• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

২ টাকার টিকিটেই ৩৫ কোটি আয়! এখন রিলিজ করলে ‘শোলে’ কত আয় করতো জানেন?

Published on:

Sholay ticket sold in 2 rupees box office collection was 35 Crore

Sholay Box Office Collection : বলিউড (Bollywood) তো বটেই, ভারতীয় সিনেমার ইতিহাসের অত্যন্ত আইকনিক একটি ছবি হল ‘শোলে’ (Sholay)। ১৯৭৫ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমা বক্স অফিসে ঝড় তুলেছিল, সেই সঙ্গেই গড়েছিল একাধিক রেকর্ড। এখনও পর্যন্ত বলিউডের অন্যতম ব্লকবাস্টার ছবির শিরোপা রয়েছে ‘শোলে’র দখলে। আর হবে নাই বা কেন! সেই সময় মাত্র ২ টাকায় বিক্রি হয়েছিল ছবির টিকিট (Ticket)। তবুও বক্স অফিস কালেকশন (Box Office Collection) ছিল ৩৫ কোটি টাকা। সেই ‘শোলে’ যদি এখন রিলিজ করতো তাহলে কত টাকা আয় করতো জানেন?

এখন কোনও মাল্টিপ্লেক্সে বসে সিনেমা দেখতে গেলে কম করে ২০০-২৫০ টাকা খরচ হয়। যত দিন যাচ্ছে ততই দাম বাড়ছে টিকিটের। সেই জন্য অনায়াসে যে কোনও ছবি ৫০ কোটির গণ্ডি টপকে যাচ্ছে। কিন্তু ‘শোলে’ যখন রিলিজ করেছিল তখন চিত্রটা এমন ছিল না। তখন টিকিটের দাম ছিল ভীষণ কম। পাশাপাশি হিট-ফ্লপের মানদণ্ডও ছিল আলাদা।

Sholay, Sholay box office collection

তখনকার দিনে কোন ছবি কতদিন পর্যন্ত সিনেমাহলে চললো, তা দেখে নির্ধারণ করা হতো তা হিট নাকি ফ্লপ। পাশাপাশি কত টিকিট বিক্রি হয়েছে সেটাও দেখা হতো। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, সেই সময় দাঁড়িয়ে ‘শোলে’র প্রায় ২৫ কোটি টিকিট বিক্রি হয়েছিল। ৩ কোটি টাকার বাজেটে তৈরি এই ছবির বক্স অফিস কালেকশন ছিল ৩৫ কোটি টাকা।

আরও পড়ুনঃ আলিয়ার জন্য জাতীয় পুরস্কার হাতছাড়া! বিজয়ী ঘোষণার পরেই আবারও বিস্ফোরক কঙ্গনা রানাউত

এখনকার সময়ে দাঁড়িয়ে কোনও ছবি ৩৫ কোটি টাকা আয় করলে সেটিকে সাধারণত ফ্লপ হিসেবেই গণ্য করা হয়। কিন্তু সেই সময় ৩৫ কোটি টাকা আয় করেছে মানে ছবি ব্লকবাস্টার। অমিতাভ-ধর্মেন্দ্রর ছবিকে যদি এখনকার সময়ের নিরিখে দেখা হয়, তাহলে বক্স অফিস কালেকশন যা হবে তা দেখলে অবাক হওয়া ছাড়া কোনও উপায় থাকবে না।

আরও পড়ুনঃ রিলিজের আগেই বিশ্ব রেকর্ড! প্রথম ভারতীয় সিনেমা হিসাবে ইতিহাস গড়ল শাহরুখ খানের ‘জওয়ান’

Sholay, Sholay box office collection

একটি নামী সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে, ‘শোলে’ যদি এই সময় রিলিজ করতো তাহলে ছবির বক্স অফিস কালেকশন হতো প্রায় ৯৮১ কোটি টাকা। অর্থাৎ প্রায় ১০০০ কোটির কাছাকাছি। এর থেকেই বুঝে নেওয়া যায়, কেন ‘শোলে’কে বলিউডের ইতিহাসের অন্যতম ব্লকবাস্টার ছবি বলা হয়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥