শুরু থেকেই চর্চার কেন্দ্রে থেকেছে জি বাংলার ‘কার কাছে কই মনের কথা’ (Kar Kache Koi Moner Kotha) ধারাবাহিকটি। শিমুলের জীবনের ওঠাপড়া দেখতে ভীষণ পছন্দ করেন দর্শকরা। নামভূমিকায় অভিনয় করছেন মানালি দে এবং দ্রোণ মুখোপাধ্যায়। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাচ্ছে ঋতা দত্ত চক্রবর্তী, শ্রীতমা ভট্টাচার্য (Sritama Bhattacharjee), বাসবদত্তা চট্টোপাধ্যায়ের মতো তারকাদের।
জি বাংলার (Zee Bangla) এই ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, শিমুলকে বাড়ি থেকে তাড়ানোর জন্য মরিয়া হয়ে উঠেছে পরাগ, পলাশ, প্রতীক্ষারা। অন্যদিকে শিমুলের পাশে দাঁড়িয়ে তার জন্য ক্রমাগত লড়াই করে যাচ্ছে পুতুল। এই ধারাবাহিকের (Bengali Serial) নিয়মিত দর্শকরা জানেন, আদতে হাবাগোবা হলেও ন্যায়-অন্যায় বিচার করার ক্ষমতা রয়েছে পুতুলের (Putul)।
সেই জন্য গয়না চুরির পর সবাই শিমুলকে ভুল বুঝলেও পুতুল বোঝেনি। বরং সে শিমুলের (Shimul) হয়ে নিজের দুই ভাইয়ের সঙ্গে লড়াই করেছে। পুতুল চরিত্রে শ্রীতমা ভট্টাচার্যের এই তুখোড় অভিনয় মন কেড়ে নিয়েছে দর্শকদের।
আরও পড়ুনঃ ল্যাপটপেই হবে পর্দাফাঁস, বাবুউউর মায়ের মাথায় বাজ! ফাঁস পর্ণার ইশাকে ধরার ধামাকা পর্ব
শুরু থেকে এখনও পর্যন্ত সবসময় শিমুলের পাশে থেকেছে পুতুল। মধুবালা, বিপাশারা শিমুলকে ভুল বুঝলেও তার ননদ কখনও তাকে ভুল বোঝেনি। মানসিক প্রতিবন্ধকতা থাকলেও কখনও নিজের বৌদিকে চিনতে ভুল করেনি সে। চিরকাল শিমুলকে ভালোবাসা দিয়ে আগলে রেখেছে পুতুল। শিমুলের প্রতি তার ভালোবাসা যে খাঁটি তা প্রমাণ করে দিয়েছে বারবার।
এমনকি এখন নিজের স্বার্থের জন্য মধুবালা শিমুলকে নিজের কাছে রেখে দিতে চায়। কিন্তু এখানেও ব্যতিক্রম পুতুল। নিজের স্বার্থ না দেখে শিমুল যাতে ভালো থাকে সেই জন্য তাকে বাড়ি ছেড়ে চলে যাওয়ার অনুমতি দিয়ে দেয় সে।
আরও পড়ুনঃ ‘প্রেম করছি’, স্বীকার করলেন রণজয় বিষ্ণু, প্রেমিকা সিরিয়ালের দাপুটে খলনায়িকা!
এখান থেকে আরও একবার প্রমাণিত হয় যে হাবাগোবা হলেও পুতুল সেয়ানা নয়। নিজের চেয়ে বেশি সে কাছের মানুষদের ভালোর কথা ভাবে। আর সেই কারণেই সকল কষ্ট বুকে চেপে শিমুলকে চলে যাওয়ার অনুমতি দিয়ে দেয় সে। সব মিলিয়ে, পুতুল চরিত্রে শ্রীতমার অভিনয় দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন দর্শকরা।