• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

একেই বলে ভাগ্যবতী! শাহরুখের হাত ধরেই শুরু করে আজ বলিউড কাঁপাচ্ছেন এই ৯ অভিনেত্রী

Updated on:

Shah Rukh Khan,Bollywood,Debut,Bollywood debut,Actress,Actor,Nayanthara,Deepika Padukone,Mahima Chaudhry,Suchitra Krishnamoorthi,Preity Zinta,Anushka Sharma,Gayatri Joshi,Shriya Pilgaonkar,Mahira Khan,Shilpa Shetty,Bollywood news,Entertainment,Entertainment news,Bangla khobor,শাহরুখ খান,বলিউড,ডেবিউ,বলিউড ডেবিউ,অভিনেতা,অভিনেত্রী,নয়নতারা,সুচিত্রা কৃষ্ণমূর্তি,শিল্পা শেট্টি,মহিমা চৌধুরী,অনুষ্কা শর্মা,দীপিকা পাড়ুকোন,মাহিরা খান,শ্রিয়া পিলগাঁওকার,প্রীতি জিন্টা,গায়ত্রী জোশী,বলিউডের খবর,বিনোদন,বিনোদনের খবর,বাংলা খবর,Bollywood actresses who made their debut with Shah Rukh Khan

Actress who Started Bollywood Journey with Shahrukh Khan : গত কয়েক মাসের অপেক্ষা শেষে আগামী ৭ সেপ্টেম্বর বক্স অফিসে ঝড় তুলতে আসছে শাহরুখ খানের (Shah Rukh Khan) ‘জওয়ান’ (Jawan)। ‘কিং খানে’র এই ছবির হাত ধরে বলিউডে (Bollywood) পা রাখতে চলেছেন সাউথের ‘লেডি সুপারস্টার’ নয়নতারা (Nayanthara)। ইতিমধ্যেই শাহরুখের সঙ্গে তাঁর কেমিস্ট্রি নজর কেড়েছে দর্শকদের। তবে আপনি কি জানেন, নয়নতারাই প্রথম নন, এর আগেও বহু জনপ্রিয় অভিনেত্রী ‘বাদশা’র হাত ধরে বলিউডে ডেবিউ (Bollywood Debut) করেছেন এবং প্রত্যেকে আজ ভীষণ সফল। চলুন শাহরুখের হাত ধরে বি টাউনে ডেবিউ করা এমনই ৯ নায়িকার নাম এক ঝলকে দেখে নেওয়া যাক।

দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)- বলি সুন্দরী দীপিকা পাড়ুকোনের কেরিয়ার শুরু হয়েছিল কন্নড় ছবি ‘ঐশ্বর্য’র হাত ধরে। তবে তাঁর বলিউড ডেবিউ কিন্তু শাহরুখের নায়িকা হিসেবে হয়েছিল। ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘ওম শান্তি ওম’ ছবির হাত ধরে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে পথচলা শুরু করেছিলেন দীপিকা।

Om Shanti Om, Shah Rukh Khan double role movies

প্রীতি জিন্টা (Preity Zinta)- বলিউডে ‘ডিম্পল গার্ল’ নামে খ্যাত প্রীতির কেরিয়ারও শুরু হয়েছিল শাহরুখের ছবির হাত ধরেই। ১৯৯৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘দিল সে’ ছবিতে একটি ছোট্ট চরিত্রে অভিনয় করেছিলেন প্রীতি। মণি রত্নমের এই ছবিতে অভিনয় করার পর আর পিছন ফিরে দেখতে হয়নি তাঁকে।

আরও পড়ুনঃ ‘আমি আর আমার স্ত্রী মারা যাবো’, মেয়ের কথা উঠতেই ভরা মঞ্চে কেঁদে উঠলেন ‘মহাগুরু’ মিঠুন

Preity Zinta in Dil Se, Actresses who made their Bollywood debut with Shah Rukh Khan

অনুষ্কা শর্মা (Anushka Sharma)- ২০০৮ সালে বলিউড নায়িকা হিসেবে কেরিয়ার শুরু হয় অনুষ্কার। ‘রব নে বনা দি জোড়ি’ ছবিতে শাহরুখের স্ত্রীয়ের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। আর এখন বি টাউনের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে একজন হলেন বিরাট কোহলির স্ত্রী।

আরও পড়ুনঃ বাপ বাপই থাকে! রিলিজের ৪ দিন আগেই ‘গদর ২’কে টেক্কা দিয়ে বক্স অফিসে রেকর্ড গড়ল শাহরুখের ‘জওয়ান’

Rab Ne Bana Di Jodi, Shah Rukh Khan double role movies

শিল্পা শেট্টি (Shilpa Shetty)- বলিউডে ক্ল্যাসিক ছবি ‘বাজিগর’র হাত ধরে ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন শিল্পা। পার্শ্বচরিত্রে অভিনয় করলেও দর্শকদের নজর কেড়েছিলেন তিনি। এরপর থেকে আর পিছন ফিরে দেখতে হয়নি অভিনেত্রীকে।

Shilpa Shetty in Baazigar, Actress who made their Bollywood debut with Shah Rukh Khan

শ্রিয়া পিলগাঁওকার (Shriya Pilgaonkar)- ওয়েব দুনিয়ার অত্যন্ত পরিচিত মুখ হলেন শ্রিয়া। ‘মির্জাপুর’ খ্যাত এই অভিনেত্রীর বলিউড ডেবিউ হয়েছিল ২০১৬ সালে। শাহরুখ খান অভিনীত ‘ফ্যান’ ছবিতে দেখা গিয়েছিল তাঁকে। এই সিনেমায় দ্বৈত চরিত্রে অভিনয় করেছিলেন শাহরুখ। এর মধ্যে গৌরব চরিত্রটির বান্ধবী হিসেবে দেখা গিয়েছিল শ্রিয়াকে।

Shriya Pilgaonkar in Fan, Actress who made their Bollywood debut with Shah Rukh Khan

মাহিরা খান (Mahira Khan)- জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খানের বলিউড কেরিয়ারও শুরু হয়েছিল ‘কিং খানে’র হাত ধরেই। ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘রইস’ ছবিতে শাহরুখের নায়িকার ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি।

Mahira Khan, Actresses who made their Bollywood debut with Shah Rukh Khan

গায়ত্রী জোশী (Gayatri Joshi)- শাহরুখ খানের কেরিয়ারের অন্যতম উল্লেখযোগ্য সিনেমা হল ‘স্বদেশ’। এই ছবিতে নায়িকার চরিত্রে নজর কেড়েছিলেন গায়ত্রী জোশী। ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিতে অভিনয় করে ভূয়শী প্রশংসা আদায় করেছিলেন তিনি।

Gayatri Joshi in Swades, Actresses who made their Bollywood debut with Shah Rukh Khan

সুচিত্রা কৃষ্ণমূর্তি (Suchitra Krishnamoorthi)- শাহরুখ খান অভিনীত ‘কভি হাঁ কভি না’ ছবির কথা নিশ্চয়ই মনে আছে? এই ছবির হাত ধরেই বলিউডে পথচলা শুরু হয়েছিল সুচিত্রার। অভিনেত্রীকে শেষ দেখা গিয়েছিল ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘অড কাপল’এ।

Suchitra Krishnamoorthi, Actresses who made their Bollywood debut with Shah Rukh Khan

মহিমা চৌধুরী (Mahima Chaudhry)- ১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘পরদেশ’ ছবির হাত ধরে বলিউড কেরিয়ার শুরু হয়েছিল মহিমা চৌধুরীর। সুভাষ ঘাই পরিচালিত এই সিনেমায় শাহরুখের নায়িকা হিসেবে দেখা গিয়েছিল তাঁকে।

Unknown story of Shah Rukh Khan, Mahima Chaudhry starrer Pardes

প্রথম ছবিতেই নজরকাড়া অভিনয় করে দর্শকদের প্রশংসা আদায় করে নিয়েছিলেন মহিমা। সেই সঙ্গেই শাহরুখের সঙ্গে তাঁর রসায়নও নজর কেড়েছিল দর্শকদের।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥