• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সিনেমা ওয়েব সিরিজের পর সিরিয়ালে অভিষেক, ছোটপর্দায় কার সাথে জুটি বাঁধছেন সাহেব ভট্টাচার্য?

Updated on:

Tollywood actor Saheb Bhattacharya is going to act in a Bengali serial soon

বড়পর্দার নায়ক হিসেবে তাঁর পরিচিতি। ছোটপর্দায় সঞ্চালক হিসেবে কাজ করলেও, সিরিয়ালে (Serial) কখনও দেখা যায়নি তাঁকে। এবার সেই সাহেব ভট্টাচার্যই (Saheb Bhattacharya) নাকি নাম লেখাতে চলেছেন টেলি দুনিয়ায়। ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে এই খবর। শুধু তাই নয়, প্রকাশ্যে এসে গিয়েছে সাহেবের নায়িকার নামও।

সময়ের সঙ্গে ছোটপর্দা-বড়পর্দার মধ্যেকার বিভেদও আস্তে আস্তে কমছে। আগে ছোটপর্দার কোনও কলাকুশলীকে সিনেমায় নেওয়ার আগে দশবার ভাবতেন নির্মাতারা। একই রকমভাবে সিনে দুনিয়ার কোনও তারকাও চট করে সিরিয়াল (Bengali Serial) করতে চাইতেন না। কিন্তু এখন যেমন ছোটপর্দার একাধিক তারকা সিনেমা করছেন, তেমনই বড়পর্দার সেলেবরাও নাম লেখাচ্ছেন টেলি দুনিয়ায়।

Saheb Bhattacharya Bengali serial

এই বছর যেমন টলিউডের (Tollywood) একাধিক তারকার সিরিয়াল এসেছে। প্রথমবার সিরিয়ালে অভিনয় করছেন অনুষা বিশ্বনাথন। ‘লক্ষ্মীকাকিমা সুপারস্টার’র পর ফের নতুন সিরিয়াল নিয়ে কামব্যাক করেছেন অপরাজিতা আঢ্য। অন্যদিকে অনুভব কাঞ্জিলালও সদ্য ছোটপর্দায় ডেবিউ করেছেন। এবার সেই তালিকাতেই জুড়তে চলেছে সাহেবের নাম।

আরও পড়ুনঃ বিধবা বলে মাকে বরণ নয়, প্রথা ভেঙে পরাগ-পলাশকে বধের হুমকি শিমুলের! ফাঁস আজকের তুলকালাম পর্ব

অতীতে একাধিক রিয়্যালিটি শোয়ের সঞ্চালক হিসেবে সাহেবকে দেখেছেন দর্শকরা। তবে এবার সেই অভিনেতাই নাকি মন দিয়েছেন সিরিয়ালের কাজে। শোনা যাচ্ছে, আসন্ন এই ধারাবাহিকে জনপ্রিয় টেলি অভিনেত্রী সুস্মিতা দে (Susmita Dey) এর বিপরীতে দেখা যাবে সাহেবকে। অর্থাৎ ফের একটি নতুন জুটি দেখতে চলেছেন সিরিয়ালপ্রেমী দর্শকরা।

আরও পড়ুনঃ ভেজা শরীরে বাথটবে শুয়ে ‘পর্ণা’! লুক দেখে ‘জ্ঞান হারাবে বাবুউউর মা’, ছবি ভাইরাল হতেই বলছে নেটপাড়া

Saheb Bhattacharya and Susmita Dey upcoming Bengali serial

সাহেবের কাজের নিরিখে বলা হলে, সিনেমার পাশাপাশি এখন ওয়েব সিরিজে মন দিয়েছেন অভিনেতা। চলতি বছরই তাঁর একটি ওয়েব সিরিজ নিয়ে ব্যাপক চর্চা হয়েছে দর্শকমহলে। প্রশংসিত হয়েছে তাঁর অভিনয়। এবার সিরিয়ালের হাত ধরে একেবারে নতুন রূপে দর্শকদের সামনে হাজির হতে চলেছেন তিনি।

অপরদিকে সুস্মিতাকে শেষ দেখা গিয়েছিল স্টার জলসার ‘পঞ্চমী’ ধারাবাহিকে। বেশ কয়েকমাস হয়ে গেল শেষ হয়েছে সেই মেগা। অভিনেত্রীর শেষ দু’টি সিরিয়াল শুরু হওয়ার কয়েকমাসের মধ্যেই বন্ধের মুখ দেখেছে। সাহেবের সঙ্গে তাঁর আসন্ন ধারাবাহিক দর্শক মনে কতখানি ছাপ ফেলতে পারে তা ক্রমশ প্রকাশ্য। এই বিষয়ে একটি জনপ্রিয় সংবাদমাধ্যমের তরফ থেকে সুস্মিতার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনও মন্তব্য করতে চাননি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥