• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আশেপাশে থাকলেই বিপদ! কোন স্বভাবের জন্য বদনাম কোয়েল মল্লিক? জানলে সত্যিই অবাক হবেন

Published on:

কোয়েল মল্লিক, Tollywood actress Koel Mallick have this bad habit

তারকাসন্তান হলেও নিজের তুখোড় অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনে আলাদা করে স্থান করে নিয়েছেন কোয়েল মল্লিক (Koel Mallick)। জনপ্রিয়তার নিরিখে বাবা রঞ্জিত মল্লিককে কড়া টেক্কা দেন তিনি। ইন্ডাস্ট্রির প্রথমসারির নায়িকা হলেও কোয়েলের মধ্যে ছিটেফোঁটা অহংকার নেই। এই গুণই তাঁকে বাকিদের থেকে আলাদা করে তোলে বলেন অনুরাগীরা।

২০০১ সালে ‘নাটের গুরু’ ছবির হাত ধরে টলিউডে (Tollywood) পা রাখেন কোয়েল। এরপর থেকে আর পিছন ফিরে দেখতে হয়নি তাঁকে। এখন অবশ্য ছবির পরিমাণ অনেকটাই কমিয়ে দিয়েছেন রঞ্জিত-কন্যা। বেশ বাছাই করে সিনেমা করতে পছন্দ করেন তিনি। মাস কয়েক আগে যেমন ‘মিতিন মাসি’ রূপে দর্শকদের সামনে হাজির হয়েছিলেন টলি সুন্দরী।

Tollywood movie, Koel Mallick in Jongole Mitin Mashi

প্রাণখোলা স্বভাবের কোয়েল সবসময় হাসিঠাট্টায় মেতে থাকতে পছন্দ করেন। শ্যুটিং সেটেও সবাইকে নিয়ে হইহুল্লোড় করতে দেখা যায় তাঁকে। তবে আপনি কি জানেন, মিশুকে কোয়েলের কিন্তু একটা বদ অভ্যাসও রয়েছে। যা নিয়ে নাকি টলিউডের অন্দরে বেশ ‘বদনাম’ রয়েছে অভিনেত্রীর।

আরও পড়ুনঃ সামনেই বিয়ে? আইবুড়োভাত খাচ্ছেন ‘মা’ সিরিয়ালের ছোট্ট ঝিলিক! ছবি ভাইরাল হতেই তোলপাড় নেটপাড়া

বেশ কয়েক বছর আগে বাবা রঞ্জিত মল্লিকের সঙ্গে জনপ্রিয় টক শো ‘অপুর সংসার’এ হাজির হয়েছিলেন কোয়েল। সেখানেই কথার মাঝে সঞ্চালক শাশ্বত চট্টোপাধ্যায় বলে ওঠেন, কোয়েল আবার খামচাচ্ছে। ওঁর পাশে একটু বসার উপায় নেই। ওঁর থেকে দূরে থাকাই ভালো।

Koel Mallick house Durga Puja, Mallick family Durga Puja

শাশ্বতর মুখে একথা শুনে একগাল হাসি নিয়ে বাবা রঞ্জিত মল্লিককে খামচে দিতে যান কোয়েল। তা দেখে হেলে ওঠেন শাশ্বত। অভিনেত্রীর এই অভ্যাসের কারণে নাকি তাঁর থেকে দূরে থাকতে পছন্দ করেন অনেকে।

আরও পড়ুনঃ রোহন অতীত! কুমার শানুর ছেলের সঙ্গে বাথটবে রোম্যান্স ‘পিহু’ সৃজলার, ফাঁস হল ভিডিও

সবার সামনে কোয়েলের বদ অভ্যাসের কথা ফাঁস হয়ে গেলেও কোয়েল অবশ্য এর কোনও প্রতিবাদ করেননি। বরং জানা যায়, অভিনয়ের সময়েও নাকি অভ্যাসবশত খামচে দেন তিনি! পর্দায় যেমন কোনও মজার দৃশ্য থাকলে তখন খামচে ওঠেন অভিনেত্রী। প্রসঙ্গত, টলিউডের প্রথম সারির নায়িকাদের মধ্যে একজন হলেও বিয়ের পর থেকে ছবি করা অনেকটা কমিয়ে দিয়েছেন কোয়েল। চিত্রনাট্য পছন্দ হলে তবেই সেই সিনেমা গ্রহণ করেন তিনি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥