কয়েকদিন আগেই ভৌতিক কাহিনী নিয়ে স্টার জলসার পর্দায় শুরু হয়েছে ‘তুমি আশেপাশে থাকলে’। ভিন্ন স্বাদের এই গল্প দেখতে বেশ ভালোলাগছে দর্শকদের। এবার জলসাকে টেক্কা দিয়ে ভূতের গল্প নিয়ে হাজির হল জি বাংলা (Zee Bangla)। আসন্ন এই সিরিয়ালের নাম ‘আলোর কোলে’ (Alor Kole)। সম্প্রতি প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের (Bengali Serial) প্রোমো।
আগেই জানা গিয়েছিল, শীঘ্রই শেষ হতে চলেছে ‘খেলনা বাড়ি’র সফর। তবে ইন্দ্র-মিতুলের সিরিয়ালের স্লটে কোন ধারাবাহিক সম্প্রচারিত হবে তা নিয়ে এতদিন ধোঁয়াশা ছিল দর্শকমহলে। অবশেষে ‘আলোর কোলে’র প্রোমো (Promo) প্রকাশ্যে আসার পর সকল জল্পনায় ইতি পড়ল। ভৌতিক কাহিনী নির্ভর এই সিরিয়ালে দুই নায়িকা থাকবেন, একজন জীবিত, আরেকজন মৃত।
এই দুই নায়িকার মধ্যে একজন ‘মেয়েবেলা’র মৌ অভিনেত্রী স্বীকৃতি মজুমদার (Swikriti Majumder) এবং দ্বিতীয়জন হলেন ‘গোধূলি আলাপ’র নোলক অর্থাৎ সোমু সরকার (Somu Sarkar)। নায়কের চরিত্রে দেখা যাবে ‘খড়কুটো’র বাবিন তথা টেলি অভিনেতা কৌশিক রায়কে (Koushik Roy)। এছাড়া ‘পুপুল’ নামের একটি বাচ্চা মেয়ের ভূমিকায় দেখা যাবে ‘গৌরী এলো’র ছোট্ট তারাকে।
‘আলোর কোলে’র প্রোমোয় দেখা গিয়েছে, পুপুল বলছে, ‘আমার মায়ের সবার আগে ঘুম ভেঙে যায়। আচ্ছা মায়ের কি তাহলে ঘুম পায় না?’ এরপরের দৃশ্যেই দেখা যায়, স্বীকৃতি তথা পুপুলের মা ছাদ থেকে জামাকাপড় নামাচ্ছে। ঘরে ঢুকে সব জামাকাপড় গুছিয়ে রাখা দেখে পুপুলের ঠাকুমা বলেন, ‘বাবা! নীচে নামার আগে সব জামাকাপড় নীচে নেমে গিয়েছে?’ তারপর তিনি কাজের বৌ পুষ্পকে ডেকে পুপুলকে তৈরি করার কথা বলেন।
আরও পড়ুনঃ সিনেমা ওয়েব সিরিজের পর সিরিয়ালে অভিষেক, ছোটপর্দায় কার সাথে জুটি বাঁধছেন সাহেব ভট্টাচার্য?
নাতনির কথা বলার পরেই খানিক আক্ষেপের সুরে পুপুলের ঠাকুমা বলে ওঠেন, ‘মা মরা নাতনিটা আমার!’। অন্যদিকে আবার কাজের মেয়ে আসার আগেই পুপুলের মা মেয়ের ঘরের অ্যালার্ম বন্ধ করে তার জামাকাপড়, টিফিন, ব্যাগ সবকিছু গুছিয়ে দেয়। পুপুলকে তোলার সময় সবকিছু গোছানো দেখে ভয় পেয়ে যায় বাড়ির কাজের মেয়ে।
ঘুম থেকে উঠে পুপুল সবার প্রথমে বলে, ‘গুড মর্নিং মা’। তখনই দেখা যায় দেওয়ালে স্বীকৃতির মালা ঝোলানো ছবি ঝুলছে। অর্থাৎ পুপুলের মা মৃত। তবে প্রয়াণের পরেও সর্বক্ষণ মেয়ের সঙ্গে থাকে সে। এরপরের দৃশ্যে দেখা যায়, পুপুল তার বাবা তথা কৌশিকের ওপর কোনও কারণে রেগে গিয়ে বাড়ি থেকে দৌড়ে রাস্তায় চলে আসে।
সেই সময় উল্টো দিক থেকে একটা বাইক চলে আসে। তা দেখে স্বীকৃতি মেয়েকে বাঁচানোর চেষ্টা করলেও সে ব্যর্থ হয়। সে যেহেতু আত্মা তাই পুপুলকে স্পর্শ করতে পারে না। সেই সময় পুপুলের প্রাণ বাঁচায় নোলক অভিনেত্রী সোমু। বাংলা সিরিয়ালের তথাকথিত পরকীয়া-কুটকচালির ভিড়ে একেবারে ভিন্ন স্বাদের কাহিনী নিয়ে আসছে ‘আলোর কোলে’। কৌশিক-স্বীকৃতি-সোমুর এই ভৌতিক মেগা দর্শকদের কেমন লাগে সেটাই এবার দেখার।