• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অর্জুন নয় সূর্যের কাছেই ফিরবে দীপা! এক হবে গোটা সেনগুপ্ত পরিবার, টিভির আগেই ফাঁস দুর্ধর্ষ পর্ব

Published on:

Anurager Chhowa Surja Dreams Deepa cameback with Sona Rupa

সূর্য-দীপার মিল হওয়া তো দূর সোনা-রুপা কার কাছে থাকবে সেটাই এখন ‘অনুরাগের ছোঁয়া’র (Anurager Chhowa) ট্র্যাক। সবাই যখন ভেবেছিল এবার সব কিছু ঠিক তখনই মিশকা মা হয় সূর্যের ছেলের। তারপরেই ঘুরে যায় গল্পের মোড়। যে দীপাকে সসম্মানে মেনে নিয়েছিল সেনগুপ্ত পরিবার তাকেই আবার বের করে দিয়েছে, অনিচ্ছা সত্ত্বেও সূর্য ডিভোর্স দিয়েছে দীপাকে।

বিচ্ছদের পরও সূর্যের সাথে এক বিছানায় শুয়ে দীপার মন বিষিয়ে দিয়েছে মিশকা। বর্তমানে মেয়েদেরকেও মায়ের থেকে আলাদা করতে চাইছে সূর্য। কিন্তু দীপা এটা কিছুতেই হতে দিতে পারে না। তাই পরিস্থিতি আবারও দুজনকে কোর্টে এনে হাজির করেছে। অবশ্য এই কঠিন সময়ে অর্জুনকে পাশে পাচ্ছে দীপা। কিন্তু এখানেও আবার নতুন টুইস্ট!

Star Jalsha Bengali serial Anurager Chhowa Surjya doesn’t want Deepa anymore

আজকের পর্বের শুরুতেই দেখা যায় সূর্য নিজের উকিলের কাছে হাজির হয়েছে। যেখানে সে বলছে দীপাকে কোর্টে অপমান করতে চায় না সে। তাই কোর্টের বাইরেই সেটেলমেন্ট করতে চায়। এর জন্য দীপার উকিলকে দিয়ে দীপাকে ডেকে পাঠানো হয়। বাড়ির সকলে না করলেও দীপা এই প্রস্তাবে রাজি হয়।

আরও পড়ুনঃ অবশেষে এল সুখবর! আবারও কামব্যাক করছে ‘মেয়েবেলা’র মৌ-ডোডো, ফাঁস হল ফার্স্ট লুক

দীপা যেখানে সূর্যর মুখ দেখতেও রাজি নয় সেখানে হটাৎই সেনগুপ্ত বাড়িতে হাজির হয়েছে সে। একা নয় সাথে রয়েছে মেয়েরাও। বাবাকে দেখতে পেয়েই দৌড়ে গিয়েছে সোনা-রুপা। মেয়েদের বুকে টেনে কেঁদেই ফেলেছে সূর্য। সত্যিই কি এভাবে ঘুরে যাবে সিরিয়ালের মোড়? না একেবারেই না! কারণ এই সবকিছুই সূর্যর কল্পনা মাত্র। যখন ভুল ভাঙে তখন হাত থেকে কাঁচের গ্লাস পড়ে ভেঙে যায় আর তাতে সূর্যর হাত রক্তাক্ত হয়।

Surja thinks deepa will comeback with sona rupa

আরও পড়ুনঃ গয়না চুরি যেতেই পাল্টি, শিমুলকে চোর অপবাদে তাড়াবে মধুবালা! টিভির আগেই ফাঁস তোলপাড় করা পর্ব

এরপর দেখা যায় সেটেলমেন্টের জন্য হাজির হয়েছে সকলে। সেখানে দীপার উকিলকে সূর্য জানান দেয় দুটো মেয়েকে মানুষ করার মত সামর্থ্য দীপার নেই। রুপার তো একটা ভালো জামাও ছিল না তাঁর সাথে দেখা হওয়ার আগে। এই কথা শোনার পর দীপা আর চুপ থাকতে পারেনি। সেও বলে দেয় সমস্ত টাকার হিসাব আছে, সুদ সমেত ফেরত দেব।

এরপর সেটেলমেন্টের কথাবার্তা শেষ করে সোজা কোর্টে দেখা হবে বলে বেরিয়ে যায় দীপা। তবে কি সত্যিই সোনা-রুপাকে নিয়ে দূরে চলে যাবে দীপা? নাকি সূর্য কোর্টের মাধ্যমে দুই মেয়েকেই নিজের কাছে নিয়ে আসবে? এর উত্তর জানতে হলে চোখ রাখতে হবে টেলিভিশনের পর্দায়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥