• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বাস্তবেই বিয়ের পিঁড়িতে ‘রাঙা বউ’, গোপনেই বিয়ে সারলেন শ্রুতি-স্বর্ণেন্দু, ফাঁস হল ছবি

Published on:

Ranga Bou actress Shruti Das get hitched with her boyfriend director Swornendu Samaddar

‘Ranga Bou’ actress Shruti Das Swarnendu Samaddar got Married: টেলিপাড়ায় এখন একের পর এক বিয়ের  (Marriage) সানাই। আগেই বিয়ের আভাস মিললেও সম্প্রতি একেবারে চুপিসারেই বিয়ে সারলেন বাংলা বিনোদন জগতের অত্যন্ত জনপ্রিয় পরিচালক-অভিনেত্রী জুটি স্বর্ণেন্দু সমাদ্দার এবং শ্রুতি দাস (Swornendu Samaddar & Shruti Das)। ৮ জুলাই টালিগঞ্জের একটি ক্লাবে বিয়ে সেরেছেন এই জুটি। সোমবার মাঝ রাতেই একটি ফেসবুক পোস্টে মিস থেকে মিসেস হওয়ার আপডেট দিয়ে সাথে একটি গোলাপের তোড়া দিয়ে সাজানো কেকের ছবি দিয়ে স্বর্ণেন্দুকে ট্যাগ করেছেন অভিনেত্রী।

সেই সাথে এখন ফেসবুকের দেওয়ালে শ্রুতির  নামের পাশে জ্বলজ্বল করছে ‘সমাদ্দার’ পদবী। অন্যদিকে পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারও শ্রুতির সাথে বিয়ের আপডেট দিয়েছেন ফেসবুকের দেওয়ালে। তবে দুজনের কেউই এখনো পর্যন্ত তাঁদের বিয়ের ছবি শেয়ার করেননি সোশ্যাল মিডিয়ায়। তবে ইনস্টাগ্রামে সম্প্রতি ভাইরাল হয়েছে শ্রুতি স্বর্ণেন্দুর বিয়ের বিশেষ মুহূর্তের একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে এই জুটির বিয়ের বেশ কিছু ছবি কোলাজ করে ভিডিও বানানো হয়েছে।

প্রসঙ্গত বাকিদের থেকে শ্রুতি বরাবরই একটি অন্য ধরনের চিন্তা করতে ভালোবাসেন। তাঁর বিয়ের সাজ পোশাকেও ধরা পড়লো সেই ছবি। তাই বাঙালীর চিরাচরিত লাল টুকটুকে বেনারসির প্রথা ভেঙে এদিন শ্রুতি সেজে ছিলেন একেবারে দুধ সাদা শাড়ি আর ব্লাউজে। যার পাড়ে ছিল সরু লালেল আভা। বউয়ের সাথে ম্যাচিং করেই এদিন সাদা রঙের ধুতি পাঞ্জাবি পরেছিলেন স্বর্ণেন্দুও।

এদিন সাদা শাড়ির সাথেই মানানসই হালকা রূপালী গয়নায় সেজেছিলেন অভিনেত্রী।আর সিঁথি ভর্তি সিঁদুরে জ্বলজ্বল করছিল শ্রুতির হাসি মুখ। টেলিপাড়ার এই জনপ্রিয় জুটির বিয়ের খবর প্রকাশ্যে আসতেই কমেন্ট সেকশনে উপচে পড়েছে অনুরাগীদের একরাশ শুভেচ্ছা তো বটেই।

আরও পড়ুনঃ মিঠাই অতীত! ‘উচ্ছেবাবু’র খোলস ছেড়ে হট নায়িকার সাথে পর্দায় ফিরছেন আদৃত

আরও পড়ুনঃ সূর্য নিজেই সেনগুপ্ত বাড়ির ছেলে নয়, বড় সত্যের মুখোমুখী দীপা! ফাঁস ‘অনুরাগের ছোঁয়া’র আগাম পর্ব

সেই সাথে শুভেচ্ছা জানিয়েছেন ইন্ডাস্ট্রির সহ অভিনেতা অভিনেত্রীরাও। প্রসঙ্গত চলতি বছরে একাধিকবার শ্রুতি স্বর্ণেন্দর বিয়ের প্রসঙ্গ উঠতেই তারা জানিয়েছিলেন একেবারে শীতকালে বিয়ে করার ইচ্ছা রয়েছে তাদের।কিন্তু সবাইকে চমকে দিয়ে বর্ষার মধ্যেই গোপনে বিয়ে সারলেন এই জুটি।

শুধুমাত্র পরিবারের লোকজন এবং ঘনিষ্ঠ বন্ধু বান্ধবদের উপস্থিতিতেই বিয়ে সেরেছেন শ্রুতি স্বর্ণেন্দু। আচমকা বিয়ের প্রসঙ্গে তাঁরা সংবাদ মাধ্যমে জানিয়েছেন তাদের মনে হয়েছে এই মুহূর্তে তাদের সম্পর্ক টাকে আরো একধাপ এগিয়ে নিয়ে যাওয়ার ঠিক হবে। তাই তারা এদিনই বিয়ের সেরে নিয়েছেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥