• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

রিলিজের আগেই বিশ্ব রেকর্ড! প্রথম ভারতীয় সিনেমা হিসাবে ইতিহাস গড়ল শাহরুখ খানের ‘জওয়ান’

শাহরুখ খান (Shah Rukh Khan) এমন একজন অভিনেতা যার অনুরাগী গোটা বিশ্বে রয়েছে। ‘কিং খান’ অন্ত প্রাণ সিনেপ্রেমী মানুষরা। ‘বাদশা’ অনুরাগীরা এই মুহূর্তে আপাতত তাঁর আসন্ন সিনেমা ‘জওয়ান’র (Jawan) অপেক্ষায় রয়েছেন। শাহরুখের কেরিয়ারের প্রথম প্যান ইন্ডিয়া ছবি এটি। সম্প্রতি সেই ‘জওয়ান’ই রিলিজের আগে একটি অনন্য নজির (Record) গড়ল। প্রথম ভারতীয় ছবি (Indian Fim) হিসেবে ইতিহাস তৈরি করেছে এই মেগা বাজেট সিনেমা।

দীর্ঘ ৪ বছর বড়পর্দা থেকে দূরে থাকার পর চলতি বছর কামব্যাক করেছেন শাহরুখ। বছরের শুরুতেই রিলিজ করেছিল ‘পাঠান’। বক্স অফিসে ঝড় তুলে প্রায় ১১০০ কোটি টাকা আয় করেছিল সেই সিনেমা। এবার পালা ‘জওয়ান’র। রিলিজের আগেই ওটিটি রাইটস থেকে ২৫০ কোটি টাকা আয় করে ফেলেছে এই সিনেমা। সেই সঙ্গেই বোঝা গিয়েছে বক্স অফিসে ঝড় তুলতে চলেছে এই ছবি।

   

Jawan, Jawan to release on world's largest cinema screen

আগামী ৭ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে রিলিজ করবে ‘জওয়ান’। তবে তার আগেই ভারতীয় সিনেমার ইতিহাসে এক সুবর্ণ অধ্যায়ের রচনা করলো এই ছবি। আজ পর্যন্ত যা কোনও ভারতীয় ছবি করে দেখাতে পারেনি, সেটাই করে দেখিয়েছে শাহরুখের সিনেমা।

আরও পড়ুনঃ ‘মিশন মঙ্গল’র পর এবার ‘মিশন মুন’, চন্দ্রযান-৩ নিয়ে সিনেমা আনছেন সুপারস্টার অক্ষয় কুমার!

এখন নিশ্চয়ই ভাবছেন কী ইতিহাস গড়েছে ‘জওয়ান’? তাহলে বলে রাখি, প্রথম ভারতীয় ছবি হিসেবে বিশ্বের সবচেয়ে বড় স্ক্রিনে রিলিজ করতে চলেছে এই সিনেমা। বিশ্বের সবচেয়ে বড় আইম্যাক্স স্ক্রিন যা জার্মানির লিওনবার্গে অবস্থিত সেখানে প্রদর্শিত হবে ‘কিং খানের’ ‘জওয়ান’।

আরও পড়ুনঃ জাতীয় স্তরে ফের গর্বিত বাংলা! অনন্য রেকর্ড গড়ে বঙ্গের নাম উজ্জ্বল করলেন সকলের প্রিয় শ্রেয়া ঘোষাল

Jawan, Jawan to release on world's largest cinema screen

শুনলে অবাক হবেন, জার্মানির এই স্ক্রিন ৭২ ফুট লম্বা এবং ১২৫ ফুট চওড়া। অর্থাৎ বুঝতেই পারছেন এই স্ক্রিনে বসে সিনেমা দেখার অনুভূতিটা ঠিক কেমন হতে পারে। এবার সেই অনুভূতিই লাভ করতে পারবে জার্মানির মানুষ। বিশ্বের সবচেয়ে বড় স্ক্রিনে বসে বিশ্বের অন্যতম জনপ্রিয় অভিনেতার ছবি দেখতে পারবেন তাঁরা। প্রসঙ্গত, শাহরুখের আসন্ন সিনেমা ‘জওয়ান’ পরিচালনা করেছেন অ্যাটলি কুমার। ‘কিং খানের’ সঙ্গেই ছবিতে অভিনয় করেছেন বিজয় সেতুপতি, নয়নতারা, সান্যা মলহোত্রা, প্রিয়মণি, সঞ্জীতা ভট্টাচার্যের মতো তারকারা।