• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নিমপাতার ম্যাজিক, এই ঘরোয়া ফেসপ্যাক ব্যবহার করেই পুজোর আগে হয়ে উঠুন পরম সুন্দরী

Neem Facepack for Glowing Skin : ত্বকের (Skin) যত্নে নিমের (Neem) মতো কার্যকরী উপাদান খুব কমই আছে। এমন অনেক মানুষ আছেন যারা রূপচর্চার জন্য আস্থা রাখেন নিমের ওপর। এতে যেমন ত্বকের বিভিন্ন দাগছোপ (Spot) দূর হয়, তেমনই জেল্লাও ফিরিয়ে আনে। আজকের প্রতিবেদনে নিমের ৩টি ঘরোয়া ফেসপ্যাক (Neem Face Pack) বানানোর পদ্ধতি তুলে ধরা হল, যা মাখলে ২ সপ্তাহের মধ্যে দূর হয়ে যাবে ত্বকের যাবতীয় দাগছোপ!

নিম অ্যালোভেরা জেল ফেসপ্যাক (Neem Aloe Vera Gel Face Pack)- ঘরোয়া এই ফেসপ্যাক বানানোর জন্য আপনার এক মুঠো নিম পাতা লাগবে। এরপর এই পাতাগুলি ধুয়ে জল মিশিয়ে ভালো করে ব্লেন্ড করুন। তারপর এই মিশ্রণের সঙ্গে পরিমাণ মতো অ্যালোভেরা জেল মেশান। ব্যস, তাহলেই তৈরি হয়ে যাবে আপনার ফেসপ্যাক। এরপর এই মিশ্রণ ১০ মিনিট মুখে লাগিয়ে রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন। নিজের চোখেই দেখতে পাবেন রেজাল্ট।

   

Neem face pack, Neem face pack for spotless skin

নিম এবং চন্দনের ফেসপ্যাক (Neem Chandan Face Pack)- ত্বকের জন্য নিম এবং চন্দন দু’টিই ভীষণ উপকারী। আপনার যদি তৈলাক্ত ত্বক হয় তাহলে এই ঘরোয়া ফেসপ্যাক ব্যবহার করতে পারেন। এই ফেসপ্যাক বানানোর জন্য আপনার ২ চামচ নিম পাতা বাটা এবং ১ চামচ চন্দন গুঁড়ো লাগবে। এরপর সেই মিশ্রণের সঙ্গে পরিমাণ মতো জল মিশিয়ে ফেসপ্যাক বানিয়ে নিন। মুখে লাগিয়ে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

আরও পড়ুনঃ মাত্র ৭ দিনে বন্ধ হবে চুল পড়া! বর্ষাকালে চুল ভালো রাখতে অবশ্যই জেনে রাখুন এই ৬ ঘরোয়া টোটকা

Neem and Chandan face pack

নিম হলুদের ফেসপ্যাক (Neem Turmeric Face Pack)- নিম এবং হলুদ, ত্বকের জন্য এই দু’টি উপাদানই ভীষণ ভালো। নিমের এই তৃতীয় ফেসপ্যাক বানানোর জন্য আপনাকে একটি পাত্রে ২ চামচ নিম পাতা বাটা নিতে হবে। এরপর এর সঙ্গে ২ চিমটে হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো মেশান।

আরও পড়ুনঃ টাকেও গজাবে নতুন চুল, বর্ষাকালে এই ৩ ভেষজ মাখলেই পেয়ে যাবেন কোমর অবধি চুল!

Neem face pack, Neem face pack for spotless skin

প্রত্যেকটি উপাদান ভালো করে মিশিয়ে তৈরি করে নিন আপনার ফেসপ্যাক। এরপর সেটি মুখে লাগান। ১০ মিনিট মতো রেখে ধুয়ে ফেলুন। প্রত্যেকটি ফেসপ্যাক সপ্তাহে ১-২ ব্যবহার করলেই ফলাফল দেখতে পাবেন।