• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বাপ বাপই থাকে! দাদু হওয়ার বয়সেও বক্স অফিস কাঁপানো এই ৫ সুপারস্টারদের আসল বয়স চমকে দেবে

Updated on:

South Indian actors who are working as hero after the age of 60

South Indian Superstar Actors Age : বিনোদন ইন্ডাস্ট্রিতে একটা বয়সের পর থেকে নায়কের চরিত্রে অভিনয় করার কথা ভুলে যেতে হয় অভিনেতাদের (Actor)। বয়সের গণ্ডি ৪০-৫০ পেরোলেই আস্তে আস্তে পার্শ্বচরিত্রে অভিনয়ের অফার আসতে শুরু করে। এখন অবশ্য শাহরুখ, সলমনদের দৌলতে বলিউডে এই ট্রেন্ডটা একটু একটু করে কমছে। তবে শুনলে অবাক হবেন, দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রিতে (South Indian Industry) নায়ক হওয়ার ক্ষেত্রে বয়সটা কোনও ফ্যাক্টরই না। একাধিক দক্ষিণ ভারতীয় অভিনেতা (South Indian Actor) ৭০ পেরিয়েও নায়কের চরিত্রে অভিনয় করছেন। আজকের প্রতিবেদনে এমনই ৫ সাউথ সুপারস্টারের নাম তুলে ধরলাম আমরা।

নাগার্জুন (Nagarjuna)- সাউথ সুপারস্টার নাগার্জুনের নাম তালিকায় পঞ্চম স্থানে রয়েছে। সুদর্শন এই নায়কের জনপ্রিয়তা আজও মহিলামহলে দেখার মতো। দুই ছেলে নাগা চৈতন্য এবং অখিল আক্কিনেনীর সঙ্গে পাল্লা দিয়ে এখনও নায়কের চরিত্রে অভিনয় করে যাচ্ছেন ৬৪ বছর বয়সী নাগার্জুন।

Nagarjuna, Nagarjuna business, Oldest South Indian actor

কমল হাসান (Kamal Haasan)- সাউথ শুধু নয়, বলিউডেরও অত্যন্ত পরিচিত মুখ হলেন কমল হাসান। প্রচুর সুপারহিট সিনেমায় অভিনয় করেছেন তিনি। গত বছর তাঁর ‘বিক্রম’ ছবিটি ঝড় তুলেছিল বক্স অফিসে। শুনলে অবাক হবেন, এই কমল হাসানের বয়স আসলে ৬৮ বছর।

আরও পড়ুনঃ ২ টাকার টিকিটেই ৩৫ কোটি আয়! এখন রিলিজ করলে ‘শোলে’ কত আয় করতো জানেন?

Kamal Haasan, Kamal Haasan net worth, Oldest South Indian actor

চিরঞ্জীবী (Chiranjeevi)- মেগাস্টার চিরঞ্জীবীর নাম রয়েছে তালিকায় তৃতীয় স্থানে। দেখতে দেখতে ৬৮ বছর বয়স হয়ে গিয়েছে অভিনেতার। তবে এখনও সাবলীলভাবে নায়কের চরিত্রে অভিনয় করেন তিনি। চিরঞ্জীবী এবং তাঁর ছেলে রাম চরণ দু’জনেই এই মুহূর্তে দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে শাসন করছেন।

আরও পড়ুনঃ আলিয়ার জন্য জাতীয় পুরস্কার হাতছাড়া! বিজয়ী ঘোষণার পরেই আবারও বিস্ফোরক কঙ্গনা রানাউত

Chiranjeevi, Oldest South Indian actor

মামুট্টি (Mammootty)- দ্বিতীয় স্থানে রয়েছে সুপারস্টার মামুট্টির নাম। গত প্রায় সাড়ে চার দশক ধরে মালায়ালম ফিল্ম ইন্ডাস্ট্রিতে শাসন করছেন তিনি। এখনও চলচ্চিত্র নির্মাতাদের মধ্যে তাঁর ডিম্যান্ড দেখার মতো। শুনলে অবাক হবেন, মামুট্টির বয়স এখন ৭১ বছর।

Mammootty, Oldest South Indian actor

রজনীকান্ত (Rajinikanth)-  দর্শকদের প্রিয় ‘থালাইভা’ বয়সের নিরিখে বাকি চার অভিনেতার থেকে বেশ বড়। সদ্য মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি ‘জেলার’। বক্স অফিসে একের পর এক রেকর্ড ভেঙে চলেছে সেই সিনেমা। থালাইভাকে বড়পর্দায় দেখার জন্য সিনেমাহলে উপচে পড়েছে দর্শকদের ভিড়।

আরও পড়ুনঃ রিলিজের আগেই বিশ্ব রেকর্ড! প্রথম ভারতীয় সিনেমা হিসাবে ইতিহাস গড়ল শাহরুখ খানের ‘জওয়ান’

Rajinikanth, Rajinikanth net worth, Oldest South Indian actor

অভিনয়ের নিরিখে এখনও নতুন তারকাদের জোর টক্কর দেন রজনীকান্ত। তবে আপনি কি জানেন, থালাইভার আসল বয়স কত? তাহলে বলে রাখি, রজনীকান্তের বয়স ৭২ বছর। দাদু হওয়ার বয়সেও নায়ক হিসেবে বড়পর্দায় রাজত্ব করছেন তিনি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥