• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

জ্যাস-পর্ণা সবাই ফেল, ছক্কা হাঁকিয়ে চমকে দিল এই মেগা! লেটেস্ট TRP দেখে ‘ও মাগো’ বলছে নেটপাড়া

প্রতি সপ্তাহে বৃহস্পতি বার মানেই দর্শকেরা জি বাংলা (Zee Bangla) থেকে শুরু করে ষ্টার জলসার (Star Jalsha) সমস্ত সিরিয়ালের টার্গেট রেটিং পয়েন্ট (Target Rating Point) এর জন্য অপেক্ষায় থাকেন সকলে। আসলে এই টিআরপির (TRP) ওপরেই নির্ভর করে সিরিয়ালের ভবিষ্যৎ। সেরা দশের তালিকা থেকে বাদ পড়লেই শেষের দিকে এগিয়ে চলে মেগা ধারাবাহিকগুলি।

যদিও প্রতিবার জগদ্ধাত্রী (Jagaddhatri)নিম ফুলের মধু (Neem Phooler Madhu) সিরিয়ালের মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই লাগে। তবে এসপ্তাহে সবাইকে টেক্কা দিয়েবাজিমাত করেছে জি বাংলার ফুলকি (Phulki)। সদ্য প্রকাশিত তালিকায় ৮.০পয়েন্ট সহ বেঙ্গল টপার হয়েছে  ফুলকি। একটুর জন্য ৭.৯ পেয়ে দ্বিতীয় স্থান পেয়েছে নিম ফুলের মধু।

   

29th December Target Rating Point list of bengali Serials Neem Phooler Madhu bengal Topper See complete TRP List

তৃতীয় স্থানে ৭.৮ পয়েন্ট সহ রয়েছে জগদ্ধাত্রী। এরপর চতুর্থ স্থানে আছে গীতা এলএলবি। গত সপ্তাহে গীতার প্রাপ্ত পয়েন্ট ৭.৭। আর পঞ্চম স্থানে রয়েছে কোন গোপনে মন ভেসেছে। যেটা ৭ পয়েন্ট পেয়েছে। চলুন এবার দেখে নেওয়া যাক সেরা দশের কে কত পেল!

আরও পড়ুনঃ বাবার চরিত্র অতীত, নতুন মেগায় ‘বৃহন্নলা’ রূপে দর্শকদের চমকে দিলেন কৌশিক চক্রবর্তী

বাংলা সিরিয়ালের সেরা ১০ এর টিআরপি তালিকা (TRP List of Top 10 Bengali Serial) :

ফুলকি – ৮.০
নিম ফুলের মধু – ৭.৯
জগদ্ধাত্রী – ৭.৮
গীতা LLB – ৭.৭
কোন গোপনে মনের ভেসেছে – ৭.০

কথা – ৬.৯
কার কাছে কই মনের কথা – ৬.৪
অনুরাগের ছোঁয়া – ৬.২
আলোর কোলে – ৫.৭
বঁধুয়া/জল থই থই ভালোবাসা – ৫.২

আরও পড়ুনঃ শাড়ি ছেড়ে ওয়েস্টার্ন পোশাকে বোল্ড লুক, পর্দার পুতুলকে দেখে ‘উফ কি লাগছে’ বলছে নেটপাড়া

প্রসঙ্গত, নিম ফুলের মধুতে মা হচ্ছে পর্ণা। বাবুউউর বাবা হওয়ার ট্র্যাক আসতেই গত সপ্তাহে বেঙ্গল টপার হয়েছিল ধারাবাহিকটি। তবে এবার আর সেটা হল না। অন্যদিকে প্রথম সপ্তাহেই সেরা দশের তালিকায় ভালো রেজাল্ট করেছিল বঁধুয়া। কিন্তু এসপ্তাহে সেই রং অনেকটাই ফিকে হয়ে দশম স্থানে রয়েছে সিরিয়ালটি।