• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিয়ে না করেই শাঁখা-সিঁদুর পরে সাধ ভক্ষণ! মিশকার চালে পাল্টা টেক্কা দীপার, ফাঁস আজকের ফাটাফাটি পর্ব

Published on:

Anurager Chhowa Deepa Arranges Baby Shower for Mishka beating her in her own plan

ষ্টার জলসার (Star Jalsha) অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa) বর্তমানে বাংলার ঘরে ঘরে জনপ্রিয় হয়ে উঠেছে। সূর্য-দীপার (Surja-Deepa) কাহিনী দিয়ে শুরু হলেও তাতে সোনা-রুপা থেকে শয়তান মিশকা (Mishka) এসে একটা সুখী পরিবারকে কিভাবে তছনছ করে দিচ্ছে! একেরপর এক ষড়যন্ত্র করলেও ব্যর্থ হচ্ছে মিশকা। আর তাতেই উঠছে টিআরপি (TRP)। তবে সম্প্রতি কিছুটা জনপ্রিয়তা কমেছে, তাই আবারও এক ধামাকা পর্ব হাজির।

যারা নিয়মিত দর্শক তাঁরা জানেন, সূর্যের স্পার্ম নিয়ে মা হয়ে সেনগুপ্ত বাড়িতেই এসে বসে আছে মিশকা। তাঁর ধারণে ধীরে ধীরে সব কবজা করবে সে, যদিও আদতে দীপার দয়াতেই সে বাড়িতে আছে। এই সত্যিটা শুনে কিছুতেই মেনে নিতে পারছে না সে। কখনো দীপা সেজে সূর্যের বিছানায় যাচ্ছে তো কখনো গুন্ডা পাঠিয়ে তিস্তার ক্ষতি করার চেষ্টা করছে। যদিও কোনোটাতে সফল হতে পারেনি সে।

Star Jalsha Bengali serial Anurager Chhowa Deepa saves Tista from goons

গতকালের পর্বেই তিস্তাকে রাস্তায় ঘিরে ধরে মিশকার পাঠানো গুন্ডারা। এরপর খবর পেয়েই বাড়ির মেয়েদের নিয়ে সেখানে ছুটে যায় দীপা। পিস্তলধারী গুন্ডাদের ভয় না পেয়েই পাল্টা তাদেরকেই নাস্তানাবুদ করে তাড়িয়ে, তিস্তাকে সুরক্ষিত অবস্থায় বাড়ি নিয়ে আসে সকলে।

আরও পড়ুনঃ সিনেমা ওয়েব সিরিজের পর সিরিয়ালে অভিষেক, ছোটপর্দায় কার সাথে জুটি বাঁধছেন সাহেব ভট্টাচার্য?

কিন্তু বাড়ি এসে যখন সবাই একটু স্বস্থির নিঃশ্বাস ফেলছে তখনই আরেক চমক। ইভেন্ট ম্যানেজিং এর লোক হাজির সেনগুপ্ত বাড়িতে। কারণ খুঁজতে গিয়ে জানা যায় মিশকা নিজের সাধ অনুষ্ঠানের জন্য লোক ডেকেছে। বিয়ে না করেও লাল পেরে শাড়ি, শাঁখা সিঁদুর পরে সধবা সেজে গয়না পরে হাজির মিশকা। এসব কান্ড দেখে রাগে ফেটে পড়েছে সূর্য, লাবণ্য সহ বাড়ির সকলেই।

আরও পড়ুনঃ ‘এক ডজন ইলিশ খাইসি’, দাদাগিরিতে ইধিকার খাওয়া শুনে অবাক সৌরভ, ভাইরাল ভিডিও না দেখলেই মিস!

Anurager Chhowa Mishka Baby Shower

এরপর মিশকা বলে সূর্যকে সাধের অনুষ্ঠানে থাকতে। তখন দীপা তাকে জানায়, ‘সাধ নিয়ে এতো একসাইটেড অথচ এটাই জানো না যে এই অনুষ্ঠানে ছেলেদের থাকতে নেই।’ তখন লাবণ্যও বলে ওঠে, ‘ও কি করে জানবে! ও তো কোন পরিবার ছাড়া একই বড় হয়ে গেছে। তাই এই নিয়মগুলো ওর জানার কথাই নয়’।

এতকিছুর পর রিপোর্টারের হাজির হয়। তখন মিশকার জন্য সাধের থালা সাজানোর কথা বলে খোদ দীপা। যা শুনে মিশকা নিজেও অবাক হয়ে যায়। কারণ দীপা আগেই মিশকার সাধের জন্য প্রস্তুতি নিচ্ছিল। যেটা শুনে ফ্যাকাসে হয়ে গিয়েছে খোদ মিশকাও। এবার দেখার আগে কি হতে চলেছে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥