Zee Bangla popular show changed Time Slot: বাংলা সিরিয়ালপ্রেমী (Bengali Serial) দর্শকদের বিনোদনের রসদ জোগায় স্টার জলসা, জি বাংলার (Zee Bangla) মতো বিনোদনমূলক চ্যানেলগুলি। সেই জন্য তো রোজ বিকেল থেকে টিভির সামনে বসে পড়েন প্রত্যেকে। একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট ধারাবাহিক (TV Serial) টিভির পর্দায় দেখাটা তাঁদের কাছে একটি অভ্যাসের মতো হয়ে দাঁড়ায়। আর যদি কোনও সিরিয়ালের সম্প্রচারের সময় (Time Slot) পরিবর্তিত হয়ে যায় তখন দেখা দেয় সমস্যা। ঠিক যেমন জি বাংলার ক্ষেত্রে শীঘ্রই হতে চলেছে।
আমরা প্রায় প্রত্যেকেই জানি, যে কোনও সিরিয়াল কিংবা শোয়ের (Show) ভবিষ্যৎ নির্ধারণ করে TRP। যদি টিআরপি ভালো হয় তাহলে বছরের পর বছর ধরে সিরিয়াল চলতে থাকে। আর টিআরপি কম হলে কয়েক মাসের মধ্যেই শেষ হয়ে যায় পথচলা। কিংবা ধারাবাহিকের সম্প্রচারের সময় পরিবর্তন করে দেওয়া হয়।
আগেই জানা গিয়েছে, জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘তোমার খোলা হাওয়া’ (Tomar Khola Hawa) শীঘ্রই শেষ হতে চএলছে। গত বছর ডিসেম্বর মাস থেকে শুরু হয়েছিল এই ধারাবাহিক। যদিও শুরু থেকেই টিআরপি তালিকায় খেল দেখাতে পারেনি এই সিরিয়াল। যে কারণে বেশ কয়েকবার ধারাবাহিকের স্লটও পরিবর্তন করা হয়েছে।
রাত সাড়ে নটার স্লটে বেঙ্গল টপার ‘অনুরাগের ছোঁয়া’কে টেক্কা দিতে না পাড়ায় ‘তোমার খোলা হাওয়া’ সম্প্রচারের সময় বদলে দেওয়া হয়। রাত সাড়ে নটা থেকে সোজা দুপুর তিনটের স্লটে দিয়ে দেওয়া হয় এই সিরিয়াল। এখানে কোনও সিরিয়ালের সঙ্গে লড়াই না করতে হলেও ‘তোমার খোলা হাওয়া’র টিআরপিতে কোনও বদল আসেনি। যে কারণে এবার বন্ধ করে দেওয়া হচ্ছে এই সিরিয়াল।
আরও পড়ুনঃ এবার ছোট পর্দায় নতুন ইনিংস শুরু করছেন অদিতি মুন্সী! খবর পেতেই উচ্ছসিত অনুরাগীরা
আরও পড়ুনঃ একেবারে স্পাইনলেস! মেঘের প্রতি নীলের জঘন্য ব্যবহার দেখে ধুয়ে দিল দর্শক
অপরদিকে ‘তোমার খোলা হাওয়া’র ঠিক আগে অর্থাৎ দুপুর আড়াইটের স্লটে সম্প্রচারিত হতো ‘ঘরে ঘরে জি বাংলা’ (Ghore Ghore Zee Bangla)। বিশ্বনাথ বসু এবং অপরাজিত আঢ্য সঞ্চালিত এই শো শুরু হয়েছে বেশ কয়েক মাস হয়ে গেল। তবে জি বাংলার বাকি দুই নন ফিকশন শোয়ের মতো এই শো থেকে তেমন টিআরপি আসেনি। যে কারণে ‘ঘরে ঘরে জি বাংলা’রও বেশ কয়েকবার স্লট বদল হয়েছে।
এই মুহূর্তে জি বাংলার নন ফিকশন শোগুলির মধ্যে সবচেয়ে কম টিআরপি হল অপরাজিতা-বিশ্বনাথের শোয়ের। দুপুরের স্লটে যাওয়ার পর থেকে আরও টিআরপি কমেছে। যে কারণে এবার ‘তোমার খোলা হাওয়া’ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ‘ঘরে ঘরে জি বাংলা’কে বিকেল সাড়ে চারটের স্লটে পাঠিয়ে দেওয়া হচ্ছে। তবে জি বাংলার বাকি সব শোয়ের সময় এক থাকবে বলেই খবর।