বাঙালির অবসর যাপনের অন্যতম মাধ্যম হল সিরিয়াল। তাই সারাদিন সবাই যতই কাজের মধ্যে থাকুন না, অবসর মিলতেই টিভির সামনে বসে পড়েন সিরিয়ালপ্রেমী দর্শকরা। বাংলা টেলিভিশনের এমনই এক জনপ্রিয মেগা ধারাবাহিক হল মোহর (Mohor)। যা শেষ হয়েছে মাত্র কদিন আগেই। দীর্ঘ আড়াই বছরের যাত্রা শেষে অবশেষে ইতি পড়েছে শঙ্খ আর মোহরের পথ চলায়।
প্রথমদিকে টিআরপি রেটিংয়ে সবচেয়ে এগিয়ে থাকলেও, শেষের দিকে এই সিরিয়ালের টিআরপি গিয়ে ঠেকে একেবারে তলানিতে। তাই ইতিপূর্বে একাধিকবার শোনা গিয়েছে এই ধারাবাহিক শেষ হওয়ার গুঞ্জন। তবে সম্প্রতি টলিউড অভিনেতা অভিষেক চ্যাটার্জীর (Abhishek Chatterjee) অকাল প্রয়াণের পর এই সিরিয়াল একেবারে বন্ধ করে দেওয়ারই সিদ্ধান্ত নেন নির্মাতারা।
এপ্রসঙ্গে সম্প্রতি এক সাক্ষাৎকারে দর্শকদের অত্যন্ত প্রিয় শঙ্খ অর্থাৎ অভিনেতা প্রতীক সেন (Pratik Sen) জানিয়েছেন , ‘মিঠুদার শূন্যস্থান পূরণ হবার নয়। তাই কাহিনীকার লীনা গঙ্গোপাধ্যায়ের অনুরোধ ছিল, এ বার শেষ হোক ধারাবাহিক। জোর করে চালানোর মানে নেই’। প্রসঙ্গত এই সিরিয়ালের শুরুর দিকে শঙ্খ স্যারের জেঠুমণির চরিত্রে দেখা যেত প্রয়াত অভিনেতা সন্তু মুখোপাধ্যায়কে। তাঁর প্রয়াণের পরে সেই চরিত্রের শূন্যস্থান পূরণ করেন অভিনেতা দুলাল লাহিড়ি। একটা সিরিয়াল চলতে চলতেই দু’দুজন সদস্যকে হারানো, এর থেকে খারাপ আর কি হতে পারে!
দীর্ঘ আড়াই বছরের যাত্রাপথে এমন একটা সময় ছিল যখন বেঙ্গল টপার, থেকে শুরু করে চ্যানেল টপার- সব খেতাবই গিয়েছিল ‘মোহর’ এর ঝুলিতে। তাই এতদিনের জনপ্রিয় একটা সিরিয়াল শেষ হয়ে যাওয়ায় মন ভালো নেই ‘মোহদীপ’ ভক্তদের। মন খারাপ সিরিয়ালের শঙ্খ স্যারেরও। এপ্রসঙ্গে অভিনেতা প্রতীক সেন বলেছেন ‘বড্ডা ফাঁকা লাগছে। মোহর এতটাই জুড়ে ছিল। শঙ্খ-মোহরকে সবাই এতো ভালোবেসেছেন। আদি স্যার-অদিতি ম্যামকে জনপ্রিয় করেছেন। সে কী উন্মাদনা আমাদের নিয়ে!’
আরও পড়ুনঃ মিঠাই, গাঁটছড়াকে টেক্কা দিতে হাজির ‘টুম্পা অটোওয়ালি’! ভাইরাল সিরিয়ালের প্রথম প্রোমো ভিডিও
আরও পড়ুনঃ শুধু অনস্ক্রিনেই নয়, বাস্তবেও ছিলেন ছেলের মত, অভিষেককে শেষ সাজে সাজিয়ে দিলেন প্রতীক
গত কয়েক বছর ধরে ছোট পর্দায় জনপ্রিয় জুটি ‘মোহদীপ। সেই সূত্রেই বাস্তবেও প্রতীক-সোনা মণির সম্পর্ক নিয়ে জল্পনার শেষ নেই। দুজনের সম্পর্ক নিয়েও কানাঘুষো শোনা যায় মাঝে মধ্যেই। যদিও এই সম্পর্ক নিয়ে প্রতীক সোনামণি (Sonamoni Saha) দুজনের কেউই কোনওদিনই স্বীকার করেনি সে কথা। সম্প্রতি এই সম্পর্ক নিয়ে প্রতীক বলেন, ‘আমাদের জুটিকে জনপ্রিয় করেছেন দর্শক। তাই সুযোগ পেলে আগামী দিনে আবারও পর্দায় জুটি বাঁধতে রাজি আছি।’ তবে বাস্তবে নিজেদের সম্পর্ক নিয়ে প্রতীক বলেন ‘দর্শকদের উপরেই আবারও নির্ভর করছি। ওঁরাই বরং ঠিক করুন, বাস্তবেও কি মোহর-শঙ্খ এক ছাদের নীচে থাকবে?’