• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

জ্যাস-পর্ণা ফিনিশ! রাস্তায় আলোর পড়ে IAS হওয়ার গল্প বলতে আসছে ‘যোগমায়া’, ভাইরাল ফার্স্ট প্রোমো

অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল জি বাংলার হাত ধরে ফের ছোটপর্দায় ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী নেহা আমনদীপ। জুটি বাঁধতে চলেছেন ‘ইরাবতীর চুপকথা’, ‘তুঁতে’ খ্যাত সৈয়দ আরেফিনের সঙ্গে। কয়েকদিন আগে প্রকাশ্যে এসেছিল ধারাবাহিকের নাম। এবার সামনে এল ‘যোগমায়া’র প্রথম প্রোমো (Jogomaya Promo)।

বাংলা সিরিয়ালের (Bengali Serial) তথাকথিত পরকীয়া-কুটকচালি ছেড়ে এক লড়াকু মেয়ের গল্প বলবে নেহা-আরেফিনের ধারাবাহিক। প্রথম প্রোমোয় দেখা গিয়েছে নায়িকা যোগমায়ার (Jogomaya) প্রতিবাদী সত্ত্বার ঝলক। গরিব পরিবারের মেয়ে হলেও, অন্যায়ের প্রতিবাদ করতে জানে সে। মুখ বুজে সবটা সহ্য নয়, বরং একদিন IAS হয়ে গরিব মানুষের পাশে দাঁড়ানোর স্বপ্ন দেখে যোগমায়া।

   

Jogomaya serial promo

জি বাংলার (Zee Bangla) তরফ থেকে শেয়ার করা প্রোমোয় (Promo) দেখা যাচ্ছে, IAS পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে যোগমায়া। তবে দীর্ঘদিন যাবত তাদের বাড়িতে কারেন্ট নেই। রাস্তার আলোই তার ভরসা। রিক্সা চালিয়ে রাতে বাড়ি ফেরার সময় যোগমায়াকে তার বাবা বাড়ি নিয়ে আসে। কিন্তু বাড়ি ফিরে দেখে জলের লাইনটাও কেটে দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ শতদ্রু নয়, কুলাঙ্গার স্বামীর কাছেই ছুটল শিমুল! আগাম পর্ব ফাঁস হতেই ‘বেঈমান’ তকমা দিল নেটপাড়া

যোগমায়া তখন বলে, কাল সকালে পরীক্ষা দিতে যাওয়ার আগে আমি মিউনিসিপ্যালিটি অফিস যাব। এরপর নিজে রিক্সা চালিয়ে সেখানে যায় সে। কিন্তু যোগমায়া পৌঁছনোর আগেই মিউনিসিপ্যালিটির মেজবাবুকে মোটা টাকা ঘুষ দেন এক প্রভাবশালী মহিলা। সেই সঙ্গেই বলে, আমার ডিএস কলোনির জমিটা খালি চাই। এরপর সেই ঘরে ঢোকে যোগমায়া। সে বলে, স্যার ডিএস কলোনিতে বড় বিল্ডিং হবে। তাই ওরা বেআইনিভাবে আমাদের ওঠানোর চেষ্টা করছে। এরপর নিজেদের বাড়ির আসল কাগজ দেখায় সে। কিন্তু সেই কাগজ না দেখেই মেজবাবু বলেন, তাতে আমি কী করবো?

Jogomaya serial promo

যোগমায়া তখন বলে, এবার আমি বিডিও স্যারের কাছে যাব। কিন্তু যোগমায়া যাওয়ার আগেই তিনি গাড়ি করে বেরিয়ে যান। বিডিও স্যারের সঙ্গে দেখা করতে তার গাড়ির পিছন পিছন ছুটতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যায় সে। তখনই এন্ট্রি হয় ধারাবাহিকের নায়কের। এরপর গাড়ি থামিয়ে সেখানে আসেন বিডিও স্যার নিজে।

আরও পড়ুনঃ বৌদি ঘনিষ্ট পুতুলের হবু বর তীর্থঙ্কর! সত্যি জেনেও কি চুপ থাকবে শিমুল? ফাঁস তুলকালাম পর্ব

যোগমায়া তখন তাকে বলে, স্যার এরা আমাদের অন্যায়ভাবে উচ্ছেদ করছে। আপনার জায়গায় যদি আমি থাকতাম, এটা হতে দিতাম না স্যার। একথা শুনে বিডিও স্যার বলেন, আমার জায়গাটি কি খুব সস্তা মনে হয়? মেজবাবু বলেন, ও খুব পাকা মেয়ে স্যার। তখন নায়ক বলে, এমন একজন পাকা মেয়েই তো আমাদের দরকার। যাতে গরিব মানুষের জল, আলো আর কোনোদিন অন্যায়ভাবে বন্ধ না হয়। এরপর যোগমায়ার হাতে তার IAS পরীক্ষার অ্যাডমিট কার্ড তুলে দিয়ে ‘অল দ্য বেস্ট’ বলে সে।

ধারাবাহিকের প্রথম প্রোমো দেখেই পরিষ্কার এই লড়াকু মেয়ের গল্প বলবে এই সিরিয়াল। নেহা-আরেফিনের আনকোরা জুটিও বেশ ভালো লেগেছে দর্শকদের। অনুমান করা হচ্ছে, আগামী মার্চ মাস থেকে ‘ইচ্ছে পুতুল’র স্লটে শুরু হবে এই মেগা। তবে এখনও অফিসিয়াল কোনো ঘোষণা মেলেনি।