• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বছর শেষে পিকনিকের প্ল্যান, কিন্তু যাবেন কোথায়? রইল কলকাতার কাছেই ১০টি সেরা পিকনিক স্পটের হদিশ

Published on:

10 Picnic Spots near Kolkata for picnics before New Year

শীতকাল মানেই পিকনিকের (Picnic) মরসুম। এই সময়টা যদি পিকনিক না হয় তাহলে অনেকেরই একটু খালি খালি লাগে। বড়দিন-নববর্ষের আবহে বহু মানুষই কলকাতার কাছেপিঠে নানান জায়গায় চড়ুইভাতি করতে চলে যান। আপনিও যদি এমনই কোনও পিকনিক স্পটের (Picnic Spot) খোঁজে থেকে থাকেন তাহলে একদম সঠিক প্রতিবেদন পড়ছেন। কারণ আজ আপনার জন্য কলকাতার কাছাকাছি সেরা ১০টি পিকনিক স্পটের খোঁজ নিয়ে এসেছি আমরা (10 Picnic Spors Near Kolkata)

মায়াপুর ইসকন মন্দির (Mayapur Iskcon Temple)- জলঙ্গি এবং গঙ্গার মধ্যবর্তী স্থানে অবস্থিত মায়াপুর ইসকন মন্দির দেখতে সারা বছরই পর্যটকরা ভিড় করেন। আপনিও চাইলে এবার শীতে চলে যেতে পারেন সেখানে। ঈশ্বরের দর্শন এবং চড়ুইভাতি একসঙ্গে হয়ে যাবে দু’টোই।

Mayapur Iskcon Temple Picnic spot near Kolkata

গাদিয়াড়া (Gadiara)- ধর্মতলা থেকে দু-আড়াই ঘণ্টার দূরত্বে অবস্থিত গাদিয়াড়াও অত্যন্ত সুন্দর একটি পিকনিক স্পট। ইচ্ছা হলে এবার শীতে সেখানেও চলে যেতে পারেন আপনি। শীতের মরশুমে হাজারো পরিবার এখানেই পিকনিক করতে আসে।

 আরও পড়ুনঃ অল্প বাজেটেই বর্ষেশেষে গোয়া ভ্রমণ! রইল সি-বিচের কাছেই সস্তা-সুন্দর ৫ হোটেলের হদিশ

Gadiara Picnic spot near Kolkata

মাইথন (Maithon)- চড়ুইভাতির পাশাপাশি যদি দু-একদিনের ছুটি কাটিয়ে আসতে চান তাহলে আপনার ডেস্টিনেশন হতে পারে মাইথন। পিকনিকের পাশাপাশি ছোট্ট একটা ট্রিপও হয়ে যাবে আপনার। তাই এই জায়গাটিও পছন্দের পিকনিক স্পটের তালিকায় রাখতেই পারেন।

আরও পড়ুনঃ পাহাড়ের গা বেয়ে টয় ট্রেনে যাত্রা! অন্যরকম ছুটি কাটাতে চাইলে এবার শীতে ঘুরে আসুন এই ৫ জায়গা থেকে

Maithon picnic spot near Kolkata

গড়মান্দারণ (Gar Mandaran)- সবুজের সমারোহে যদি চড়ুইভাতি করতে চান তাহলে চলে যেতে পারেন গড়মান্দারণে। কামারপুকুর থেকে ঘাটালের রাস্তায় ২.৫-৩ কিলোমিটার গেলেই আপনি পৌঁছে যাবেন আপনার গন্তব্যে।

Gar Mandaran picnic spot

পিকনিক গার্ডেন (Kalyani Picnic Garden)- চড়ুইভাতির জন্য কল্যাণীর পিকনিক গার্ডেনও খুব ভালো একটি জায়গা। গাড়িভাড়া করে পিকনিকের সমস্ত উপকরণ আর বাচ্চাদের নিয়ে পৌঁছে যান। তারপর সারাদিন হই হই কেটে যাবে এখানে।

Kalyani Picnic Garden

দুর্গাপুর ব্যারেজ (Durgapur Barrage)- শীতের পিকনিকের মজাটা একটু অন্যরকমভাবে উপভোগ করতে চাইলে আপনি ঘুরে আসতে পারেন দুর্গাপুর ব্যারেজ থেকে।

Durgapur Barrage Picnic spot near Kolkata

গড়চুমুক (Garchumuk)- পিকনিক স্পট হিসেবে গড়চুমুকও বেশ জনপ্রিয়। হাওড়ার শ্যামপুকুরের এই স্থানে গেলে জমে যাবে আপনার চড়ুইভাতির মজা।

Garchumuk picnic spot

বাকসি (Bakshi)- হাওড়ার আরও একটি পিকনিক স্পট হল বাকসি। বাগনান থেকে বাসে করে কিছুটা গেলেই পৌঁছে যাবে বাকসিতে।

Bakshi picnic spot near Kolkata

পানিত্রাস (Panitras)- কোলাঘাটে তো কমবেশি আমরা প্রত্যেকেই গিয়েছি। তার আগের স্টেশন দেউলটি থেকে অটো নিয়ে আপনি চলে যেতে পারেন পানিত্রাসে। পিকনিক করার জন্য এই স্থানটিও বেশ জনপ্রিয়।

Panitras picnic spot near Kolkata

নিউ দীঘা (New Digha)- পিকনিকের সঙ্গে যদি দু-একদিনের ছুটি কাটাতে চান তাহলে আপনি চলে যেতে পারেন নিউ দীঘায়। সমুদ্রের ধারে জমে যাবে চড়ুইভাতির মজা।

New Digha picnic spot near Kolkata

পিকনিকের পাশাপাশি ছোট্ট একটা ট্রিপ করে ফিরে আসতে পারবেন বাড়িতে। কীভাবে যে সময় কেটে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥