• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মাথা ভর্তি ঘন লম্বা চুল পান মাত্র ৩ দিনে! চুলের যত্নে ম্যাজিকের মতো কাজ করে এই ৩ ঘরোয়া তেল

Hair Care Tips : ত্বক ভালো রাখার জন্য যেমন বিশেষ যত্ন নেওয়া জরুরি, তেমনই চুল (Hair) ভালো রাখার জন্যেও একটু পরিশ্রম করতে হয়। ঘন, কালো, লম্বা চুলের (Long Hair) স্বপ্ন অনেকেই দেখেন। তবে সেই চুল পাওয়ার জন্য প্রয়োজনীয় পরিশ্রম করতে চান না বেশিরভাগ মানুষ। তবে আর চিন্তা নেই। কারণ আজকের প্রতিবেদনে আমরা এমন ৩টি তেলের (Homemade Hair Oil) সন্ধান দিচ্ছি যা নিয়মিত মাখলে পূরণ হতে পারে আপনার ঘন, কালো, লম্বা চুল পাওয়ার স্বপ্ন।

মেথির তেল (Methi Oil)- অ্যান্টি ইনফ্লেমেটারি উপাদানে সমৃদ্ধ মেথি চুলের জন্য ভীষণ উপকারী। চুলের বৃদ্ধিতে এর উপকারিতার কথা অনেকেরই অজানা। এই মেথি দিয়ে তেল বানিয়ে আপনি যদি নিয়মিত মাথায় মাখেন তাহলে দেখবেন চুলের অনেক সমস্যা দূর হয়ে গিয়েছে।

   

Methi oil, Homemade hair oil

এই তেল বানানোর জন্য অর্ধেক কাপ মেথি নিয়ে তা গুঁড়ো করে নিন। এরপর নারকেল তেলের সঙ্গে সেই গুঁড়ো মিশিয়ে একটি জায়গায় ৩ দিন রেখে দিন। দেখবেন তেলের রঙ আস্তে আস্তে গাঢ় হচ্ছে। এরপর পাতলা সুতির কাপড়ে সেই তেল ছেঁকে নিন। ব্যস, তাহলেই তৈরি হয়ে যাবে আপনার মেথির তেল।

আরও পড়ুনঃ ৭ দিনেই মিলবে নিদাগ চেহারা! ২০ টাকায় বানিয়ে ফেলুন দাগছোপ দূর করার ফেসপ্যাক

জবার তেল (China Rose Oil)- চুলের যত্নে জবা ফুল এবং পাতা দু’টিই ভীষণ কার্যকর। চুলের বৃদ্ধিতে জবা ফুল সাহায্য করে। বাড়িতে জবার তেল বানানোর জন্য ৮-১০টি জবা ফুল এবং ২-৩টি জবা পাতা লাগবে। এরপর একটি পাত্রে নারকেল তেল নিয়ে তা গরম হতে বসিয়ে দিন। গরম হয়ে গেলে সেই তেলের মধ্যে জবা ফুল এবং পাতা দিয়ে দিন। হালকা আঁচে বসিয়ে রাখুন। তেলের রঙ বদলাতে শুরু করলে আঁচ বন্ধ করুন এবং ঢাকা দিয়ে দিন। ঠাণ্ডা হওয়ার পর নামিয়ে ছেঁকে নিন। তৈরি হয়ে যাবে আপনার জবার তেল।

আরও পড়ুনঃ নিমপাতার ম্যাজিক, এই ঘরোয়া ফেসপ্যাক ব্যবহার করেই পুজোর আগে হয়ে উঠুন পরম সুন্দরী

China Rose oil, Homemade hair oil

পেঁয়াজের তেল (Onion Oil)- পেঁয়াজের মধ্যে এমন বহু উপাদান রয়েছে যা চুলের জেল্লা ফেরানোর পাশাপাশি লম্বা, ঘন চুল পেতেও সাহায্য করে। সেই সঙ্গেই চুল পড়াও কমায়। বাড়িতে পেঁয়াজের তেল তৈরি করার জন্য দু’টি পেঁয়াজ একেবারে মিহি করে বেটে নিন। এরপর সেই পেঁয়াজ বাটা থেকে রস বের করে ছেঁকে নিন। এই রস একটি পাত্রে আলাদা করে রাখুন।

আরও পড়ুনঃ ৩ দিনে মিটবে ব্রণর সমস্যা! বাড়িতে বানিয়ে ব্যবহার করুন এই ৫টি ফেস মাস্ক, ফল পাবেন হাতেনাতে

Onion oil, Homemade hair oil

অপরদিকে  একটি পাত্রে নারকেল তেল নিন এবং তার সঙ্গে পেঁয়াজের রস মিশিয়ে নিন। এরপর হালকা আঁচে এই তেল গরম করতে থাকুন। ফুটে গেলে আঁচ বন্ধ করে পাত্র নামিয়ে রাখুন। ঠাণ্ডা হয়ে যাওয়ার পর একটি পাত্রে ঢেলে নিন। রেডি হয়ে গিয়েছে আপনার পেঁয়াজের তেল। বাড়িতে বানানো এই ৩ তেল নিয়মিত মাথায় মাখলে নিজের চোখে ফলাফল দেখতে পাবেন আপনি।