• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সন্তানসুখে সমৃদ্ধ হয়েছে পরিবার, ২০২৩ সালে বাবা-মা হয়েছেন টলিপাড়ার এই ৪ তারকাজুটি

প্রত্যেক বছরই কারোর না কারোর জন্য বয়ে নিয়ে আসে একরাশ আনন্দ। কেউ কর্মক্ষেত্রে বিরাট কোনও সাফল্য অর্জন করেন, কারোর আবার ব্যক্তিগত জীবন প্রাপ্তি হয় নতুন কিছুর। চলতি বছরও ব্যতিক্রম নয়। ২০২৩ সাল যেমন টলিপাড়ার (Tollywood) একাধিক তারকার জন্য বেশ ভালো কেটেছে। এই বছরই বাবা-মা হয়েছেন ইন্ডাস্ট্রির একাধিক জনপ্রিয় সেলেব।

মা-বাবা হওয়া যে কোনও মানুষের কাছে দারুণ একটা অনুভূতি। অনেকে বলেন, মা-বাবা হওয়া নতুন একটি জন্ম পাওয়ার সমান! সাধারণ মানুষই শুধু নন, তারকাদের কাছেও এই অনুভূতিটা প্রচণ্ড স্পেশ্যাল। এই বছর যেমন টলিপাড়ার একাধিক জনপ্রিয় তারকাজুটি এই আনন্দ অনুভব করেছেন। চলুন চটপট আলাপ করে নেওয়া যাক তাঁদের সঙ্গে।

   

Gaurav Chakraborty and Ridhima Ghosh, Gaurav Chakraborty and Ridhima Ghosh child

গৌরব চক্রবর্তী-ঋদ্ধিমা ঘোষ (Gaurav Chakraborty Ridhima Ghosh) : পয়লা বৈশাখের দিন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নতুন অতিথি আসার সুখবর দেন গৌরব-ঋদ্ধিমা। গত ১৬ সেপ্টেম্বর পুত্র সন্তানের জন্ম দেন সব্যসাচী চক্রবর্তীর বৌমা। এরপর থেকে ছেলেকে নিয়ে সময় কাটছে তারকাজুটির। কয়েকদিন আগেই একরত্তিকে নিয়ে পাহাড় থেকে ঘুরে এসেছেন গৌরব-ঋদ্ধিমা।

Jeet became father of baby boy

জিৎ-মোহনা (Jeet Mohna Madnani) : মেয়ের জন্মের ১১ বছরের মাথায় দ্বিতীয়বার বাবা হলেন টলি সুপারস্টার জিৎ। গত ১৬ অক্টোবর পুত্র সন্তানের জন্ম দেন অভিনেতার স্ত্রী মোহনা। কাজের পাশাপাশি স্ত্রী এবং দুই সন্তানকে নিয়ে এখন সময় কাটছে জিতের।

Aneek Dhar and Debaleena Dhar

অনীক ধর-দেবলীনা ধর (Aneek Dhar Debaleena Dhar) : গত জুলাই মাসে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দ্বিতীয় প্রেগন্যান্সির কথা ঘোষণা করেন টলিপাড়ার জনপ্রিয় গায়ক অনীক ধর। স্ত্রী দেবলীনার সাধভক্ষণের ছবি দিয়ে সন্তান আসার খবর দিয়েছিলেন তিনি। গত ১১ সেপ্টেম্বর পুত্র সন্তানের জন্ম দেন গায়ক-পত্নী।

Raj Chakraborty and Subhashree Ganguly

রাজ চক্রবর্তী-শুভশ্রী গাঙ্গুলী (Raj Chakraborty Subhashree Ganguly) : সদ্য প্রোমোশন হয়েছে ‘রাজ-পুত্র’ ইউভানের। ছেলের জন্মের তিন বছরের মাথায় দ্বিতীয় সন্তানের মুখ দেখলেন রাজ-শুভশ্রী। গত ৩০ নভেম্বর ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন টলি সুন্দরী। রাজ-শুভশ্রীর একরত্তি কন্যার নাম ইয়ালিনি।