• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ডুয়াল ক্যামেরা, দমদার প্রসেসর সাথে বড় স্ক্রিন! সস্তায় বাজার কাঁপানো 5G স্মার্টফোন আনছে Jio

লঞ্চ হওয়ার পরেই দেশের মানুষের ইন্টারনেট ব্যবহারের ধরণ পাল্টে দিয়েছিল Reliance Jio। অবশ্য মাঝে মধ্যেই গ্রাহকদের জন্য ধামাকাদার সমস্ত অফার নিয়ে হাজির হয় জিও (Jio)। বর্তমান বাজারে এয়ারটেল, বিএসএনএল ও ভিআই এর পাল্টা দেশের দ্রুততম বৃদ্ধি পাওয়া টেলিকম অপারেটর জিও। তবে এবার নেটওয়ার্কের পাশাপাশি অন্যান্য সেক্টরেও ঢুকতে চলেছে মুকেশ আম্বানির (Mukesh Ambani) জিও।

ইতিমধ্যেই ভারতের কোণায় কোণায় ফাইভজি ইন্টারনেট পৌঁছে দিয়েছে জিও। অবশ্য শুধু পৌঁছেই দেয়নি, সাথে সমস্ত ফাইভজি স্মার্টফোন ব্যবহারকারীদের বিনামূল্যে আনলিমিটেড হাইস্পীড 5G ইন্টারনেট (Free Unlimited 5G) ব্যবহারের সুযোগ দেওয়া হয়েছে। এমনকি জিও ফাইবারের সাহায্যে ব্রডব্যান্ড মার্কেটও দখল বাড়ছে। রইল বাকি স্মার্টফোন, সেখানেও বাজার কাঁপানো অফার নিয়ে হাজির জিও।

   

Reliance Jio 5G Smartphone

স্মার্টফোন থাকলেই ফোরজি ব্যবহার করা যাবে এই ধারণাকে পাল্টে দিয়েছিল জিওফোন। মাত্র ১৫০০ টাকায় এক বছরের জন্য আনলিমিটেড কলিং আর ডেটা দিয়ে বাজার কাঁপিয়েছিল জিও। এবার 5G ইন্টারনেটকে আরও সহজলভ্য করে তুলতে সস্তায় ফিচার্স ভরা 5G স্মার্টফোন (Jio 5G Smartphone) লঞ্চ করল জিও।

আরও পড়ুনঃ ৯০০০ ও লাগবে না! সস্তায় 50MP ক্যামেরার ধাসু 5G স্মার্টফোন লঞ্চ করল Poco

Jio 5G Smartphone এর ফিচার্স

বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল ভারতের মধ্যবিত্তদের কথা ভেবে সস্তায় ফাইভ জি স্মার্ট ফোন আনতে চলেছে জিও। এবার সেই ফোনের সম্পর্কে আপডেট মিলল। জানা যাচ্ছে ডুয়াল ক্যামেরা আর দুর্দান্ত ফিচার্সে ভরা এই ফোন ১০,০০০ টাকারও কমে কিনতে পাওয়া যাবে। কি কি ফিচার্স থাকতে পারে? চলুন একনজরে দেখে নেওয়া যাক।

  • Qualcomm Snapdragon 480 প্রসেসর
  • 6.5 Inch এর ডিসপ্লে
  • 4GB Ram 64 GB স্টোরেজ
  • 13MP + 2MP রিয়ার ক্যামেরা ও সামনে 8MP সেলফি ক্যামেরা
  • 5000 mAh এর পাওয়ারফুল ব্যাটারি

প্রসঙ্গত, উপরিউক্ত সমস্ত ফিচার্স থাকবে কি না এখনই নিশ্চিত রূপে বলা যাচ্ছে না। তবে টেক দুনিয়ায় জল্পনা রয়েছে এমনই ফিচার্স ও একটি ঝাকাস  প্ল্যানের সাথে লঞ্চ হবে Jio Smartphone 5G। এখন কতদিনে লঞ্চ হয় সেটাই দেখার অপেক্ষা।