• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কোটিপতি হলেও নেই মাথার ওপরে ছাদ! আজও ভাড়াটে হয়েই দিন কাটান এই ৮ বলিউড তারকা

বলিউড তারকা (Bollywood Actors) মানেই তিনি হবে কোটি টাকার মালিক। বিলাসবহুল বাড়ি থেকে শুরু করে লাক্সারি বাড়ি (House) কোনও কিছুর অভাব থাকবে না তাঁর। কথাটা হয়তো কিছু তারকার ক্ষেত্রে প্রযোজ্য। তবে সবার জন্য নয়। শুনলে অবাক হবেন, হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে এমন অনেক তারকা রয়েছেন যারা এখনও ভাড়া বাড়িতে (Rented House) থাকেন। কেরিয়ারে অত্যন্ত সফল হলেও মুম্বইয়ে নিজের বাড়ি কিনতে পারেননি তাঁরা। চলুন এক ঝলকে এমনই ৮ সেলিব্রিটির নাম দেখে নেওয়া যাক।

রণবীর সিং (Ranveer Singh)- বলিউডের প্রথমসারির অভিনেতাদের মধ্যে একজন হলেন রণবীর। বহু সুপারহিট ছবিতে অভিনয় করেছেন তিনি। তা সত্ত্বেও এখনও মুম্বইয়ে নিজের বাড়ি কিনতে পারেননি অভিনেতা। মাসিক ৭.২৫ লাখ টাকা দিয়ে এখনও ভাড়া বাড়িতে থাকেন তিনি।

   

Ranveer Singh, Bollywood actors who live in rented house

ক্যাটরিনা-ভিকি (Vicky Kaushal Katrina Kaif)- বি টাউনের জনপ্রিয় তারকাজুটি ভিকি-ক্যাটরিনার নামও তালিকায় রয়েছে। বিয়ের পর থেকে সমুদ্রের ধারে নিজেদের নতুন বাড়িতে থাকেন তাঁরা। তবে অনেকেই জানেন না, ‘ভিক্যাট’ জুহুতে একটি অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছে। যে কারণে মাসে ৮ লাখ টাকা দিতে হয় তাঁদের।

আরও পড়ুনঃ ২০০০ কোটি পারবে ‘জওয়ান’! সাফল্যের আশায় মেয়ে সুহানাকে নিয়ে তিরুপতির দরবারে শাহরুখ খান

Katrina Kaif and Vicky Kaushal, Katrina Kaif birthday

জ্যাকলিন ফার্নান্দেজ (Jacqueline Fernandez)- জ্যাকলিনও মুম্বইয়ে ভাড়া বাড়িতে থাকেন। মিডিয়া রিপোর্ট থেকে জানা যায়, অভিনেত্রী যে বাড়িতে থাকেন সেটার ভাড়া মাসিক ৬.৭৮ লাখ টাকা।

আরও পড়ুনঃ এটাই শাহরুখ খান, রিলিজের ২ দিন আগেই গোটা সপ্তাহ হাউসফুল! বলিউডের দুনিয়ায় ইতিহাস গড়ল ‘জওয়ান’

Jacqueline Fernandez, Bollywood actors who live in rented house

কৃতি শ্যানন (Kriti Sanon)- ‘আদিপুরুষ’ অভিনেত্রী কৃতির নামও তালিকায় রয়েছে। জনপ্রিয় এই অভিনেত্রী অমিতাভ বচ্চনের অ্যাপার্টমেন্টে ভাড়া থাকেন। যে কারণে তাঁকে মাসিক ১০ লাখ টাকা ভাড়া দিতে হয়।

আরও পড়ুনঃ রোম্যান্স-অ্যাকশনের ভিড়ে শিক্ষার জয়, রইল শিক্ষক দিবসে দেখার মত আদর্শ ৫ সিনেমার তালিকা

Kriti Sanon, Bollywood actors who live in rented house

মাধুরী দীক্ষিত (Madhuri Dixit)- বিয়ের পর বেশ কয়েক বছর বড়পর্দা থেকে দূরে থাকার পর সম্প্রতি কামব্যাক করেছেন মাধুরী। এখন স্বামী শ্রীরাম নেনের সঙ্গে ওরলি এলাকায় একটি অ্যাপার্টমেন্টে ভাড়া থাকেন তিনি। সেই অ্যাপার্টমেন্টের ভাড়া হিসেবে প্রত্যেক মাসে ১২.৫ লাখ টাকা গুনতে হয় মাধুরীকে।

Madhuri Dixit, Bollywood actors who live in rented house

আলি-রিচা (Richa Chadha Ali Fazal)- গত বছর ধুমধাম করে গাঁটছড়া বেঁধেছেন বলিউডের জনপ্রিয় তারকাজুটি আলি ফজল এবং রিচা চাড্ডা। বিয়ের পর নিজেদের নতুন বাড়িতে উঠেছেন তাঁরা।

Ali Fazal and Richa Chadha, Bollywood actors who live in rented house

সমুদ্রের সামনের এই বাড়িটি অবশ্য আলি-রিচা কেনেননি, বরং ভাড়া নিয়েছেন। সেই বাড়ি প্রত্যেক মাসে ভাড়া হল প্রায় ৩ লাখ টাকা।