• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শেষ শুটিংয়ে চোখে জল, বন্ধ হচ্ছে জি বাংলার জনপ্রিয় সিরিয়াল, ফাঁস অন্তিম সম্প্রচারের দিনক্ষণ

বাংলা টেলিভিশনে একঝাঁক সিরিয়াল সম্প্রচারিত হলেও গুটিকতক এমন রয়েছে যা সকলেই দেখতে ভালোবাসেন। কিন্তু শুধু জনপ্রিয়তা থাকলেই হয় না, সিরিয়াল (Bengali TV Serial) লম্বা চলতে হলে যেটা আবশ্যক সেটা হল টার্গেট রেটিং পয়েন্ট (Target Rating Point)। টিআরপি কমলেই শেষের পথে পা বাড়ায় ধারাবাহিকগুলি। এবার এমনটাই হতে চলেছে জি বাংলার জনপ্রিয় আরও এক জনপ্রিয় সিরিয়াল।

আসলে বিগত কয়েক মাসের মধ্যে পুরোনো বেশ কিছু সিরিয়াল শেষ হয়ে গিয়েছে। বদলে এসেছে নতুন মেগা সিরিয়াল। নতুনের ভিড়ে আরও বেশি কোণঠাসা হয়ে পড়েছে পুরোনোরা। ভাবছেন কোন মেগা শেষ হচ্ছে? উত্তর হল ‘রাঙা বউ’ (Ranga Bou)। আজ থেকে একবছর আগে গতবছর ডিসেম্বরেই পথ চলা শুরু হয়েছিল রাঙা বউয়ের। গল্পে রাঙা বউ চরিত্রে শ্রুতি দাস (Shruti Das) ও কুশ বাবুর চরিত্রে দেখা যাচ্ছে গৌরব রায়চৌধুরীকে (Gourab Roy Chowdhury)

   

Ranga Bou Pakhi Kush

এর আগে ত্রিনয়নী সিরিয়ালেও দুজনের জুটি বেশ প্রশংসিত হয়েছিল। তাই ‘রাঙা বউ’ শুরুর থেকেই দর্শকদের পছন্দের তালিকায় চলে আসে। মাঝে টিআরপি তালিকায় সেরা ৫ এর মধ্যেই ছিল দীর্ঘদিন। কিন্তু বিগত কিছু টিআরপি তালিকায় সেরা ১০ এর থেকেই ছিটকে গিয়েছে। এদিকে নতুন মেগার প্রোমো সামনে এসেছে। সেই থেকেই দর্শকদের মনে চিন্তা শুরু হয় যে শেষ হতে চলেছে ধারাবাহিকটি। এবার সেই আশংকাই সত্যি হল।

আরও পড়ুনঃ অর্জুন নয় সূর্যের কাছেই ফিরবে দীপা! এক হবে গোটা সেনগুপ্ত পরিবার, টিভির আগেই ফাঁস দুর্ধর্ষ পর্ব

আজ অর্থাৎ ৯ই ডিসেম্বর শনিবারই হবে রাঙা বউ এর শেষ শুটিং। প্রায় একবছর ধরে একসাথে কাজ করে পরিবারের মত হয়ে গিয়েছিল গোটা টিম। তাই বিদায়বেলায় স্বাভাবিকভাবেই মন খারাপের সুর শুটিং ফ্লোরে। যেমনটা জানা যাচ্ছে আগামী ১৬ই ডিসেম্বর শেষ পর্ব সম্প্রচারিত হবে। খবর প্রকাশ্যে আসার পর দর্শকদেরও মন খারাপ হয়ে গিয়েছে। এবার অপেক্ষা গৌরব-শ্রুতিকে নতুন জুটিতে নতুন গল্পে দেখার জন্য।

আরও পড়ুনঃ অবশেষে এল সুখবর! আবারও কামব্যাক করছে ‘মেয়েবেলা’র মৌ-ডোডো, ফাঁস হল ফার্স্ট লুক

Ranga Bou serial Pakhi, Bengali serial heroine colour complexion

প্রসঙ্গত, রাঙা বউ শেষ হওয়ার আগেই নতুন ধারাবাহিকের প্রোমো প্রকাশ্যে এসে গিয়েছে। ১৮ই ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ‘কোন গোপনে মন ভেসেছে’। যেখানে শ্বেতা ভট্টাচার্য ও রণজয় বিষ্ণুকে দেখা যাবে। গল্পে গ্রামের মেয়ের চরিত্রে দেখা যাবে শ্বেতাকে। অন্যদিকে শহুরে বাবু হচ্ছেন রণজয়। প্রোমোতে দেখা যাচ্ছে কলকাতায় এসে বিনোদকে খুঁজতে গিয়ে দুস্টু লোকের খপ্পরে পড়েছে নায়িকা। সেখান থেকে কোনোমতে পালতে গিয়েই নায়কের কাছে ছুটে আসে। এবার অপেক্ষা নতুন গল্পের সম্প্রচার শুরু হওয়ার।