সাথেই দুটি চমক আসছে। একদিকে বাবা হচ্ছে বাবুউউ, অন্যদিকে লটারি চুরি করে লাখপতি হতে চলেছে অয়ন। তবে সবথেকে বেশি নজর কেড়েছে সন্তান ছেলে হবে না মেয়ে হবে এই প্রশ্ন! কৃষ্ণা থেকে সৃজন দুজনেই একেবারে নিশ্চিত খোকাই হবে। কিন্তু এই আচরণের সাথে মোটেই একমত নয় পর্ণা, কারণ বর্তমান সময়ে দাঁড়িয়ে নারী-পুরুষ উভয়েই সমান।

আরও পড়ুনঃ দারুণ সুখবর, দর্শকদের জন্য কামব্যাক করছে ‘উচ্ছে বাবু’! নিজেই সুখবর দিলেন আদৃত

সম্প্রতি শিবরাত্রির পর্ব দেখানো হয়েছে যেখানে দেখা যাচ্ছে স্বামী ও শ্বাশুড়ীকে নিয়ে মন্দিরে পুজো দিতে গিয়েছে পর্ণা। সেখানে কৃষ্ণা নাতির মঙ্গল কামনা করলেও পর্ণা প্রার্থনা করে ছেলে-মেয়ে যেই হোক না কেন সন্তান যেন সুস্থভাবে পৃথিবীতে আসে। তবে এবার কানাঘুষো শোনা যাচ্ছে লিপ নিতে চলেছে নিম ফুলের মধু। তারপরেই দেখা যাবে পর্ণার সন্তানকে।

আরও পড়ুনঃ খেতে দেয়নি, বরের সামনেই ধাক্কা মারছে রঞ্জা! অপমানে বাড়ি ছাড়ল হাবলি পুতুল, ফাঁস তুলকালাম পর্ব

অনেকের মত, পর্ণার সন্তান মা নয় বরং ঠাম্মাভক্ত হবে। কিন্তু কাকে দেখা যাবে সন্তানের চরিত্রে? তাছাড়া পর্ণার ছেলে হবে নাকি মেয়ে? এই সমস্ত প্রশ্নই ঘোরাফেরা করছেন দর্শকদের মনে। তবে এখনো চ্যানেলের পক্ষ থেকে কোনো অফিসিয়াল ঘোষণা মেলেনি। আগামী দিনে আদৌ এমনটা ঘটবে কি না তাও বলা যাচ্ছে না। তাই এখন অপেক্ষা নতুন পর্বের।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥