• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘ত্রিনয়নী’ খ্যাতি দিয়েছে টাকা নয়! সফল হতেই প্রথম ধারাবাহিক নিয়ে বিস্ফোরক ‘রাঙা বউ’ শ্রুতি

Shruti Das opens up about Trinayani: বাংলা টেলি দুনিয়ার অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী হলেন শ্রুতি দাস (Shruti Das)। ‘ত্রিনয়নী’ (Trinayani), ‘দেশের মাটি’ সহ একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। এই মুহূর্তে তাঁকে জি বাংলার (Zee Bangla) ‘রাঙা বউ’ (Ranga Bou) সিরিয়ালে দেখছেন দর্শকরা। সম্প্রতি সেই শ্রুতিই নিজের স্ট্রাগল নিয়ে মুখ খোলেন। কাটোয়ার এক মধ্যবিত্ত পরিবার থেকে এসে কীভাবে টেলি দুনিয়ার জনপ্রিয় নায়িকা হলেন সেই কাহিনী শোনান তিনি।

‘রাঙা বউ’ নায়িকার জন্ম কলকাতাতেই। তবে শ্রুতির যখন মাত্র ২৮ দিন বয়স তখন পারিবারিক নানান কারণে তাঁর মা তাঁকে সঙ্গে নিয়ে কাটোয়া চলে যান। সেখানেই বড় হয়েছেন অভিনেত্রী। এরপর বিদ্যাসাগর কলেজে ইংরেজি অনার্স নিয়ে পড়বেন বলে প্রথমবার কাটোয়া থেকে কলকাতায় আসেন শ্রুতি। কলেজের ফাইনাল ইয়ারে পড়াকালীন অভিনয়ের নেশাটা আরও বেশি জোরালো হয় তাঁর।

   

Shruti Das, Shruti Das on Trinayani

সম্প্রতি জোশ টকে এসে শ্রুতি জীবনের প্রথম অডিশনের অভিজ্ঞতা নিয়ে মুখ খোলেন শ্রুতি। তিনি জানান, প্রথমদিন এসে স্টুডিওর বাইরের গাছ তলাতেই সারাদিন বসে ছিলেন তিনি। কাস্টিং ডিরেক্টর নাকি তাঁর দিকে তাকিয়ে চলে গিয়েছিলেন। এরপর আবার ট্রেন ধরে কাটোয়া। এরপরের দিন লাল পাড় সাদা শাড়ি পরে একটি ভিডিও ক্লিপিং চাওয়া হয় শ্রুতির থেকে।

সেই ক্লিপিং কাস্টিং ডিরেক্টরের পছন্দ হয়। এরপর শ্রুতিকে ডেকে পাঠানো হয় কলকাতায়। সেদিন আবার বর্ধমান শহর বন্ধ ছিল। অগত্যা ৪টে ট্রেন পাল্টে কলকাতা আসতে হয়েছিল অভিনেত্রীকে। ‘ত্রিনয়নী’র জন্য যখন তাঁর লুক টেস্ট হচ্ছিল, তখন নাকি কিছুই বুঝতে পারছিলেন না নায়িকা। শুধু এটুকু বুঝতে পেরেছিলেন, বিয়ের পর সিরিয়ালে তাঁর লুক কেমন দেখানো হবে সেটারই টেস্ট করা হচ্ছে। তখন শ্রুতি জানতে পারেন তিনি ‘ত্রিনয়নী’র নায়িকা হিসেবে নির্বাচিত হয়েছেন।

আরও পড়ুনঃ বাস্তবেই বিয়ের পিঁড়িতে ‘রাঙা বউ’, গোপনেই বিয়ে সারলেন শ্রুতি-স্বর্ণেন্দু, ফাঁস হল ছবি

Trinayani, Shruti Das Trinayani

আরও পড়ুনঃ ভরা বাজারে বৃদ্ধকে মারধর! ‘স্মার্ট দিদি’ নন্দিনীর ভিডিও ভাইরাল হতেই নিন্দার ঝড় নেটপাড়ায়

জি বাংলার এই জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন শ্রুতি। বাংলার প্রায় প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে গিয়েছিলেন তিনি। তবে সেই সময় পারিশ্রমিকের ব্যাপারটা একেবারেই ভালো বুঝতেই না এই টেলি নায়িকা। খুব কম টাকায় সিরিয়াল করার জন্য রাজি হয়ে যান তিনি। শ্রুতি জানান, তাঁর বাবা ২০১২ সালে ২ হাজার টাকা আয় করতেন। সেই হিসেবে নিজের পারিশ্রমিক হিসেবে ৫ হাজার টাকা চেয়েছিলেন তিনি। পরে জানতে পারেন, বড্ড বোকামি করে ফেলেছেন তিনি।

তবে ‘ত্রিনয়নী’ ধারাবাহিকে সাফল্য পাওয়ার পর থেকে আর পিছন ফিরে দেখতে হয়নি শ্রুতিকে। এরপর তাঁকে স্টার জলসার ‘দেশের মাটি’ ধারাবাহিকে দেখেন দর্শকরা। সেখানে দিব্যজ্যোতি দত্তের বিপরীতে নায়িকা হিসেবে দেখা গিয়েছিল তাঁকে। সেই সিরিয়াল শেষ হওয়ার পর বেশ কয়েক মাস পর্দা থেকে দূরে ছিলেন শ্রুতি। এরপর ফের ‘রাঙা বউ’র হাত ধরে কামব্যাক করেন তিনি। এই সিরিয়ালেও তাঁর নায়ক হিসেবে দেখা যাচ্ছে ‘রাং বউ’ নায়ক গৌরব রায় চৌধুরীকে।