• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

২০০০ কোটি পারবে ‘জওয়ান’! সাফল্যের আশায় মেয়ে সুহানাকে নিয়ে তিরুপতির দরবারে শাহরুখ খান

Shahrukh Khan Suhana Khan at Tirupati Balaji : ‘পাঠান’র হাত ধরে রাজকীয় কামব্যাকের পর এবার ‘জওয়ান’ (Jawan) রিলিজের তোরজোড় করছেন বলিউড (Bollywood) ‘বাদশা’ শাহরুখ খান (Shah Rukh Khan)। কয়েক দিন আগেই ছবির সাফল্যের জন্য জম্মু-কাশ্মীরের বৈষ্ণোদেবী মন্দিরে (Vaishno Devi Temple) পুজো দিতে গিয়েছিলেন অভিনেতা। সবার নজর এড়িয়ে চুপিচুপি যাওয়ার চেষ্টা করেছিলেন বলি সুপারস্টার। তবে এমনটা হয়নি। নেটপাড়ায় ঠিক ভাইরাল (Viral) হয়ে গিয়েছিল তাঁর ছবি-ভিডিও।

পরনে নীল রঙের হুডি, মুখ ঢাকা মাস্কে- মাত্র কয়েক সেকেন্ডের জন্য শাহরুখকে ক্যামেরাবন্দি করতে পেরেছিলেন অনুরাগীরা। সেই ভিডিওই তুমুল ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। এসবের মাঝেই এবার তিরুপতির শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে (Tirupati Temple) পুজো দিতে গেলেন শাহরুখ। অভিনেতা অবশ্য একা ছিলেন না। তাঁর সঙ্গে ছিলেন ‘জওয়ান’ নায়িকা নয়নতারা (Nayanthara), মেয়ে সুহানা (Suhana Khan) এবং নয়নতারার স্বামী তথা পরিচালক বিঘ্নেশ শিবান (Vignesh Shivan)

   

Shah Rukh Khan in Tirupati Temple for Jawan success

ইতিমধ্যেই তিরুপতি মন্দিরে শাহরুখের পুজো দেওয়ার ছবি-ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে, সুহানার হাত ধরে মন্দিরে প্রবেশ করছেন অভিনেতা। সেই সঙ্গেই তাঁদের পুজো দেওয়ার মুহূর্তের বেশ কিছু ছবিও ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে।

আরও পড়ুনঃ এটাই শাহরুখ খান, রিলিজের ২ দিন আগেই গোটা সপ্তাহ হাউসফুল! বলিউডের দুনিয়ায় ইতিহাস গড়ল ‘জওয়ান’

প্রসঙ্গত, দেশের বাকি রাজ্যের মতো তামিলনাড়ুতেও ‘জওয়ান’ নিয়ে হইচই পড়ে গিয়েছে। গত শুক্রবার থেকে শুরু হয়েছে ছবির অগ্রিম টিকিট বুকিং। এরপর থেকেই সিনেপ্রেমী মানুষদের উত্তেজনা চরমে উঠেছে। দক্ষিণ ভারতে শাহরুখের ছবির এত জনপ্রিয়তার অন্যতম কারণ হলেন পরিচালক অ্যাটলি কুমার। সাউথের অত্যন্ত সফল একজন পরিচালক তিনি। সেই সঙ্গেই রয়েছেন সাউথের তিন নামকরা সুপারস্টার নয়নতারা, বিজয় সেতুপতি এবং প্রিয়মণি।

আরও পড়ুনঃ রোম্যান্স-অ্যাকশনের ভিড়ে শিক্ষার জয়, রইল শিক্ষক দিবসে দেখার মত আদর্শ ৫ সিনেমার তালিকা

Shah Rukh Khan in Tirupati Temple for Jawan success

কয়েকদিন আগে চেন্নাইয়ের জিকে সিনেমাসের রুবান মাথিভানান ‘জওয়ান’ প্রসঙ্গে বলেছিলেন, ‘এই সিনেমার অগ্রিম বুকিং ভীষণ ভালো হচ্ছে। এখানে তামিল ভাষায় ছবিটি রিলিজ করছে। ছবির বিষয় যদি দর্শকদের পছন্দ হয়, তাহলে ‘জওয়ান’র উড়ান থামানো যাবে না। এই সিনেমা যদি আর একটি ‘কেজিএফ’ বা ‘আরআরআর’ হয় তাহলে অবাক হব না’।