• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

৭ দিনেই মিলবে নিদাগ চেহারা! ২০ টাকায় বানিয়ে ফেলুন দাগছোপ দূর করার ফেসপ্যাক

Skincare Tips to ger rid of Dark Spots: বয়স সঙ্গে যে কোনও মানুষের ত্বকে (Skin) অনেক পরিবর্তন আসে। হরমোনাল পরিবর্তন থেকে শুরু করে স্ট্রেস হয়ে দূষণ- একাধিক কারণে ত্বকের সমস্যা (Skin Problem) হতে পারে। সেই সঙ্গেই দেখা দিতে পারে ত্বকের দাগ বা পিগমেন্টেশন (Skin Pigmentation)। তবে আপনি যদি ত্বকের সঠিক যত্ন নেন তাহলে কিন্তু সহজেই এই দাগ দূর হয়ে যেতে পারে।

এখন বাজারে এমন প্রচুর ক্রিম পাওয়া যায় যেগুলি ত্বকের পিগমেন্টেশন দূর করতে সাহায্য করে। তবে অনেকসময় সেই ক্রিমগুলিতে রাসায়নিক উপাদান থাকে। যে কারণে অনেকসময় সেগুলি ঠিকভাবে কাজ করে না। সেই জন্য আজকের প্রতিবেদনে এমন একটি ঘরোয়া ফেসপ্যাক (Homemade Face Pack) বানানোর পদ্ধতি তুলে ধরা যেটি নিয়মিত ব্যবহার করলে ত্বকের যে কোনও দাগ ছোপ দূর হয়ে যায়।

   

Homemade face pack, Homemade face pack for skin pigmentation, Skin care tips

ফেসপ্যাক বানানোর উপকরণ-

১) দই- ২-৩ চামচ
২) চালের গুঁড়ো- ১ চা চামচ
৩) মুলতানি মাটি- ১ চা চামচ
৪) হলুদ- এক চিমটে
৫) লেবুর রস- ২ ফোঁটা
৬) মধু- ১ চা চামচ
৭) কাঁচা দুধ- ২-৩ চামচ

বানানোর পদ্ধতি-

প্রথমে একটি বাটি নিয়ে তাতে ১-২ চামচ দই নিয়ে ফেটিয়ে নিন। এরপর এর সঙ্গে ১ চামচ চালের গুঁড়ো এবং মুলতানি মাটি, ১ চিমটে হলুদ, মধু এবং ২ ফোঁটা লেবুর রস যোগ করুন। এরপর ভালো করে মিশিয়ে সে মিশ্রণ আঙুল অথবা ব্রাশের সাহায্যে সম্পূর্ণ মুখে ভালো করে লাগান।

Homemade face pack, Homemade face pack for skin pigmentation, Skin care tips

মিশ্রণটি মুখে লাগিয়ে ২০ মিনিট মতো রেখে দিন। এরপর জল দিয়ে মুখ ধুয়ে নিন। এরপর ক্রিম না লাগিয়ে তুলোর বল দিয়ে সারা মুকে কাঁচা দুধ লাগান। ২ সপ্তাহ ব্যবহার করলেই ত্বকে গোলাপি আভা দেখতে পাবেন এবং এরপর আস্তে আস্তে ত্বকের সকল দাগছোপ কমতে শুরু করবে।

Homemade face pack, Homemade face pack for skin pigmentation, Skin care tips

এই বিশেষ ঘরোয়া ফেসপ্যাক প্রত্যেক সপ্তাহে অন্তত ৪ দিন ব্যবহার করতে পারেন। তবে এই ফেসপ্যাক ব্যবহার করার আগে ত্বকে প্যাক টেস্ট করে নেবেন। এতে ত্বকে কোনও প্রকার অ্যালার্জি দেখা দেওয়ার সম্ভাবনা দেখা যাবে না।