• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

তরোয়াল হাতে বীরাঙ্গনা, ‘পিলু’ অভিনেত্রীর নতুন লুক দেখে মুগ্ধ দর্শকেরা

Updated on:

Pilu Actress Megha Daw New Look goes viral on social media

Megha Daw new look : গত বছর জানুয়ারি মাসে জি বাংলার (Zee Bangla) পর্দায় পথচলা শুরু হয়েছিল ‘পিলু’র (Pilu)। মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন জনপ্রিয় টেলি অভিনেতা গৌরব রায় চৌধুরী এবং ‘ডান্স বাংলা ডান্স’ খ্যাত মেঘা দাঁ (Megha Daw)। এই ধারাবাহিকের হাত ধরেই অভিনেত্রী হিসেবে পথচলা শুরু হয়েছিল দক্ষ নৃত্যশিল্পী মেঘার। প্রথম সিরিয়ালেই (Bengali Serial) তুখোড় অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করে নিয়েছিলেন তিনি।

গৌরব, ইধিকা, ধ্রুবজ্যোতি, অঞ্জনার মতো পোড় খাওয়া অভিনেতা-অভিনেত্রীদের মাঝে আলাদা করে নজর কেড়ে নিয়েছিলেন মেঘা। যদিও সেই সিরিয়াল শেষ হওয়ার পর আর কোনও ধারাবাহিকে দেখা যায়নি তাঁকে। ‘পিলু’ শেষ হতেই গৌরব ‘রাঙা বউ’ ধারাবাহিকে সুযোগ পেয়ে গেলেও, মেঘা ছোটপর্দা থেকে একপ্রকার যেন গায়েবই হয়ে গিয়েছেন। তিনি কবে ফিরবেন? এই অপেক্ষাতেই হাপিত্যেশ করে বসে আছেন অনুরাগীরা।

Megha Daw, Megha Daw new look

এসবের মাঝেই সোশ্যাল মিডিয়ায় মেঘার নতুন লুকের (New Look) একটি ছবি ব্যাপক ভাইরাল হয়েছে। সেখানে একেবারে ভিন্ন লুকে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। দৃপ্ত চেহারা, হাতে তরোয়াল, চোখে প্রতিশোধের আগুন, সব মিলিয়ে পুরোদস্তুর মারাঠি বীরাঙ্গনার সাজে ধরা দিয়েছেন তিনি। আর তা দেখেই অনেকে মেঘার নতুন ধারাবাহিকের আশায় বুক বাঁধতে শুরু করে দিয়েছেন।

আরও পড়ুনঃ গিরগিটির মতো রঙ বদলায়, কাজে আর কথায় গড়মিল পেতেই ‘মিথ্যেবাদী’ তকমা পেলেন নন্দিনী দিদি!

Megha Daw, Megha Daw new look

আরও পড়ুনঃ বৌয়ের পর এবার বোনকে পেটাচ্ছে পরাগ! স্বামীকে শায়েস্তা করতে অস্ত্র তুলল শিমুল, ফাঁস আগাম পর্ব

‘পিলু’র পর কি তাহলে অবশেষে কামব্যাক (Comeback) করছেন মেঘা? অনেকের মনেই উঁকি দিয়েছে এই প্রশ্ন। তবে জানিয়ে রাখি, আপাতত এমনটা হচ্ছে না। কারণ অভিনেত্রীর এই নতুন লুক কোনও সিরিয়ালের জন্য নয়। বরং তাঁর নাচের প্রোগ্রামের (Dance Programme) জন্য।

দর্শকদের প্রিয় পিলু বাস্তবে অত্যন্ত দক্ষ একজন নৃত্যশিল্পী। নিজের নৃত্যশৈলীর মাধ্যমে একসময় ‘ডান্স বাংলা ডান্স’র মঞ্চ কাঁপিয়েছিলেন তিনি। মেঘার আসন্ন ডান্স প্রোগ্রামেই এই বীরাঙ্গনা সাজে দেখা যাবে তাঁকে। জানা গিয়েছে, আগামী ২৯ সেপ্টেম্বর কলকাতার সায়েন্স সিটি মেইন অডিটোরিয়ামে আয়োজিত হতে চলেছে মেঘার নাচের অনুষ্ঠান। সেই প্রোগ্রামেই বীরাঙ্গনা লুকে ধরা দেবেন তিনি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥