• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আলিয়ার জন্য জাতীয় পুরস্কার হাতছাড়া! বিজয়ী ঘোষণার পরেই আবারও বিস্ফোরক কঙ্গনা রানাউত

Published on:

Kangana Ranaut Reaction after Alia Bhatt wins 69th National Flim Award 2023

Kangna Ranaut reaction after Alia Bhatt wins 69th National Flim Award : ‘দুই নারী, হাতে তরবারি’! বলিউডের (Bollywood) ‘কন্ট্রোভার্সি কুইন’ কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut) এবং গাঙ্গুবাই আলিয়া ভাট (Alia Bhatt) এর নাম পাশাপাশি রাখলে যেন এই ছবিটাই ভেসে ওঠে চোখের সামনে। চার বার জাতীয় পুরস্কার জয়ী কঙ্গনাকে হারিয়েই ৬৯-তম জাতীয় পুরস্কারের (National Film Award) মঞ্চে এবছর সেরার শিরোপা উঠেছে বলিউডের ‘গাঙ্গুবাঈ’ আলিয়া ভাটের মুকুটে। এই বিষয়টাই যেন হজম করতে একটু কষ্টই হলো বলিউডের ‘থালাইভি’-র।

অতীতে আলিয়া ভাট কিংবা রণবীর কাপুরদের মতো অভিনেতা-অভিনেত্রীদের দেখা মাত্রই ‘স্টার কিড’ বলে রে রে  করে তেড়ে আসতে দেখা গিয়েছে কঙ্গনা রানাওয়াতকে। তাই এবার আলিয়ার হাতে জাতীয় পুরস্কার ওঠাতেও যে কঙ্গনা আশাহত হবেন সেটাই স্বাভাবিক। তাই জাতীয় পুরস্কার পাওয়ার সন্ধ্যাতেই একরাশ অভিমান ঝরে পড়ল অভিনেত্রীর গলায়। সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী লিখলেন ‘কৃষ্ণ আমাকে অঢেল দিয়েছেন’। অভিনেত্রীর এই মন্তব্যের অর্থ বুঝতে অসুবিধা হয়নি কারও।

Alia Bhatt in Gangubai Kathiawadi

আসলে শুরু থেকেই ‘থালাইভি’ সিনেমার জন্য কঙ্গনা জাতীয় পুরস্কার পাবেন বলে আশাবাদী ছিলেন অভিনেত্রীর অনুরাগীরা।  কিন্তু চারবার জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রীর হাতে এবার আর সেরা অভিনেত্রীর পুরস্কার উঠল না। উল্টে ‘গাঙ্গুবাঈ কাথিয়াবাড়ি’ সিনেমার জন্য এবছর জাতীয় পুরস্কার উঠল কঙ্গনার চির প্রতিদ্বন্দ্বী আলিয়ার হাতে। অথচ এই সিনেমাই বক্সঅফিসে একশো কোটির গন্ডি পেরোতেই কঙ্গনা কটাক্ষ করে বলেছিলেন ‘গাঙ্গুবাইয়ের সাফল্য ভুয়ো। জলে দুধ মেশাচ্ছেন আলিয়া।’

আরও পড়ুনঃ ‘রকি অউর রানী’তে পরস্ত্রীর সাথে লিপলক চুমু! ৭৪এ এমন কান্ড দেখে কি বললেন ধর্মেন্দ্রপত্নী হেমা?

তাই আলিয়ার এই সাফল্য চুপচাপ হজম করা ছাড়া উপায় নেই কঙ্গনার। তাই বুকে পাথর চাপা দিয়েই ৬৯ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ীদের অভিনন্দন জানিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় কাঙ্গনা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন ‘জাতীয় পুরস্কার ২০২৩-এর সকল বিজয়ীদের অভিনন্দন।এটি এমন একটি আর্ট কার্নিভাল যা সারাদেশের শিল্পীদের একত্রিত করে। সমস্ত আঞ্চলিক ভাষায় যেরকম দারুণ কাজ হচ্ছে, সেটা জানতে পেরে বেশ ভাল লাগছে।’

আরও পড়ুনঃ রিলিজের আগেই বিশ্ব রেকর্ড! প্রথম ভারতীয় সিনেমা হিসাবে ইতিহাস গড়ল শাহরুখ খানের ‘জওয়ান’

Kangana Ranaut' s reaction on Alia Bhatt's National Film Award winning

আর আলিয়া ভাটের জাতীয় পুরস্কার পাওয়ার বিষয়ে কঙ্গনার প্রতিক্রিয়া ‘আমার থালাইভি কোনও পুরস্কার জিতল না বলে যাঁদের মন খারাপ, তাঁদেরকে বলব, কৃষ্ণ আমাকে অঢেল দিয়েছেন। আপনাদের ভালবাসা আর প্রশংসাই আমার সম্বল। শিল্প বিষয়ভিত্তিক এবং আমি মনেপ্রাণে বিশ্বাস করি যে, জুরি সদস্যরা তাঁদের সেরাটাই চেষ্টা করেছে। সকলকে হরে কৃষ্ণ।’

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥