• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

এবার ছোট পর্দায় নতুন ইনিংস শুরু করছেন অদিতি মুন্সী! খবর পেতেই উচ্ছসিত অনুরাগীরা

Published on:

Aditi Munshi's new journey on bengali television

বাংলা গানের জগতের অত্যন্ত জনপ্রিয় একজন গায়িকা হলেন অদিতি মুন্সি (Aditi Munshi)। জি বাংলার (Zee Bangla) সারেগামাপার (Saregamapa) মঞ্চ থেকেই উত্থান হয়েছিল এই জনপ্রিয় গায়িকার। তারপর আর ফিরে দেখাতে হয়নি তাঁকে। সেইথেকে দর্শকদের মনে পাকাপাকিভাবে জায়গা করে নিয়েছেন এই গায়িকা। অদিতির কীর্তন গানের জাদুতে বুঁদ আপামর বাংলার শ্রোতা বৃন্দ।

ভক্তরা বলে থাকেন গায়িকার গলায় স্বয়ং দেবী স্বরসতীর বাস। আর এই অল্পদিনেই কীর্তন গানের জগতে দারুন সাফল্য অর্জন করেছেন গায়িকা। আর এবার ছোট পর্দার হাত ধরেই এক নতুন ইনিংসের সূচনা করতে চলেছেন অদিতি। খুব তাড়াতাড়ি জী বাংলা সিনেমার পর্দায় শুরু হতে চলেছে এক নতুন গানের অনুষ্ঠান  ‘সকালের সুরে’। এই অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে থাকবেন অদিতি।

Aditi Munshi

পাশাপাশি অদিতিকে গান গাইতেও শোনা যাবে।  অনুরাগীদের উদ্দেশ্যে ‘কালিকথা’ এবং ‘কৃষ্ণকথা’ শোনাবেন গায়িকা। এই বিশেষ অনুষ্ঠানের নিজেরও বেশ কিছু গান শোনাবেন অদিতি। তাই এতদিন অদিতিকে সবাই গায়িকার ভূমিকায় দেখলেও এবার তাঁকে সঞ্চালকের ভূমিকায় দেখার জন্য মুখিয়ে রয়েছেন অনুরাগীরা। সঞ্চালনার নতুন দায়িত্ব পাওয়ার পর সম্প্রতি আনন্দবাজার অনলাইনের মুখোমুখি হয়েছিলেন অদিতি।

সেখানে তিনি জানিয়েছেন প্রথমে এই প্রস্তাব আসার পর তিনি নাকি বেশ চিন্তায় ছিলেন। অদিতির কথায় ‘চ্যানেলের একটি শো টেনে নিয়ে যাওয়া, অন্য কেউ নেই, আমাকেই কথা বযে যেতে হবে একটি বিষয়ে। কতটা পারবো তা নিয়ে নিজের মনকেই প্রশ্ন করেছিলাম।’

টেলিভিশন,Television,অদিতি মুন্সি,Aditi Munshi,সঞ্চালনা,Anchoring,সারেগামাপা,Saregamapa,নতুন সফর,New Journey,Music,গান

সেইসাথে অদিতি জানিয়েছেন ‘গোটা টিমের সাহায্য পেয়েছি। আসলে যে বিষয়ে এই অনুষ্ঠান করতে হবে তা আমার মন থেকেই আসে। তাই খুব একটা অসুবিধা হয়নি।’ এছাড়া এদিন দর্শকদের উদ্দেশ্যে অদিতি বলেছেন ‘আমি নিশ্চিত  দর্শকদের ভালো লাগবে। আর কোথাও খামতি থাকলে আমি নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা করব।’

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥