• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অবশেষে এল সুখবর! আবারও কামব্যাক করছে ‘মেয়েবেলা’র মৌ-ডোডো, ফাঁস হল ফার্স্ট লুক

Published on:

After Meyebela Arpan Ghoshal and Swikriti Majumder pairs up for Raja Rani Romeo web series

মৌ আর ডোডোর প্রেম জমে ওঠার আগেই আচমকা শেষ হয়ে যায় ‘মেয়েবেলা’র (Meyebela) সফর। তা নিয়ে আক্ষেপের শেষ ছিল না দর্শকদের। তবে তাঁদের সেই আক্ষেপ এবার মিটতে চলেছে। কারণ ফের একবার পর্দার ফিরছে অর্পণ ঘোষাল (Arpan Ghoshal) এবং স্বীকৃতি মজুমদারের (Swikriti Majumder) জুটি। ‘মেয়েবেলা’র পর এবার ‘রাজা রাণী রোমিও’য় দেখা যাবে তাঁদের।

অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল, ফের জুটি বাঁধতে চলেছেন স্বীকৃতি-অর্পণ। অভিনেতা নিজেও এই খবরে শিলমোহর দিয়েছিলেন। অবশেষে প্রকাশ্যে এল তাঁদের আসন্ন ওয়েব সিরিজ ‘রাজা রাণী রোমিও’র (Raja Rani Romeo) প্রথম পোস্টার এবং ফার্স্ট লুক। দর্শকদের প্রিয় ‘ডোডো’কে এখানে দেখা যাবে ইমরান চরিত্রে। অপরদিকে ‘মৌ’ অভিনয় করছেন গায়ত্রীর ভূমিকায়।

Swikriti Majumder and Arpan Ghoshal in Raja Rani Romeo web series

রোম্যান্টিক থ্রিলার ঘরানার এই ওয়েব সিরিজের (Web Series) কাহিনী আবর্তিত হবে ইমরান এবং গায়ত্রীকে কেন্দ্র করে। খুব কম বয়সে একবার পুলিশ কেসে ফেঁসে গিয়েছিল ইমরান। সেই ঘটনার পর নিজের গ্রাম ছেড়ে পালাতে হয় তাকে। ইমরান মণ্ডল হয়ে ওঠে মিঠুন দাস। এরপর থেকে সারা জীবন স্রেফ পালিয়েই যাচ্ছে সে।

আরও পড়ুনঃ সূর্য-সয়ম্ভুকে টেক্কা দিয়ে বাজিমাত! রইল বাংলার নতুন ক্রাশ ‘গীতা LLB’র নায়কের আসল পরিচয়

সব কিছু এভাবেই চলছিল, তবে একদিন একটি ফোন ওলটপালট করে দেয় ইমরানের জীবন। ওয়েটার হিসেবে কাজ করতে গিয়ে একজন গ্রাহকের ফেলে যাওয়া মোবাইল পায় সে। সে গ্রাহক হল বিরাট ব্যবসায়ী বিষ্ণু অধিকারীর স্ত্রী গায়ত্রী। এরপর যথারীতি নিজের ফোন নিতে আসে গায়ত্রী। তারপর তাঁদের সম্পর্ক এগোতেই একটি খুনের ঘটনায় নাম জড়িয়ে যায় ইমরানের। এতদিন যে কারণে সে পালাচ্ছিল, ঘুরে ফিরে সেই পরিস্থিতির সম্মুখীন হতে হয় তাকে।

Swikriti Majumder and Arpan Ghoshal in Raja Rani Romeo web series

স্বীকৃতি-অর্পণের আসন্ন এই সিরিজ পরিচালনা করেছেন জয়দীপ বন্দ্যোপাধ্যায়। ‘রাজা রাণী রোমিও’তে কাজ করা প্রসঙ্গে অর্পণ বলেন, ‘জয়দীপদা শুরু থেকে নিজের ভাবনার সঙ্গে আমাদের অনায়াসে জড়িয়ে নিয়েছিল। আর আমার পুরনো সহ-অভিনেত্রী স্বীকৃতি থাকায় আমি একটু বেশি আত্মবিশ্বাসী ছিলাম। যদিও স্বীকৃতি একথা শুনলে ভাববে আমি মজা করছি’।

আরও পড়ুনঃ পর্ণার অনুপস্থিতিতে নষ্টামী করে সৃজনকে বিয়ে করবে ঈশা! আবারও কাটবে তার? ফাঁস হাইভোল্টেজ ট্র্যাক

অপরদিকে ‘রাজা রাণী রোমিও’য় কাজ করার সুযোগ পেয়ে খুশি স্বীকৃতিও। অভিনেত্রী বলেন, ‘আমার চরিত্রেরও একটা অন্ধকার দিক ছিল, যা একজন অভিনেতার কাছে যতখানি চ্যালেঞ্জিং ততখানি আকর্ষণীয়। অর্পণের মতো একজন সহ অভিনেতা থাকায় আমার বাড়তি একটু সুবিধা হয়েছে। ওঁর সঙ্গে এটা আমার দ্বিতীয় কাজ। দর্শকরা বারবার আমাদের জুটিকে একসঙ্গে দেখতে চেয়েছেন, তাঁরা অপেক্ষা করেছে ফের কবে আমরা পর্দায় ফিরবো’। ভালোবাসা-প্রতিশোধে ভরপুর ‘রাজা রাণী রোমিও’ ডিসেম্বর মাসে ক্লিক-এ রিলিজ করবে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥