• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

রোম্যান্স-অ্যাকশনের ভিড়ে শিক্ষার জয়, রইল শিক্ষক দিবসে দেখার মত আদর্শ ৫ সিনেমার তালিকা

Published on:

Teachers’ Day special 5 Bollywood movies based on student teacher relationship

যে কোনও শিশুর জীবনে শিক্ষক-শিক্ষিকার (Teacher) গুরুত্ব অপরিসীম। ব্যক্তিত্ব গঠনে অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তাঁরা। সেই জন্য প্রত্যেক বছর ৫ সেপ্টেম্বর দিনটি শিক্ষক দিবস (Teachers’ Day) হিসেবে উদযাপন করা হয়। একাধিক বলিউড ছবিতেও (Bollywood Movie) শিক্ষক-পড়ুয়ার (Student) এই মিষ্টি সম্পর্কের কাহিনী ফুটে উঠেছে। আজ, শিক্ষক দিবসের এই বিশেষ দিনে এমনই ৫টি সিনেমার নাম তুলে ধরা হল।

সুপার ৩০ (Super 30)- বিকাশ বহেল পরিচালিত এই সিনেমায় গণিতজ্ঞ আনন্দ কুমারের চরিত্রে অভিনয় করেছিলেন ঋত্বিক রোশন। দুঃস্থ পড়ুয়াদের আইআইটি এন্ট্রান্স পরীক্ষার পড়াশোনায় সাহায্য করতেন তিনি। দর্শকদের দারুণ পছন্দ হয়েছিল এই ছবিটি। ঋত্বিক ছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন পঙ্কজ ত্রিপাঠী এবং ম্রুণ্নাল ঠাকুর।

Super 30, Bollywood movies based on student teacher relationship

তারে জমিন পর (Taare Zameen Par)- আমির খানের কেরিয়ারের অত্যন্ত উল্লেখযোগ্য একটি ছবি হল ‘তারে জমিন পর’। ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমায় একজন ডিসলেক্সিক শিশু এবং তার শিক্ষকের কাহিনী দেখানো হয়েছিল। ডিসলেক্সিক শিশুর চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা দর্শিল সাফারি এবং তার শিক্ষকের ভূমিকায় দেখা গিয়েছিল আমিরকে।

আরও পড়ুনঃ এটাই শাহরুখ খান, রিলিজের ২ দিন আগেই গোটা সপ্তাহ হাউসফুল! বলিউডের দুনিয়ায় ইতিহাস গড়ল ‘জওয়ান’

Taare Zameen Par, Bollywood movies based on student teacher relationship

হিচকি (Hichki)- রানী মুখার্জি পরিচালিত ‘হিচকি’ ছবিতেও পড়ুয়া-শিক্ষিকার সম্পর্ক খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছিল। এই ছবিতে রানী অভিনীত চরিত্রটি ট্যুরেট সিনড্রোমে আক্রান্ত ছিল। কিন্তু পড়ানোর পথে যে এটা বাধা হতে পারে না, তা প্রমাণ করে দেখিয়েছিলেন তিনি।

আরও পড়ুনঃ বাপ বাপই থাকে! রিলিজের ৪ দিন আগেই ‘গদর ২’কে টেক্কা দিয়ে বক্স অফিসে রেকর্ড গড়ল শাহরুখের ‘জওয়ান’

Hichki, Bollywood movies based on student teacher relationship

ব্ল্যাক (Black)- সঞ্জয় লীলা বনশালি পরিচালিত এই সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন এবং রানী মুখার্জি। একজন দৃষ্টি এবং শ্রবণ শক্তিহীন মেয়ে এবং তার শিক্ষকের কাহিনী ফুটিয়ে তোলা হয়েছিল এই ছবিতে। শিক্ষকের সাহায্যে সেই মেয়েটির সকল বাধা অতিক্রম করার গল্প মন ছুঁয়ে গিয়েছিল দর্শকদের।

আরও পড়ুনঃ একেই বলে ভাগ্যবতী! শাহরুখের হাত ধরেই শুরু করে আজ বলিউড কাঁপাচ্ছেন এই ৯ অভিনেত্রী

Black, Bollywood movies based on student teacher relationship

ইকবাল (Iqbal)- শ্রবণ এবং বাকশক্তিহীন একজন উঠতি ক্রিকেটার এবং তার মেন্টরের কাহিনী দেখানো হয়েছিল ‘ইকবাল’ ছবিতে। মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন নাসিরুদ্দিন শাহ এবং শ্রেয়স তালপাড়ে।

Iqbal, Bollywood movies based on student teacher relationship

শ্রবণ এবং বাকশক্তিহীন হওয়া সত্ত্বেও শ্রেয়স অভিনীত চরিত্রটি ভারতীয় ক্রিকেট দলের হয়ে খেলার স্বপ্ন দেখতো। সেই লড়াইয়ে তার গাইড হিসেবে পাশে ছিল নাসিরুদ্দিনের চরিত্রটি। শিক্ষক-ছাত্রের মন ছুঁয়ে যাওয়া এই সিনেমা ভীষণ পছন্দ হয়েছিল দর্শকদের।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥