বলিউডের (Bollywood) ‘বাদশা’ তিনি। সেই শাহরুখ খানই (Shah Rukh Khan) নিজের কেরিয়ারের প্রথম প্যান ইন্ডিয়া ছবি নিয়ে আসছেন। দীর্ঘ প্রতীক্ষার পর গত ৩১ আগস্ট মুক্তি পেয়েছে ‘জওয়ান’র (Jawan) ট্রেলার। গত ১০ জুলাই ছবির প্রিভিউ দেখার পর থেকেই দর্শকমহলে সাড়া পড়ে গিয়েছিল। এরপর অপেক্ষা ছিল ট্রেলারের। বহুপ্রতীক্ষিত সেই ট্রেলার সামনে আসার পর দর্শকদের উন্মাদনা আরও কয়েক গুণ বেড়ে গিয়েছে।
‘জওয়ান’র অগ্রিম বুকিং কালেকশন (Jawan Advance Booking Collection) দেখেই সেকথা বেশ আঁচ করা যাচ্ছে। ছবি রিলিজের মাত্র ৭ দিন আগে থেকে অগ্রিম বুকিং শুরু হওয়ায় দর্শক এবং অনুরাগীদের তরফ থেকে ব্যাপক সাড়া পাওয়ার আশা ছিলই। তবে যতটা আশা করা হয়েছিল, তার চেয়ে কয়েক গুণ বেশি ভালোবাসা পাচ্ছে ‘জওয়ান’। অগ্রিম বুকিং (Advance Booking) শুরু হতে না হতেই একের পর এক রেকর্ড গড়তে শুরু করে দিয়েছে শাহরুখের ছবি।
গত শুক্রবার সকাল ১০টা থেকে শুরু হয়েছে ‘জওয়ান’র অগ্রিম বুকিং। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, শনিবারের মধ্যেই প্রায় ২ লাখেরও বেশি টিকিট বিক্রি হয়ে গিয়েছে। সেখান থেকে প্রায় ৭ কোটি টাকা আয় করেছে অ্যাটলি কুমার (Atlee Kumar) পরিচালিত এই সিনেমা। তবে বলিউড ট্রেড অ্যানালিস্টদের অনুমান, রবিবারের মধ্যে ‘জওয়ান’র ৩ লাখ টিকিট বিক্রি হয়ে যাবে।
আরও পড়ুনঃ বিচ্ছেদ নয়, স্বামী-স্ত্রী ছিলাম সেটাই আছি, পুজোর আগেই সুখবর দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
দীর্ঘ ৪ বছর বড়পর্দা থেকে দূরে থাকার পর চলতি বছরের শুরুতেই ‘পাঠান’র (Pathaan) হাত ধরে রাজকীয় কামব্যাক করেছেন শাহরুখ। গোটা বিশ্বে প্রায় ১১০০ কোটি টাকার ব্যবসা করেছে সেই সিনেমা। সেই সঙ্গেই বক্স অফিসে একাধিক নজিরও গড়েছে। তবে ‘জওয়ান’র অগ্রিম বুকিং কালেকশন দেখার পর ট্রেড অ্যানালিস্টদের অনুমান, এই ছবি ‘পাঠান’কেও টপকে যাবে।
আরও পড়ুনঃ এক ছবিতেই বাদশার ডাবল রোল! এই ৮ ছবিতে ফাটাফাটি অভিনয় করে চমকে দিয়েছেন শাহরুখ খান
ইতিমধ্যেই অগ্রিম বুকিংয়ের নিরিখে ‘পাঠান’কে পিছনে ফেলে দিয়েছে ‘জওয়ান’। অগ্রিম বুকিং শুরু হওয়ার দু’দিনে মধ্যেই প্রায় ১ লাখ ৭২ হাজার টিকিট বিক্রি হয়ে গিয়েছে ‘জওয়ান’র। ‘পাঠান’র থেকে প্রায় ১ লাখ বেশি টিকিট বিক্রি হয়েছে অ্যাটলির ছবির। অর্থাৎ অগ্রিম বুকিংয়ের এই লড়াইয়ে ‘পাঠান’কে ক্লিন বোল্ড করে দিয়েছে ‘জওয়ান’। ছবি রিলিজ হতে আর বাকি রয়েছে মাত্র ৪ দিন। এবার দেখা যাক, রিলিজের পর বক্স অফিস কালেকশনের নিরিখেও শাহরুখের সিনেমা নতুন কোনও রেকর্ড গড়তে পারে কিনা।