• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ভরা বাজারে বৃদ্ধকে মারধর! ‘স্মার্ট দিদি’ নন্দিনীর ভিডিও ভাইরাল হতেই নিন্দার ঝড় নেটপাড়ায়

Updated on:

Smart didi Nandini slapped an old man in the market video goes viral on social media

Smart didi Nandini Video again Viral on Social Media: সোশ্যাল মিডিয়ার এই যুগে প্রায়ই কাউকে না কাউকে ভাইরাল (Viral) হতে দেখা যায়। কয়েক মাস আগে যেমন নেটপাড়ায় তুমুল ভাইরাল হয়েছিল ‘স্মার্ট দিদি’ (Smart Didi) নন্দিনী (Nandini Didi)। পুরো নাম নন্দিনী গঙ্গোপাধ্যায় (Nandini Ganguly) ওরফে মমতা গঙ্গোপাধ্যায় (Mamata Ganguly)। ভাইরাল হওয়ার কয়েক মাস পরেও অবশ্য তাঁকে নিয়ে ক্রেজ কমেনি নেটিজেনদের মধ্যে। সম্প্রতি তাঁরই একটি ভিডিও (Video) ফের ঝড় তুলেছে সমাজমাধ্যমে।

অফিস পাড়ায় মা-বাবার সঙ্গে পাইস হোটেল চালান ‘স্মার্ট দিদি’ নন্দিনী। গত ২ বছর ধরে সেই হোটেল চালাছচেন তিনি। আগে রোজ ২০-৩০ জন লোক এসে সেখানে খাবার খেতেন। কিন্তু ভাইরাল হওয়ার পরেই খুলে যায় নন্দিনীর ভাগ্য। এখন দৈনিক প্রায় ১০০ জন মানুষ তাঁর হোটেলে খাবার খায়। কিন্তু এসবের মাঝেই ঘটে গেল এক ঘটনা।

Smart Didi Nandini, Nandini Didi

ভাইরাল হয়ে নন্দিনীর যেমন উপার্জন বেড়েছে তেমনই প্রচুর সমালোচিতও হতে হচ্ছে তাঁকে। সম্প্রতি যেমন তাঁর একটি ভিডিও নেটপাড়ায় তুমুল ভাইরাল হয়েছে। সেই ভিডিওয় দেখা যাচ্ছে, একজন বৃদ্ধকে (Old Man) থাপ্পড় মারছেন তিনি।

সম্প্রতি ‘ল্যাদখোর ফুডি’ নামে একজন ইউটিউবার নন্দিনীর পাইস হোটেলে গিয়েছিলেন। সেই ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘২০২৩ সালে এসেও আমাদের এখনও কেন এরকম দেখতে হবে? আজ আমাদের প্রিয় নন্দিনীদিদির সঙ্গে হয়েছে হয়তো বা এরকম অনেক মেয়ের সঙ্গে হয়ে থাকে। কেন হল এই রকম আচরণ নন্দিনী দিদির সঙ্গে?’

আরও পড়ুনঃ বিজ্ঞানী হতে চেয়েছিলাম! মনের সুপ্ত বাসনা প্রকাশ করতেই ট্রোলের শিকার অঙ্কুশ হাজরা

Nandini Didi, Nandini Didi boyfriend, Smart Didi, Nandini Didi slapping a old man

নিমেষের মধ্যে ভাইরাল হয়ে যায় ‘স্মার্ট দিদি’র সেই ভিডিও। সেই সঙ্গেই শুরু হয়েছে বিতর্ক। অনেকেই নন্দিনীকে একহাত নিয়েছেন এই জন্য। কারোর দাবি, একজন বয়স্ক মানুষের গায়ে হাত তুলে একেবারেই ঠিক করেননি তিনি। কেউ আবার বলছেন, ‘যে যাই বলুন না কেন, এই মহিলার ব্যবহার একেবারেই ভালো নয়’। কিন্তু আসল ঘটনা সামনে আসতেই বন্ধ হয়ে গিয়েছে নিন্দুকদের মুখ।

আরও পড়ুনঃ সূর্য নিজেই সেনগুপ্ত বাড়ির ছেলে নয়, বড় সত্যের মুখোমুখী দীপা! ফাঁস ‘অনুরাগের ছোঁয়া’র আগাম পর্ব

খোঁজ নেওয়ার পর জানা যায়, সংশ্লিষ্ট ব্যক্তি প্রায়ই নন্দিনীকে উত্যক্ত করতেন। সেদিনও তেমনই কোনও বাজে উদ্দেশ্য নিয়ে তিনি এসেছিলেন। ভিডিওয় নন্দিনীকে বলতে দেখা যায়, ‘এরকম রোজ করে এ। প্রায়ই পিঠে, গায়ে চিমটি কেটে দিয়ে চলে যায়। রোজ এখানে দাঁড়িয়ে থাকে। এই বুড়ো এবং আরও একজন লোক রয়েছে’। শুরুতে প্রবল বিতর্ক হলেও নন্দিনীর মুখ থেকে আসল কথা শুনতেই নিন্দুকদের মুখ কিন্তু একেবারে বন্ধ হয়ে গিয়েছে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥