• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বৌয়ের পর এবার বোনকে পেটাচ্ছে পরাগ! স্বামীকে শায়েস্তা করতে অস্ত্র তুলল শিমুল, ফাঁস আগাম পর্ব

Published on:

Zee Bangla Bengali serial Kar Kache Koi Moner Kotha Shimul raised a weapon

জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত অত্যন্ত বাস্তবধর্মী একটি ধারাবাহিক (Bengali Serial) হল ‘কার কাছে কই মনের কথা’ (Kar Kache Koi Moner Kotha)। মেয়েদের জীবনের ওঠাপড়ার কাহিনী দেখিয়ে খুব কম সময়ের মধ্যেই দর্শকমনে স্থান করে নিয়েছে এই সিরিয়াল। বিয়ের পর থেকে শিমুলের ওপর যেভাবে মানসিক এবং শারীরিক অত্যাচার হচ্ছে তা দেখে চোখে জল এসে গিয়েছে অনেকের। তবে এবার সেই শিমুলই (Shimul) স্বামীকে শায়েস্তা করতে হাতে অস্ত্র তুলে নিল।

‘কার কাছে কই মনের কথা’র নিয়মিত দর্শকরা জানেন, নিজের গয়না বন্ধক রেখে শাশুড়িকে তীর্থে যাওয়ার টাকা এনে দিয়েছে শিমুল এটা কিছুতেই মেনে নিতে পারে না পরাগ (Parag) এবং পলাশ। পাশাপাশি বড় বৌমা আস্তে আস্তে মধুবালার (Madhubala) মনে জায়গা করে নিচ্ছে এটা সহ্য করতে পারছে না প্রতীক্ষাও। এরপর সবার সামনে শিমুলের হাতেই সংসারের যাবতীয় দায়িত্ব তুলে দিয়ে কাশীর উদ্দেশে রওনা দেয় পরাগের মা।

Zee Bangla Bengali serial Kar Kache Koi Moner Kotha Madhubala is impressed with Shimul

মধুবালা চলে যাওয়ার পরেই ফের ধুন্ধুমার কাণ্ড বাঁধতে চলেছে বন্দ্যোপাধ্যায় বাড়িতে। ধারাবাহিকের আগামী পর্বে যা দেখানো হবে তা দেখে রীতিমতো চমকে গিয়েছেন দর্শকরা। পরাগকে শায়েস্তা করতে শিমুল যে হাতে অস্ত্র তুলে নেবে তা আসলে ভাবতে পারেনি কেউই।

Kar Kache Koi Moner Kotha, Kar Kache Koi Moner Kotha Shimul with weapon

সিরিয়ালের আগামী পর্বে দেখতে পাবেন, মা বাড়ি নেই বলে পুতুল (Putul) ভয় পাচ্ছে। ননদের এমন অবস্থা দেখে শিমুল তার কাছে ঘুমোবে বলে চলে আসে। পুতুল তাকে দেখে ভীষণ খুশি হয়। তবে রেগে যায় পরাগ। সে অনেকবার শিমুলকে ঘরে যাওয়ার কথা বলে। কিন্তু শিমুল রাজি হয় না। এরপর পরাগ স্ত্রীয়ের হাত ধরে টেনে নিয়ে যেতে চাইলে পুতুল রুখে দাঁড়ায়।

https://youtu.be/baQoACRlufo

কিন্তু তা সত্ত্বেও পরাগ না শুনলে পুতুল সোজা গিয়ে তার হাতে কামড়ে দেয়। সঙ্গে সঙ্গে বোনকে ধাক্কা মেরে সরিয়ে দেয় সে। এটা দেখেই প্রচণ্ড রেগে যায় শিমুল, আর হাতে একটা ছুরি তুলে নেয়। এরপর সেই ছুরি হাতেই সে পরাগের সামনে গিয়ে বলে, আর একবার এমন কিছু হলে ভীষণ খারাপ হবে। বৌয়ের রুদ্ররূপ দেখে ভয় পেয়ে যায় পরাগও। মধুবালা বাড়ি এসে একথা শোনার পর কেমন প্রতিক্রিয়া দেয় এবার সেটাই দেখার।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥