• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শুরুতেই ছক্কা হাঁকালো বঁধুয়া! টপার পর্ণা না জগদ্ধাত্রী? রইল সম্পূর্ণ ওলটপালট TRP তালিকা

বাঙালি দর্শকদের কাছে বৃহস্পতিবার মানেই দুরুদুরু বুকে অপেক্ষা। প্রিয় সিরিয়ালের টার্গেট রেটিং পয়েন্ট (Target Rating Point) দেখার জন্য বসে থাকেন সকলেই। জি বাংলা (Zee Bangla) হোক বা ষ্টার জলসা (Star Jalsha) ধারাবাহিকের ভবিষ্যৎ নির্ধারণে এই TRP তালিকা সবচাইতে গুরুত্বপূর্ণ। আর এবারে নতুন মেগা ‘বঁধূয়া’ প্রথম সপ্তাহেই কাঁপিয়ে দিয়েছে।

বিগত কয়েকমাস ধরে বেঙ্গল টপার খেতাব ছিল জগদ্ধাত্রীর। তবে এবার সেসব অতীত হয়ে গিয়েছে। গত সপ্তাহেই নিজের সিংহাসন খুইয়েছিল জ্যাস। এবারেও টানটান উত্তেজনার পর্ব দেখিয়ে বাংলার সেরা সিরিয়াল নিম ফুলের মধু। অবশ্য এর ঠিক পিছনে অর্থাৎ দ্বিতীয় স্থানেই রয়েছে জগদ্ধাত্রী।

   

সিরিয়ালের টার্গেট রেটিং পয়েন্টের তালিকা : Target Rating Point of Bengali Serial Jagaddhatri Bengal Topper see complete TRP List

সদ্য প্রকাশিত টিআরপি তালিকায় ৮.৩ পয়েন্ট পেয়ে প্রথম নিম ফুলের মধু। এরপর ৮.২ পয়েন্ট সহ দ্বিতীয় হয়েছে জগদ্ধাত্রী। তারপর তৃতীয়, এসপ্তাহে প্রাপ্ত পয়েন্ট ৮। চতুর্থ হয়েছে ষ্টার জলসার গীতা LLB, পেয়েছে ৭.৯ পয়েন্ট। আর ৭.৩ পয়েন্ট সহ পঞ্চম স্থানে রয়েছে কথা। চলুন এবার নম্বর সহ সেরা দশের তালিকা দেখে নেওয়া যাক।

আরও পড়ুনঃ ITর চাকরি ছেড়ে অভিনয়ে আসা! বর্তমানে কি করছেন ‘ফিরকি’ সিরিয়াল খ্যাত ‘মিতা মাসি’ অভিনেত্রী?

বাংলা সিরিয়ালের সেরা ১০ এর টিআরপি তালিকা (TRP List of Top 10 Bengali Serial) :

নিম ফুলের মধু – ৮.৩ প্রথম
জগদ্ধাত্রী – ৮.২ দ্বিতীয়
ফুলকি – ৮.০ তৃতীয় 

গীতা LLB – ৭.৯
কথা – ৭.৩

কোন গোপনে মন ভেসেছে – ৭.২
কার কাছে কই মনের কথা – ৬.৫
অনুরাগের ছোঁয়া – ৬.৩
বধূয়া – ৬.২
আলোর কোলে – ৫.৭

আরও পড়ুনঃ টাকার লোভে অন্ধ হয়ে বাপের শ্রাদ্ধ! চুনকালি, জুতোর মালা পরিয়ে উচিত শিক্ষা দিল পর্ণা, ফাঁস ধামাকা পর্ব

গত সপ্তাহেই শেষ হয়েছে ষ্টার জলসার ‘ইচ্ছে পুতুল’। তার বদলে শুরু হয়েছে ‘বঁধুয়া’। তবে প্রথম সপ্তাহেই সেরা দোষের তালিকায় ঢুকে গিয়েছে ধারাবাহিকটি। অন্তিম সপ্তাহে ৪.৮ টিআরপি পেয়েছে ইচ্ছে পতুল।

এছাড়াও রিয়েলিটি শোয়ের মধ্যে রচনা ব্যানার্জী সঞ্চালিত ‘দিদি নং ১’ ৯.৬ পেয়েছে। অন্যদিকে সৌরভ গাঙ্গুলী সঞ্চালিত ‘দাদাগিরি’ ৫.৯ পয়েন্ট পেয়েছে।