• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শতদ্রু নয়, কুলাঙ্গার স্বামীর কাছেই ছুটল শিমুল! আগাম পর্ব ফাঁস হতেই ‘বেঈমান’ তকমা দিল নেটপাড়া

মানুষ হিসেবে শিমুল কতখানি ভালো তা সদ্য বুঝতে পেরেছে ‘কার কাছে কই মনের কথা’র (Kar Kache Koi Moner Kotha) পরাগ। বিয়ের পর থেকে কোনোদিন নিজের স্ত্রীকে ভালোবাসা, সম্মান দেয়নি সে। মারধর করা থেকে খুনের চেষ্টা, পরাগ বাদ দেয়নি কিছুই। সম্প্রতি আবার বিষ খাওয়ানোর অপবাদ দিয়ে শিমুলকে (Shimul) জেলে পাঠিয়েছিল পরাগের পরিবার। তবে প্রত্যেকবারের মতো এবারও প্রমাণ হয়ে গিয়েছে শিমুল নির্দোষ।

জি বাংলার (Zee Bangla) এই ধারাবাহিকের (Bengali Serial) বর্তমান প্লট অনুযায়ী, সদ্য জেল থেকে বেরিয়েছে শিমুল। এরপরেই পাল্টি খেয়েছে পরাগ। একসময় যে শিমুলকে নিজের জীবন থেকে তাড়াতে উঠেপড়ে লেগেছিল সে, এখন তার সঙ্গেই নতুন জীবন শুরু করতে চাইছে। শিমুলের পিছু পিছু ক্ষমা চেয়ে বেড়াচ্ছে পরাগ (Parag)।

   

Kar Kache Koi Moner Kotha Parag says sorry to Shimul

যদিও দর্শকরা চায় না, শিমুল আবার পরাগের কাছে ফিরুক। কারণ অতীতে বহুবার শিমুল তাকে বিশ্বাস করে সুযোগ দিয়ে ঠকেছে। তাই এবার দর্শকদের দাবি, পরাগকে ভুলে শতদ্রুর হাত ধরে নতুন জীবন শুরু করুক শিমুল। এসবের মাঝেই প্রকাশ্যে চলে এল ধারাবাহিকের নতুন প্রোমো।

আরও পড়ুনঃ ডিভোর্স হতেই তৃতীয় বিয়ের পিঁড়িতে কাঞ্চন! শ্রীময়ীর গলায় মালা দিচ্ছেন কবে? ফাঁস দিনক্ষণ

সম্প্রতি জি বাংলার তরফ থেকে ‘কার কাছে কই মনের কথা’র নতুন প্রোমো শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, পুতুলের (Putul) বিয়ের তোরজোড় চলছে বন্দ্যোপাধ্যায় বাড়িতে। গায়ে হলুদের আগে কাজ করতে করতে মধুবালাদেবী (Madhubala) বলেন, মেয়ের বিয়ে কোথায় একটু হাতে হাতে কাজ করে দেবে তা নয়! তখনই সেখানে এসে উপস্থিত হয় শিমুল।

Kar Kache Koi Moner Kotha Shimul shocked promo

এরপর গায়ে হলুদের হলুদ নিয়ে তীর্থঙ্করের বাড়ির লোক আসে। কিন্তু ভুল করে পুতুলের সঙ্গে ধাক্কা খেয়ে সেই হলুদ মাটিয়ে পড়ে যায়। তখন তীর্থঙ্করের বাড়ির লোক কটাক্ষের সুরে বলে, এই মেয়ের তো দেখছি শুধু মাথা নয়, হাত পা-ও ঠিক নয়। পুতুলের হবু শ্বশুরবাড়ির লোকের মুখ থেকে এই ধরণের কথা শুনে অবাক হয়ে যায় শিমুল-মধুবালা।

আরও পড়ুনঃ কালবৈশাখী শেষে বৃষ্টি, মিটলো মেঘ-নীলের বোঝাপড়া! ইচ্ছে পুতুলে ছাদনা তলায় রাজযোটক, খুশি দর্শকেরা

সেই সময়ই হন্তদন্ত করে বন্দ্যোপাধ্যায় বাড়িতে এসে হাজির হয় একজন ব্যক্তি। তিনি শিমুলকে বলেন, পরাগদার অ্যাক্সিডেন্ট হয়েছে। মনে হয় আর বাঁচবে না। একথা শোনামাত্রই মধুবালার হাত থেকে চায়ের কাপ পড়ে যায়। শিমুল সঙ্গে সঙ্গে বলে, কী বলছো কী? আমি এক্ষুনি আসছি। একথা বলেই হন্তদন্ত হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে শিমুল।

দর্শকদের অনুমান, এবার হয়তো ফের পরাগকে একটা সুযোগ দেবে শিমুল। শতদ্রুকে ছেড়ে আবারো পরাগকেই বেছে নেবে সে। এবার দেখা যাক, শেষ অবধি কী সিদ্ধান্ত নেয় শিমুল। তবে প্রোমো দেখে যে খুশি নয় সেটা একেবারে স্পষ্ট, কারণ নেটিজেনদের অনেকেই ভিডিওটির কমেন্ট বক্সে লিখেছেন, ‘শিমুল যদি আবার পরাগের কাছে যায় তাহলে তার মতো বেইমান মেয়ে আর নাই’।