• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

একেবারে স্পাইনলেস! মেঘের প্রতি নীলের জঘন্য ব্যবহার দেখে ধুয়ে দিল দর্শক

Published on:

Ichheputul serial Neel's bad Behaviour for Megh makes audience angry

শুরু থেকেই আর পাঁচটা সিরিয়াল থেকে একেবারে আলাদা জি বাংলার (Zee Bangla) ‘ইচ্ছে পুতুল’ (Ichhe Putul)। দুই বোন মেঘ-ময়ূরীর (Megh-Mayuri) গল্প এই মুহূর্তে দারুন জনপ্রিয় বাংলা সিরিয়ালের দ্দর্শকদের কাছেও। এই মুহূর্তে এই সিরিয়ালটির প্রতিটি পর্ব জুড়ে থাকছে একের পর এক নিত্যনতুন চমক। সিরিয়ালটি নিয়মিত দর্শকরা জানেন ময়ূরীর চক্রান্তে আরো একবার নীল (Neel) ভুল বুঝতে শুরু করেছে মেঘকে।

আর এবার প্রশ্ন উঠেছে মেঘের চরিত্র নিয়ে। দর্শক দেখেছেন ময়ূরী গিনির প্রেমিক রূপঙ্করের সহযোগিতা নিয়ে কায়দা করে আবার ফাঁসিয়ে দিয়েছে মেঘেকে। যার ফলে এখন গাঙ্গুলী বাড়ির সবাই ভুল বুঝতে শুরু করেছে বাড়ির বউকেই। মেঘের  চরিত্র নিয়ে প্রশ্ন ওঠার পর তাঁকে বিশ্বাস করা তো দূরের তাকে উল্টে যাচ্ছে তাই ভাবে অপমান করে নিজেকে আরও একবার দর্শকদের চোখে ভিলেন করে তুলেছে নীল।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জী বাংলা,Zee Bangla,ইচ্ছেপুতুল,মেঘ,Megh,নীল,Neel,দর্শক,Audience,ক্ষোভ,Anger,Ichheputul

কিন্তু দুঃখের বিষয় একটাই এতদিনে ময়ূরী চক্রান্ত করে যতবারই মেঘকে ফাঁসিয়েছে ততবারই মেঘের পাশে থাকা তো দূরের কথা উল্টে নীল কাঠগড়ায় তুলেছে মেঘকেই। আর এবার সহ্যের সীমা ছাড়াতেই সে গাঙ্গুলীবাড়ি ছেড়ে আসার পাশাপাশি স্পষ্ট জানিয়ে দিয়েছে এবার সে নীলকে ডিভোর্স দিয়ে তার সাথে তার দিদির ময়ূরীর বিয়ে দিয়ে দেবে।

এরই মধ্যে দেখা গিয়েছে বাপের বাড়ি এসে মাথা থেকে সিঁদুর মুছে ফেলেছে মেঘ। এ পর্যন্ত সবটাই ঠিক ছিল। কিন্তু, কলেজে নীল সকলের সামনে সিনক্রিয়েট করে মেঘকে যেভাবে অপমান করেছে তা কিছুতেই মানতে পারছে না দর্শকরা।

কলেজে রোল কলের সময় নীল মেঘের নামের পাশে রায়ের বদলে গাঙ্গুলি পদবী জুড়ে দিয়ে অন্যান্য ছাত্রছাত্রীদের সামনেই অপমান করে মেঘকে। এই দৃশ্য দেখে ভীষণ রেগে গিয়েছেন দর্শক। কলেজের একজন প্রফেসরের এমন রুচি বোধ দেখে সকলেই তাকে ‘স্পাইনলেস’ বলে কটাক্ষ করেছেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥