• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কারোর হাজার তো কেউ পায় লাখে, বাংলা সিরিয়ালে সর্বোচ্চ বেতন পায় কোন নায়িকা জানান?

Published on:

Dibyojyoti Dutta,Pallavi Sharma,Rubel Das,Star Jalsha,Swastika Ghosh,Tiyasha Lepcha,Trina Saha,Zee Bangla,Serial Actress Fees,Serial Actor Fees,সিরিয়াল অভিনেতাদের পারিশ্রমিক,সিরিয়াল অভিনেত্রীদের পারিশ্রমিক,অপরাজিতা আঢ্য পারিশ্রমিক

বাঙালি পরিবারের ফ্যামিলি বিনোদন মানেই সন্ধ্যে নামলেই টিভি। নানা ধরণের মেগা সিরিয়াল (Bengali Mega Serial) দেখতে দেখতে বেশ সময় কাটে। ষ্টার জলসা (Star Jalsha) হোক বা জি বাংলা (Zee Bangla) দুই চ্যানেলেই এক সে এক গল্প দেখা যায়। জানেন অভিনয় করে পর্ব পিছু কত টাকা আয় করেন নায়ক-নায়িকারা? আজ রইল টেলি তারকাদের আয়ের তালিকা।

পল্লবী শর্মা (Pallavi Sharma) : জি বাংলার সুপারহিট মেগা ‘নিম ফুলের মধু’ এর নায়িকা পল্লবী। একসময় ‘কে আপন কে পর’ দিয়ে সিরিয়ালের জগতে পা রেখেছিলেন। এরপর ‘জবা’তেও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন। যেমনটা জানা যাচ্ছে, প্রতি পর্বের জন্য ১৪ হাজার অর্থাৎ প্রায় মাসে ১ লক্ষ ৭০ হাজার টাকা আয় করেন অভিনেত্রী।

Pallavi Sharma, Pallavi Sharma fees

তৃণা সাহা (Trina Saha): একসময় ‘খড়কুটো’ সিরিয়ালের দৌলতে ব্যাপক জনপ্ৰিয়তা পেয়েছিলেন তৃণা সাহা। এছাড়াও খোকাবাবু, কলের বউ, বালিঝড় ধারাবাহিকে দেখা গিয়েছিল তাকে। যেমনটা জানা যায়, প্রতি পর্বের শুটিংয়ের জন্য ১৪-১৬ হাজার টাকা নেন অভিনেত্রী।

আরও পড়ুনঃ সত্যিই অনবদ্য অভিনয়, ‘কার কাছে কই মনের কথা’র ‘পুতুল’ শ্রীতমার প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া

Rubel Das, Rubel Das interview

রুবেল দাস (Rubel Das) : ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকের ‘বাবুউউ’ নামে পরিচিত রুবেল দাস। এর আগে যমুনা ঢাকি সিরিয়ালেও দেখা গিয়েছিল তাকে। বর্তমানে এপিসোড পিছু ১৬ হাজার টাকা পান তিনি। অর্থাৎ মাসে ২ লক্ষ টাকা পর্যন্ত উপার্জন করেন অভিনেতা।

আরও পড়ুনঃ সন্তানসুখে সমৃদ্ধ হয়েছে পরিবার, ২০২৩ সালে বাবা-মা হয়েছেন টলিপাড়ার এই ৪ তারকাজুটি

গৌরব চ্যাটার্জী (Gourab Chatterjee) : ‘গাঁটছড়া’ এর ঋদ্ধিমান সিংহ রায় চরিত্রে দেখা গিয়েছে অভিনেতাকে। এর আগে রাণী রাসমণি ধারাবাহিকেও মথুর চরিত্রে নজর কেড়েছিলেন অভিনেতা। যদিও গাঁটছড়া বর্তমানে শেষ হয়ে গিয়েছে, তবে জানা গিয়েছে মাসিক ৪ লক্ষ টাকা রোজগার করতেন এই ধারাবাহিক থেকেই।

গাঁটছড়া সিরিয়ালে গৌরব চ্যাটার্জী ও শোলাঙ্কি রায় : Gantchhora Serial Solanki Roy Gourab Chatterjee

শোলাঙ্কি রায় (Solanki Roy) : গাঁটছড়া, ইচ্ছে নদী,কাদম্বিনী এর মত ধারাবাহিকে দেখা গিয়েছে অভিনেত্রীকে। বিশেষ করে গাঁটছড়াতে মাঝপথে চলে যাওয়ায় দর্শকরা তাঁকে খুব মিস করেছিল। গাঁটছড়া চলাকালীন মাসে ৩ লক্ষ ৬০ হাজার টাকা পেতেন।

Dibyojyoti Dutta interview

দিব্যজ্যোতি দত্ত (Dibyajyoti Dutta) : অনুরাগের ছোঁয়া সিরিয়ালে নায়ক ‘সূর্য’র চরিত্রে অভিনয় করছেন দিব্যজ্যোতি দত্ত। এর আগে দেশের মাটি, জয়ী এর মত ধারাবাহিকে দেখা গিয়েছে তাকে। জানা যাচ্ছে, মাসে প্রায় ২ লক্ষ ৬০ হাজার টাকা উপার্জন করেন অভিনেতা।

আরও পড়ুনঃ আশেপাশে থাকলেই বিপদ! কোন স্বভাবের জন্য বদনাম কোয়েল মল্লিক? জানলে সত্যিই অবাক হবেন

স্বস্তিকা ঘোষ (Swastika Ghosh) : ষ্টার জলসার টপার সিরিয়াল অনুরাগের ছোঁয়ার নায়িকা স্বস্তিকা ঘোষ। দীপা চরিত্রে অভিনয়ের জন্য মাসে ২ লক্ষ ১০ হাজার টাকা পাচ্ছেন অভিনেত্রী।

Aparajita Adhya, Aparajita Adhya entering Horogouri Pice Hotel

অপরাজিতা আঢ্য (Aparajita Adhya) : সিরিয়াল তো বটেই সিনেমার পর্দাতেও প্রতিবার মন জয় করেন অপরাজিতা আঢ্য। বর্তমানে তাকে দেখা যাচ্ছে ষ্টার জলসার জল থই থই ভালোবাসা ধারাবাহিকে। গল্পে কোজাগরী চরিত্রে অভিনয় করতে প্রতি পর্বের জন্য ৪৫ হাজার টাকা পাচ্ছেন অভিনেত্রী।

Love Aajkal Serial Om Sahani

ওম সাহানি (Om Sahani) : বাংলা সিরিয়ালের জগতে সর্বোচ্চ পারিশ্রমিক পান ওম সাহানি। বর্তমানে ‘Love আজকাল’ ধারাবাহিকে দেখা যাচ্ছে অভিনেতাকে। যেমনটা জানা হচ্ছে প্রতিমাসে প্রায় ৭ লক্ষ ৫০ হাজার টাকা পারিশ্রমিক পাচ্ছেন তিনি।

রুপা গাঙ্গুলী (Rupa Ganguly) : টেলি ইনডিস্ট্রির পারিশ্রমিকের দিক থেকে সর্বোচ্চ চার্জ করেন রুপা গাঙ্গুলি। শেষবার তাকে দেখা গিয়েছিল মেয়েবেলা সিরিয়ালে। অল্প কিছুদিন পরেই ধারাবাহিক ছেড়ে দেন তিনি। তবে জানা যায় যেটুকু কাজ করেছিলেন তার জন্যই ৯ লক্ষ টাকা পারিশ্রমিক পেয়েছিলেন অভিনেত্রী।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥