• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘গুড্ডি’ ভক্তদের জন্য সুখবর, রণজয়ের থেকেও হ্যান্ডসাম নায়কের সাথে কামব্যাক করছেন শ্যামৌপ্তি!

ষ্টার জলসা (Star Jalsha) থেকে জি বাংলার (Zee Bangla) পর্দায় আসছে একঝাঁক নতুন সিরিয়াল (New Bengali Serial)। পুরোনো মেগাগুলির টার্গেট রেটিং পয়েন্ট কমতেই দর্শকদের মন জিততে আসছে নতুন সমস্ত কাহিনী। যদিও এই ঘটনা নতুন নয়, টিআরপি কমলেই একই ছবি দেখা যায়  বারেবারে। বলতে গেলে সারাবছরই পছন্দ মত ধারাবাহিকের যোগান দিতে নতুন সিরিয়াল আসতেই থাকছে।

সম্প্রতিকালেও বেশ কিছু ধারাবাহিক শেষ হয়েছে যার মধ্যে অন্যতম ইচ্ছে পুতুল ও সন্ধ্যাতারা। বদলে কিছু নতুন মেগা শুরু হয়েছে কিছু আসন্ন। তবে ব্লুজ প্রোডাকশন হাউস (Blues Production House) প্রযোজনায় সেরা দশের তালিকায় রয়েছে দুটি সিরিয়াল ও একটি সবেমাত্র শুরু হয়েছে। একদিকে জি বাংলার জগদ্ধাত্রী ও অন্যদিকে ষ্টার জলসার গীতা LLB দর্শকদের মধ্যে বেশ পপুলার। আর ইচ্ছে পুতুল শেষ হতেই আরম্ভ হল ‘যোগমায়া’

   

Blues Production House Popular Serials

তবে এবার জানা যাচ্ছে ব্লুজ প্রোডাকশনের আরও একটি নতুন ধারাবাহিক আসতে চলেছে। সেই সিরিয়ালের হাত ধরেই কামব্যাক করবেন ‘গুড্ডি’ খ্যাত অভিনেত্রী শ্যামৌপ্তি মুদলি। ষ্টার জলসার মেগা গুড্ডি একসময় ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। গল্পে শ্যামৌপ্তির বিপরীতে ছিলেন রণজয় বিষ্ণু। তবে রণজয় ইতিমধ্যেই জি বাংলার ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকে শ্বেতা ভট্টাচার্যর সাথে কাজ শুরু করলেও শ্যামৌপ্তিকে দেখা যায়নি। তাই অভিনেত্রীর কামব্যাকের খবরে খুশি তাঁর ভক্তরা।

আরও পড়ুনঃ এগোচ্ছে ‘নিম ফুলের মধু’র কাহিনী! পর্ণার সন্তান হয়ে এন্ট্রি নিচ্ছে কে? জানুন টাটকা আপডেট

কবে থেকে কোন চ্যানেলে ও কোন ধারাবাহিকে ফিরছেন ‘গুড্ডি’ অভিনেত্রী এই প্রশ্ন জাগছে সকলেরই মনে। তাই বংট্রেন্ড হাজির সমস্ত উত্তর নিয়ে। যেমনটা জানা যাচ্ছে, ষ্টার জলসার হাত ধরেই ফিরছেন শ্যামৌপ্তি। তবে এবার রণজয় নন, বিপরীতে থাকবেন সান বাংলার ‘ফাগুনের মোহনা’ খ্যাত নায়ক সিদ্ধার্থ সেন। তবে এই খবরের সবটাই এই মুহূর্তে জল্পনাই।

Shyamoupti Mudli might pair with Sidharth Sen in upcoming Serial Rumours

আরও পড়ুনঃ দারুণ সুখবর, দর্শকদের জন্য কামব্যাক করছে ‘উচ্ছে বাবু’! নিজেই সুখবর দিলেন আদৃত

নতুন সিরিয়ালের সম্পর্কে কোনো অফিসিয়াল ঘোষণা করা হ ইনি চ্যানেলের পক্ষ থেকে। তবে আশা করা যাচ্ছে খুব শীঘ্রই আপডেট মিলবে। এছাড়াও নতুন ধারাবাহিকের প্রথম প্রোমো রিলিজ করা হবে। তাহলেই দর্শকেরা সবটা পরিষ্কার বুঝতে পারবেন।