• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

৩ দিনে মিটবে ব্রণর সমস্যা! বাড়িতে বানিয়ে ব্যবহার করুন এই ৫টি ফেস মাস্ক, ফল পাবেন হাতেনাতে

Acne Solution with Homemade Face Mask : গরম পড়লেই অনেকে ব্রণর (Acne) সমস্যার সম্মুখীন হন। রোদ, দূষণ, ঘাম, ধুলোর কারণে অনেকের ত্বকেই র‍্যাশ, লালচেভাব কিংবা ফুসকুরির সমস্যা দেখা যায়। তবে গরমকালে সবচেয়ে বেশি যে সমস্যার সম্মুখীন হন অনেকে তা হল ব্রণর সমস্যা। আর ত্বক যদি তৈলাক্ত হয়, তাহলে তো কোনও কথাই নেই! আজকের প্রতিবেদনে তাই এমন ৫টি ঘরোয়া ফেস মাস্ক (Homemade face mask) বানানোর পদ্ধতি তুলে ধরা হল যা ব্যবহার করলে দূর হবে যাবতীয় সমস্যা।

মুলতানি মাটি ও চন্দনের মাস্ক- ২ টেবিল চামচ মুলতানি মাটি, ২ টেবিল চামচ চন্দন পাউডার, ১ টেবিল চামচ এবং অল্প জল মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। মিশ্রণ তৈরি হয়ে যাওয়ার পর তা সারা মুখে লাগিয়ে নিন। ১০ মিনিট লাগিয়ে রেখে জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

   

Multani Mitti face mask

হলুদ এবং মধুর ফেস মাস্ক- ১ টেবিল চামচ মধু, ১ টেবিল চামচ লেবুর রস, ১ টেবিল চামচ হলুদ গুঁড়ো এবং ১ টেবিল চামচ টক দই একটি পাত্রে নিন এবং ভালো করে মেশান। এরপর সেই পেস্ট সম্পূর্ণ মুখ এবং গলায় মাখুন। ১৫ মিনিট রেখে জল দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন।

আরও পড়ুনঃ নিমপাতার ম্যাজিক, এই ঘরোয়া ফেসপ্যাক ব্যবহার করেই পুজোর আগে হয়ে উঠুন পরম সুন্দরী

Turmeric face mask

গ্রিন ফ্রেঞ্চ ক্লে ফেস মাস্ক- প্রথমে একটি পাত্রে ২ টেবিল চামচ গ্রিন ফ্রেঞ্চ ক্লে পাউডার, ২ টেবিল চামচ গ্রিন টি পাউডার, ১ টেবিল চামচ গ্লিসারিন এবং প্রয়োজন অনুযায়ী শসার রস নিন। এরপর সেগুলি ভালো করে মিশিয়ে নিন। এরপর এই মিশ্রণটি আলতো করে সারা মুখে ম্যাসাজ করে লাগিয়ে নিন। এরপর ১০-১৫ মিনিট রেখে তা ধুয়ে ফেলুন। এরপর ধুয়ে ফেলুন। শুধু মুখ নয়, আপনি চাইলে এই মাস্ক গলাতেও ব্যবহার করতে পারেন।

আরও পড়ুনঃ মাত্র ৭ দিনে বন্ধ হবে চুল পড়া! বর্ষাকালে চুল ভালো রাখতে অবশ্যই জেনে রাখুন এই ৬ ঘরোয়া টোটকা

Green french clay face mask

চালের গুঁড়ো এবং টম্যাটো ফেস মাস্ক- ২ টেবিল চামচ চালের গুঁড়ো, ২ টেবিল চামচ টম্যাটো পাল্প, ১ টেবিল চামচ মধু এবং অল্প জল দিয়ে মিশ্রণ তৈরি করুন। এরপর মুখে এই মিশ্রণ লাগিয়ে নিন। ১৫ মিনিট রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন।

Tomato face mask

অ্যালোভেরা এবং পেঁপের ফেস মাস্ক– ২ টেবিল চামচ অ্যালোভেরা, ২ টেবিল চামচ পেঁপের পাল্প, সম পরিমাণ বেসন এবং সামান্য জল মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন।

Aloe vera face mask

এরপর এই ফেস প্যাক নিজের মুখে লাগিয়ে নিন। ১০-১৫ মিনিট রাখার পর এই প্যাক জল দিয়ে ধুয়ে ফেলুন।

বি দ্রঃ- মুখে কোনও কিছু লাগানোর আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়। বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া মুখে কোনও কিছু লাগানো উচিত নয়।

site